ETV Bharat / state

ঘুমন্ত অবস্থায় পরিবারের পাঁচ জনকে পিষে দিল লরি - বর্ধমান জেলার গলসির শিকারপুর এলাকা

ঘটনাস্থানে পাঁচ জনের মৃত্যু হয় । বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থানে ছুটে যায় । ঘাতক গাড়িটিকে তারা আগুন ধরিয়ে দেয় । স্থানীয়দের অভিযোগ, পুলিশের সঙ্গে আঁতাত করে এলাকায় অবৈধভাবে বালি পাচার চলছে ৷

Five people died after a lorry hit
লরির ধাক্কায় মৃত্যু 2 শিশু সহ 5 জন
author img

By

Published : Jan 1, 2020, 1:47 PM IST

বর্ধমান,1 জানুয়ারি : ঘুমন্ত অবস্থায় একটি পরিবারকে পিষে দিল একটি বালির লরি । ঘটনায় দুই শিশু-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসির শিকারপুর এলাকায় । স্থানীয়রা ঘাতক লরি-সহ বেশ কিছু বালির লরিতে আগুন লাগিয়ে দেয় । বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷

গতকাল রাতে শিকারপুর এলাকার ওই পরিবারটি নিজের বাড়িতে ঘুমাচ্ছিল । বাড়ির সামনের রাস্তা দিয়ে দিনে দুপুরে অবৈধভাবে বালির লরি চলাচল করে । গতকাল গভীর রাতে একটা বালির লরি ওই বাড়িতে গিয়ে ধাক্কা মারে । লরিটি ওই বাড়ি ভেঙে পাঁচজনকে জনকে পিষে দেয় ।

ঘটনাস্থানে পাঁচ জনের মৃত্যু হয় । বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থানে ছুটে যায় । ঘাতক গাড়িটিকে তারা আগুন ধরিয়ে দেয় । স্থানীয়দের অভিযোগ, পুলিশের সঙ্গে আঁতাত করে এলাকায় অবৈধভাবে বালি পাচার চলছে ৷

বর্ধমান,1 জানুয়ারি : ঘুমন্ত অবস্থায় একটি পরিবারকে পিষে দিল একটি বালির লরি । ঘটনায় দুই শিশু-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসির শিকারপুর এলাকায় । স্থানীয়রা ঘাতক লরি-সহ বেশ কিছু বালির লরিতে আগুন লাগিয়ে দেয় । বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷

গতকাল রাতে শিকারপুর এলাকার ওই পরিবারটি নিজের বাড়িতে ঘুমাচ্ছিল । বাড়ির সামনের রাস্তা দিয়ে দিনে দুপুরে অবৈধভাবে বালির লরি চলাচল করে । গতকাল গভীর রাতে একটা বালির লরি ওই বাড়িতে গিয়ে ধাক্কা মারে । লরিটি ওই বাড়ি ভেঙে পাঁচজনকে জনকে পিষে দেয় ।

ঘটনাস্থানে পাঁচ জনের মৃত্যু হয় । বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থানে ছুটে যায় । ঘাতক গাড়িটিকে তারা আগুন ধরিয়ে দেয় । স্থানীয়দের অভিযোগ, পুলিশের সঙ্গে আঁতাত করে এলাকায় অবৈধভাবে বালি পাচার চলছে ৷

Intro:বালির লরি পিষে দিল বাড়ি, মৃত্যু পাঁচ জনের

পুলক যশ, গলসি


ঘুমন্ত অবস্থায় একটি পরিবারকে পিষে দিল একটি বালির লরি। ঘটনায় দুই শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসির শিকারপুর এলাকায়। স্থানীয়রা ঘাতক ট্রাক সহ বেশকিছু বালির ট্রাকে আগুন লাগিয়ে দেয়। সকাল থেকেই স্থানীয়রা মৃতদেহ আটকে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে শিকারপুর এলাকায় একটি পরিবার নিজের বাড়িতে ঘুমাচ্ছিল। বাড়ির সামনের রাস্তা দিয়ে দিনে দুপুরে অবৈধভাবে বালির ট্রাক ডাম্পার চলাচল করে। গতকাল গভীর রাতে মদ্যপ অবস্থায় একটা বালির ট্রাক ওই বাড়িতে গিয়ে ধাক্কা মারে। সেই সময়ে বাড়িতে দুই শিশুসহ পাঁচ জন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।মদ্যপ অবস্থায় ছিল চালক। ট্রাকটি ওই বাড়ি ভেঙে পাঁচজনকে জনকে পিষে দেয়। ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়। ঘাতক গাড়িটিকে তারা আগুন ধরিয়ে দেয়। এরপর ওই এলাকায় থাকা বালির ঘাটে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের অভিযোগ গলসি থানার পুলিশের সঙ্গে আঁতাত করে এলাকায় অবৈধভাবে বেশকিছু বালিরঘাট চলছে। আর সেই কারণেই এলাকায় দুর্ঘটনা ঘটছে। ঘটনাস্থলে পুলিশ গেলেও গ্রামবাসীরা এখনো মৃতদেহ তুলতে দেয়নি।Body:বালির লরি পিষে দিল বাড়ি, মৃত্যু পাঁচ জনেরConclusion:বালির লরি পিষে দিল বাড়ি, মৃত্যু পাঁচ জনের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.