ETV Bharat / state

Debu Tudu Slams BJP: কেন্দ্রীয় বরাদ্দ না মিললে বিজেপিকে মিটিং মিছিলের অনুমতি নয়, হুঁশিয়ারি দেবু টুডুর

'বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার । আর বাংলার মানুষ কি চুড়ি পড়ে বসে আছে ?' গুসকরাতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে এভাবেই কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু (Debu Tudu Slam Central government)।

Debu Tudu News
কেন্দ্র টাকা না দিলে বিজেপিকে মিটিং মিছিল নয়, হুঁশিয়ারি দেবু টুডুর
author img

By

Published : Oct 16, 2022, 7:46 AM IST

Updated : Oct 16, 2022, 8:11 AM IST

গুসকরা, 16 অক্টোবর: "কেন্দ্রীয় সরকার গরিব মানুষের টাকা আটকে দেবে আর এখানে এসে বিজেপি মিটিং মিছিল করবে এটা হতে দেবে না বাংলার মানুষ । বিজেপি নেতারা গায়ের জোরে মিটিং মিছিল করতে চাইলে নেতাদের ল্যাম্প পোস্টে বেঁধে রাখবে সাধারণ মানুষ ।' গুসকরাতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এভাবেই বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেতা তথা জেলা হুগলি পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু (Debu Tudu Slam Central government)।

তিনি বলেন, "বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার । বাংলার মানুষ কি চুড়ি পড়ে বসে আছে ? আমাদের টাকা দিল্লিতে গিয়ে বন্ধ করে দিয়ে আসবে আর এখানে এসে মিটিং মিছিল করবে ? আমরা তার কৈফিয়ত চাইবো না ? আমরা কি বলব না যে আগে টাকা দাও তারপর তোমরা জয় শ্রীরাম বলো ? কিন্তু টাকা না দিলে আমরা আর মিটিং মিছিল করতে দেব না । বাংলার মানুষের উপর বঞ্চনা মেনে নেওয়া যায় না ৷"

আরও পড়ুন: বাস্তব পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত, বউবাজারের সংকট নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর

দেবু টুডু (Debu Tudu) আরও জানান, দীর্ঘদিন ধরে বাংলার পাওনা টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central government) । চক্রান্ত করে বাংলা আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করেছে । গরিব মানুষ কাজ করেছে আর তারা পাওনা টাকা পাবে না । এটা হতে পারে না । এদিকে এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তাঁ জানান, তৃণমূল কংগ্রেস যোগ্যদের চাকরি বিক্রি করেছে অযোগ্যদের হাতে । এই নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে তাই সেই কথা ঘোরানোর চেষ্টা করছে । কিন্তু মানুষ ছেড়ে কথা বলবে না ।

গুসকরা, 16 অক্টোবর: "কেন্দ্রীয় সরকার গরিব মানুষের টাকা আটকে দেবে আর এখানে এসে বিজেপি মিটিং মিছিল করবে এটা হতে দেবে না বাংলার মানুষ । বিজেপি নেতারা গায়ের জোরে মিটিং মিছিল করতে চাইলে নেতাদের ল্যাম্প পোস্টে বেঁধে রাখবে সাধারণ মানুষ ।' গুসকরাতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এভাবেই বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেতা তথা জেলা হুগলি পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু (Debu Tudu Slam Central government)।

তিনি বলেন, "বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার । বাংলার মানুষ কি চুড়ি পড়ে বসে আছে ? আমাদের টাকা দিল্লিতে গিয়ে বন্ধ করে দিয়ে আসবে আর এখানে এসে মিটিং মিছিল করবে ? আমরা তার কৈফিয়ত চাইবো না ? আমরা কি বলব না যে আগে টাকা দাও তারপর তোমরা জয় শ্রীরাম বলো ? কিন্তু টাকা না দিলে আমরা আর মিটিং মিছিল করতে দেব না । বাংলার মানুষের উপর বঞ্চনা মেনে নেওয়া যায় না ৷"

আরও পড়ুন: বাস্তব পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত, বউবাজারের সংকট নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর

দেবু টুডু (Debu Tudu) আরও জানান, দীর্ঘদিন ধরে বাংলার পাওনা টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central government) । চক্রান্ত করে বাংলা আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করেছে । গরিব মানুষ কাজ করেছে আর তারা পাওনা টাকা পাবে না । এটা হতে পারে না । এদিকে এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তাঁ জানান, তৃণমূল কংগ্রেস যোগ্যদের চাকরি বিক্রি করেছে অযোগ্যদের হাতে । এই নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে তাই সেই কথা ঘোরানোর চেষ্টা করছে । কিন্তু মানুষ ছেড়ে কথা বলবে না ।

Last Updated : Oct 16, 2022, 8:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.