বর্ধমান, 11 মে : শক্তিগড় স্টেশনে ট্রেন দুর্ঘটনার জেরে ছাত্রছাত্রীদের অসুবিধার কথা ভেবে বাতিল করা হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অ্যাডমিশন টেস্ট। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে পরে পরবর্তী পরীক্ষার তারিখ জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে অনেক পরীক্ষার্থীই ট্রেনে চেপে পরীক্ষা দিতে আসেন। ট্রেন দুর্ঘটনার জেরে অনেক ট্রেন বাতিল হতে পারে বা দেরিতে চলতে পারে ৷ এই কথা মাথায় রেখেই বাতিল করা হয়েছে পরীক্ষা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অ্যাডমিশন টেস্ট ছিল ৷ এদিন বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বর্ধমান হাওড়া রেললাইনের শক্তিগড়ে ট্রেন দুর্ঘটনার কারণে এদিন ট্রেন চলাচল ব্যহত হয়েছে। এই কারণে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অ্যাডমিশন টেস্ট যেটি বৃহস্পতিবার ও শুক্রবার হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা অনিবার্য কারণে বাতিল করা হয়েছে। পরবর্তী পরীক্ষার দিনক্ষণ নির্দিষ্ট সময়ে জানানো হবে।
আরও পড়ুন: ডিগ্রি কোর্সের বদলে চিকিৎসকদের জন্য তিন বছরের ডিপ্লোমা কোর্সের প্রস্তাব মুখ্যমন্ত্রীর
এদিকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা এই ঘোষণায় বেজায় ক্ষুব্ধ। তাঁদের দাবি, এর আগেও কোনও কারণ না-দেখিয়ে পরীক্ষা বাতিল করা হয়েছিল। এই দিন ফের পরীক্ষা বাতিল করা হয়েছে। তাঁদের দাবি, যারা পরীক্ষা দিতে এসেছে হয় তাদের পরীক্ষা নেওয়া হোক কিংবা তাদের সরাসরি ভাইভা-তে ডাকা হোক। আসানসোলের বাসিন্দা দীপাঞ্জনা মিত্র বলেন, "বৃহস্পতিবার পরীক্ষা দিতে এসেছিলাম। সকালে আসার পরেও জানতাম না যে পরীক্ষা হবে না। কিন্তু হঠাৎ করে জানতে পারি, গতকাল রাতে শক্তিগড়ে ট্রেন দুর্ঘটনার কারণে এদিন পরীক্ষা বাতিল করা হয়েছে। আমরাও কিন্তু ট্রেন না থাকায় অনেক কষ্ট করে বাই রোড এসেছি। কেউ প্লেনে চেপে আসিনি। তাহলে কেন পরীক্ষা নেওয়া হবে না। আমাদের দাবি তাহলে আমাদের সরাসরি ভাইভা-তে ডাকা হোক। এর আগেও একবার, আগের দিন নোটিফিকেশন দিয়ে পরীক্ষা বাতিল করা হয়েছিল। এই দিন নোটিশ জারি করা হলেও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সেই নোটিশ দেওয়া হয়নি।"