ETV Bharat / state

স্বামীর মৃত্যুর জন্য দায়ী বিধায়ক, অভিযোগ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের

author img

By

Published : Jun 17, 2021, 10:45 PM IST

জুন মাসের 8 তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তৃণমূল নেতা সোমনাথ রাজবংশী । তিনি কালনার 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কণিকা রাজবংশীর স্বামী । গতকাল কালনার মহকুমাশাসককে দেবপ্রসাদ বাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন কণিকা রাজবংশী ৷

স্বামীর মৃত্যুর জন্য দায়ী বিধায়ক, অভিযোগ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারের
স্বামীর মৃত্যুর জন্য দায়ী বিধায়ক, অভিযোগ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারের

কালনা, 17 জুন : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কালনা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের স্বামী সোমনাথ রাজবংশীর । স্বামীর মৃত্যুর জন্য কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগকেই দায়ী করে কালনা মহকুমাশাসকের কাছে অভিযোগ জানালেন প্রাক্তন কাউন্সিলর কণিকা রাজবংশী । যদিও কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের দাবি তাঁর নামে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে ।

গতকাল কণিকা রাজবংশী বলেন, "মৃত্যুর দু’দিন আগে আমার স্বামী আমাকে জানায়, কালনার বিধায়ক তাঁর ওয়ার্ডে হেরে যাওয়ার জন্য তাঁকে অপমান করেছেন । এছাড়া তাঁকে হুমকি দিয়ে বলা হয় তাঁর বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে । সোমনাথ রাজবংশী হার্টের রোগী হওয়ায় অপমান সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।"

আরও পড়ুন : তৃণমূলে ফিরতে চাওয়া সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে পোস্টার

কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, "যে কোনও মৃত্যু নিয়ে রাজনীতি হোক সেটা আমি চাই না । আর আমি তাঁকে কোনও হুমকি দিইনি । যদি হুমকি দিয়ে থাকি তাহলে মারা যাওয়ার 6 দিন পরে কেন অভিযোগ করছেন ? প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে কিছু অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই অভিযোগ করা হয়েছে সেটা সকলেই বুঝতে পারছেন । যিনি মারা গিয়েছেন তিনি হার্টের রোগী । মৃত্যু নিয়ে এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া দরকার । এই ধরনের রাজনীতি আমি অন্তত করি না ।"

কালনা, 17 জুন : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কালনা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের স্বামী সোমনাথ রাজবংশীর । স্বামীর মৃত্যুর জন্য কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগকেই দায়ী করে কালনা মহকুমাশাসকের কাছে অভিযোগ জানালেন প্রাক্তন কাউন্সিলর কণিকা রাজবংশী । যদিও কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের দাবি তাঁর নামে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে ।

গতকাল কণিকা রাজবংশী বলেন, "মৃত্যুর দু’দিন আগে আমার স্বামী আমাকে জানায়, কালনার বিধায়ক তাঁর ওয়ার্ডে হেরে যাওয়ার জন্য তাঁকে অপমান করেছেন । এছাড়া তাঁকে হুমকি দিয়ে বলা হয় তাঁর বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে । সোমনাথ রাজবংশী হার্টের রোগী হওয়ায় অপমান সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।"

আরও পড়ুন : তৃণমূলে ফিরতে চাওয়া সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে পোস্টার

কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, "যে কোনও মৃত্যু নিয়ে রাজনীতি হোক সেটা আমি চাই না । আর আমি তাঁকে কোনও হুমকি দিইনি । যদি হুমকি দিয়ে থাকি তাহলে মারা যাওয়ার 6 দিন পরে কেন অভিযোগ করছেন ? প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে কিছু অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই অভিযোগ করা হয়েছে সেটা সকলেই বুঝতে পারছেন । যিনি মারা গিয়েছেন তিনি হার্টের রোগী । মৃত্যু নিয়ে এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া দরকার । এই ধরনের রাজনীতি আমি অন্তত করি না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.