ETV Bharat / state

টিকা নিলেন ভাতারের প্রাক্তন-বর্তমান বিধায়ক

author img

By

Published : Jan 16, 2021, 10:50 PM IST

ভ্যাকসিনেশনের প্রথম দিনের তালিকায় ভাতারের প্রাক্তন-বর্তমান বিধায়কের নাম । টিকা নিলেন বিধায়করা । শুরু হয়েছে বিতর্ক ।

টিকা নিলেন ভাতারের প্রাক্তন-বর্তমান বিধায়ক
টিকা নিলেন ভাতারের প্রাক্তন-বর্তমান বিধায়ক

ভাতার, 16 জানুয়ারি : আজ দেশজুড়ে কোরোনার প্রতিষেধকের টিকাকরণ শুরু হয়েছে । রাজ্যে বেশ কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রথম ধাপের টিকাকরণ করা হয়েছে । তার ছবি দেখা গেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ও ভাতারে । কিন্তু ব্যতিক্রমী চিত্রটাও স্পষ্ট । কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ভাতারের তৃণমূল বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরাকে টিকা নিতে দেখা গেল । যদিও সুভাষ মণ্ডল ভাতার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার কারণে তিনি ভ্যাকসিন নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ ।

আরও পড়ুন : কোরোনা ভ্যাকসিন প্রাপকের তালিকায় তৃণমূল বিধায়কের নাম, বিতর্ক তুঙ্গে

ভাতার বিধানসভা এলাকায় মোট 100 জন টিকা নিয়েছেন । সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন বিধায়ক সহ বর্তমান বিধায়কের । আর তারপরেই শুরু হয়েছে বিতর্ক । প্রথম দিনেই বিধায়ক কীভাবে কোরোনা টিকা নিলেন । প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।

বিধায়ক সুভাষ মণ্ডল এবিষয়ে বলেন, "আমি কোরোনা ভ্যাকসিন নিয়েছি । সাধারণ মানুষকে উৎসাহ জোগাতে আমি ভ্যাকসিন নিলাম । ভ্যাকসিন নেওয়ার জন্য অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই । আমার নাম যেহেতু ভ্যাকসিন নেওয়ার তালিকায় ছিল তাই নিয়েছি । এই ভ্যাকসিন বাংলার মানুষ যাতে নির্দ্বিধায় নিতে পারেন তার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী ।"

ভাতার, 16 জানুয়ারি : আজ দেশজুড়ে কোরোনার প্রতিষেধকের টিকাকরণ শুরু হয়েছে । রাজ্যে বেশ কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রথম ধাপের টিকাকরণ করা হয়েছে । তার ছবি দেখা গেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ও ভাতারে । কিন্তু ব্যতিক্রমী চিত্রটাও স্পষ্ট । কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ভাতারের তৃণমূল বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরাকে টিকা নিতে দেখা গেল । যদিও সুভাষ মণ্ডল ভাতার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার কারণে তিনি ভ্যাকসিন নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ ।

আরও পড়ুন : কোরোনা ভ্যাকসিন প্রাপকের তালিকায় তৃণমূল বিধায়কের নাম, বিতর্ক তুঙ্গে

ভাতার বিধানসভা এলাকায় মোট 100 জন টিকা নিয়েছেন । সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন বিধায়ক সহ বর্তমান বিধায়কের । আর তারপরেই শুরু হয়েছে বিতর্ক । প্রথম দিনেই বিধায়ক কীভাবে কোরোনা টিকা নিলেন । প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।

বিধায়ক সুভাষ মণ্ডল এবিষয়ে বলেন, "আমি কোরোনা ভ্যাকসিন নিয়েছি । সাধারণ মানুষকে উৎসাহ জোগাতে আমি ভ্যাকসিন নিলাম । ভ্যাকসিন নেওয়ার জন্য অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই । আমার নাম যেহেতু ভ্যাকসিন নেওয়ার তালিকায় ছিল তাই নিয়েছি । এই ভ্যাকসিন বাংলার মানুষ যাতে নির্দ্বিধায় নিতে পারেন তার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.