আউশগ্রাম, 21 জুন : আউশগ্রামে ভেদিয়ার বুধরা এলাকায় রেলব্রিজের কাছে অজয় নদের বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা । এছাড়া ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, আউশগ্রাম-2 ব্লকের বিডিও গোপাল বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য আধিকারিকরা ।
এদিন বাঁধের কাজ পরিদর্শন করা ছাড়াও জেলাশাসক নদীবাঁধের বিভিন্ন অংশও ঘুরে দেখেন । পাশাপাশি কাঁঠালবাগান, নবগ্রাম-সহ বেশকিছু এলাকা পরিদর্শন করেন । ঝাড়খণ্ডের শিকাটিয়া ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ায় বিপদসীমার কাছাকাছি রয়েছে জলস্তর । অজয় তীরবর্তী জনবসতি এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে ।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লাগাতার বৃষ্টি ও দু'দফায় ঝাড়খণ্ডের শিকাটিয়া ব্যারেজ থেকে জল ফলে অজয়ের জলস্তর বেড়েছে ৷ জলের চাপ বাড়ায় আউশগ্রামের ভেদিয়ায় অজয় নদের বাঁধে ফাটল দেখা দেয় । খবর পেয়ে এলাকায় যান প্রশাসনের আধিকারিকরা । শুরু হয় দ্রুত বাঁধ মেরামতির কাজ ।
স্থানীয়দের একাংশে অভিযোগ, কয়েক বছর আগে এই এলাকায় বাঁধ মেরামতির কাজ হলেও তা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে । যদিও ঠিকাদার সংস্থার দাবি, বাঁধের কাছে শিয়ালের গর্ত থাকায় তাতে জল ঢুকে বাঁধের মাটি আলগা হয়ে গিয়েছে । জলের চাপ বাড়ায় সেখানে ফাটল দেখা দিয়েছে । তাঁদের কাজের কোনও ত্রুটি হয়নি । ফাটল দেখা দেওয়ার পরই সেচ দফতর তড়িঘড়ি সেখানে বালির বস্তা দিয়ে মেরামত করে দেয় ।
পাশাপাশি কুনুরের জল ছাপিয়ে গিয়ে গুসকরা শহরে বেশ কিছু ওয়ার্ড এখনও জলমগ্ন রয়েছে । জানা গিয়েছে, 3, 5 এবং 12 নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে ।
এদিকে আউশগ্রাম কালীদহ রোডে কুনুর নদীর কাঁদরের ওপর বাগরাই গ্রামে সেতুর দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা । স্থানীয়রা জেলাশাসকের কাছে নতুন সেতু নির্মাণের দাবি জানান । জেলাশাসক তাঁদের আশ্বস্ত করেন ।
জেলাশাসক বলেন, "আমরা অজয় নদের বাঁধ ঘুরে দেখেছি । অজয় নদের বাঁধে কয়েকটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে । সেই সব স্কিম তৈরি করে পাঠানো হয়েছে ।"
আরও পড়ুন : নদীর স্রোতে ভেসে গিয়েছে সাঁকো, বিপাকে খানাকুলবাসী