ETV Bharat / state

মুনমুনের সভায় প্রেস্টিজ বাঁচাতে বিলি ঘুগনি-মুড়ি; হাতে নিয়েই দে ছুট ! - muri

তারকা প্রার্থীর উপস্থিতিতেও ভরল না সভা। ড্যামেজ কন্ট্রোলে পরবর্তী সভায় ঘুঘনি-মুড়ির আয়োজন করল স্থানীয় নেতৃত্ব।

চলছে মুড়ি-ঘুঘনি বিলি
author img

By

Published : Apr 1, 2019, 1:50 PM IST

আসানসোল, 1 এপ্রিল : সভায় উপস্থিত আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন। উপস্থিত এলাকার বিধায়ক বিধান উপাধ্যায়। কিন্তু, সভা ভরল না। বাধ্য হয়ে পরের সভায় মুড়ি-ঘুঘনির ব্যবস্থা করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলে দলে মানুষ এলেন, মুড়ি-ঘুঘনি নিয়ে পা বাড়ালেন বাড়ির দিকে। তবে কি সভা ভরাতেই এই ব্যবস্থা ? উঠছে গুঞ্জন।

লোকসভা নির্বাচনে পঞ্চায়েত এলাকাগুলিতে ছোটো ছোটো সভা করে মানুষের কাছে পৌঁছাতে চাইছে তৃণমূল। গতকাল বারাবনী বিধানসভা এলাকার পাঁচগাছিয়া ও নুনির আসনবনিতে সভা ছিল মুনমুন সেনের। সভায় মুনমুন ও এলাকার দোর্দণ্ডপ্রতাপ বিধায়ক বিধান উপাধ্যায় উপস্থিত থাকলেও লোক হয়েছে মাত্র 150 জন। এরপর আসনবনির সভা শুরু হতেই দেখা গেল ছোটো ম্যাটাডোর ভ্যানে আনা হয়েছে ঘুঘনি-মুড়ি। সভায় হাজির হওয়া জনা 300 লোক তা নিতে লাইন দিয়েছেন।

ব্রিগেডে তৃণমূলের জনসভায় ডিম-ভাত নিয়ে কম চর্চা হয়নি। লোক টানতে সস্তার পথ বেছেছে বলে কটাক্ষ করেছে বিরোধীরা। এরপর ঘুঘনি-মুড়ি নিয়ে শুরু হয়েছে কানাঘুঁষো। মুনমুনের সভায় লোক টানতে পাশাপাশি নিজেদের প্রেস্টিজ বাঁচাতেই কি এই আয়োজন ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

আসানসোল, 1 এপ্রিল : সভায় উপস্থিত আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন। উপস্থিত এলাকার বিধায়ক বিধান উপাধ্যায়। কিন্তু, সভা ভরল না। বাধ্য হয়ে পরের সভায় মুড়ি-ঘুঘনির ব্যবস্থা করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলে দলে মানুষ এলেন, মুড়ি-ঘুঘনি নিয়ে পা বাড়ালেন বাড়ির দিকে। তবে কি সভা ভরাতেই এই ব্যবস্থা ? উঠছে গুঞ্জন।

লোকসভা নির্বাচনে পঞ্চায়েত এলাকাগুলিতে ছোটো ছোটো সভা করে মানুষের কাছে পৌঁছাতে চাইছে তৃণমূল। গতকাল বারাবনী বিধানসভা এলাকার পাঁচগাছিয়া ও নুনির আসনবনিতে সভা ছিল মুনমুন সেনের। সভায় মুনমুন ও এলাকার দোর্দণ্ডপ্রতাপ বিধায়ক বিধান উপাধ্যায় উপস্থিত থাকলেও লোক হয়েছে মাত্র 150 জন। এরপর আসনবনির সভা শুরু হতেই দেখা গেল ছোটো ম্যাটাডোর ভ্যানে আনা হয়েছে ঘুঘনি-মুড়ি। সভায় হাজির হওয়া জনা 300 লোক তা নিতে লাইন দিয়েছেন।

ব্রিগেডে তৃণমূলের জনসভায় ডিম-ভাত নিয়ে কম চর্চা হয়নি। লোক টানতে সস্তার পথ বেছেছে বলে কটাক্ষ করেছে বিরোধীরা। এরপর ঘুঘনি-মুড়ি নিয়ে শুরু হয়েছে কানাঘুঁষো। মুনমুনের সভায় লোক টানতে পাশাপাশি নিজেদের প্রেস্টিজ বাঁচাতেই কি এই আয়োজন ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.