স্থানীয়রা জানিয়েছে, গোপীনাথপুরের মাঝিপুকুরপাড়া এলাকায় সুশান্ত দেওয়ান নামে এক ব্যক্তির ওই পোলট্রি ফার্মের ব্যবসা। গত ১০ দিনে ফার্মে শয়ে শয়ে মুরগি মরেছে। অথচ সেই সব মরা মুরগিকে ফার্মের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। এর ফলে গোটা এলাকায় এখন দুর্গন্ধ। যার জেরে দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী বিশ্বনাথ বাগ বলেন, "বেশ কিছুদিন ধরে ওই ফার্মের মুরগি মরতে শুরু করেছে। কিন্তু ফার্মের মালিক ওই মুরগিগুলিকে ফার্মের ভিতর রেখে দিয়েছে। গ্রামবাসীরা বারবার অনুরোধ করা সত্ত্বেও মুরগিগুলি ফেলা হয়নি। ফলে গ্রামে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।"
ফার্মের মালিক সুশান্ত দেওয়ান বলেন, ফার্মে ২৫০০টি মুরগি ছিল। প্রায় ২০০০ মুরগি মরেছে। কেন মরছে জানা যায়নি। মরা মুরগিগুলি ফেলে দেওয়া হয়নি। কারণ যে কোম্পানির কাছ থেকে মুরগি আনা হয়েছিল তাদের খবর দেওয়া হয়েছে। তারা নিজের চোখে মরা মুরগি না দেখলে বিশ্বাস করতে চাইবে না। তাই মুরগিগুলিকে রেখে দেওয়া হয়েছে। তবে সব মরা মুরগিকেই মাটিতে পুঁতে ফেলা হবে।"