ETV Bharat / state

পুলিশে চাকরি দেওয়ার প্রতারণায় গ্রেপ্তার চার

author img

By

Published : Jul 7, 2020, 7:20 PM IST

জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, রায়নাতে পুলিশে চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির বিরুদ্ধে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে । অভিযোগের সূত্র ধরেই গতকাল টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা হয়েছে । ধৃত ব্যক্তির নাম রাজেন হাজরা ।

Four people arrested for fraudulently giving jobs to police
নকল পুলিশ সেজে পুলিশে চাকরি দেওয়ার প্রতারণা

রায়না, 7 জুলাই : পুলিশ অফিসার পরিচয় দিয়েপুলিশে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তারকরল রায়না থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পুলিশের জাল স্ট্যাম্প, প্যাড ও জাল শংসাপত্র । নীল বাতিলাগানো একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

জেলাপুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, রায়নাতে পুলিশে চাকরি দেওয়ার নাম করেএক ব্যক্তির বিরুদ্ধে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে । অভিযোগের সূত্র ধরেইগতকাল টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা হয়েছে । ধৃত ব্যাক্তির নাম রাজেন হাজরা ।তাঁর বাড়ি বর্ধমানের রায়নাতে । তাঁর সহযোগী আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । মূলপান্ডা রাজেন হাজরাকে পুলিশি হেপাজতে নেওয়া হচ্ছে ।

রাজেননিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিত । ধৃতদের কাছ থেকে বেশ কিছু নকল রবারস্ট্যাম্প,প্যাড ওনকল শংসাপত্র পাওয়া গেছে । পাঁচ জনের কাছ থেকে প্রায় 18 লাখ টাকা নিয়েছে বলে জানা গেছে । আরওঅনেকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিতে পারে বলে শোনা যাচ্ছে । তাইবিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । ধৃতদের বিষয়-সম্পত্তি কী কী আছে সে সবও খতিয়েদেখা হচ্ছে । এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হবেবলে জানান জেলা পুলিশ সুপার ।

নকল পুলিশ সেজে পুলিশে চাকরি দেওয়ার প্রতারণা

রায়না, 7 জুলাই : পুলিশ অফিসার পরিচয় দিয়েপুলিশে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তারকরল রায়না থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পুলিশের জাল স্ট্যাম্প, প্যাড ও জাল শংসাপত্র । নীল বাতিলাগানো একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

জেলাপুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, রায়নাতে পুলিশে চাকরি দেওয়ার নাম করেএক ব্যক্তির বিরুদ্ধে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে । অভিযোগের সূত্র ধরেইগতকাল টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা হয়েছে । ধৃত ব্যাক্তির নাম রাজেন হাজরা ।তাঁর বাড়ি বর্ধমানের রায়নাতে । তাঁর সহযোগী আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । মূলপান্ডা রাজেন হাজরাকে পুলিশি হেপাজতে নেওয়া হচ্ছে ।

রাজেননিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিত । ধৃতদের কাছ থেকে বেশ কিছু নকল রবারস্ট্যাম্প,প্যাড ওনকল শংসাপত্র পাওয়া গেছে । পাঁচ জনের কাছ থেকে প্রায় 18 লাখ টাকা নিয়েছে বলে জানা গেছে । আরওঅনেকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিতে পারে বলে শোনা যাচ্ছে । তাইবিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । ধৃতদের বিষয়-সম্পত্তি কী কী আছে সে সবও খতিয়েদেখা হচ্ছে । এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হবেবলে জানান জেলা পুলিশ সুপার ।

নকল পুলিশ সেজে পুলিশে চাকরি দেওয়ার প্রতারণা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.