ETV Bharat / state

২০০০ মুরগি মরে পচছে ফার্মে, গোটা গ্রামে দুর্গন্ধ - burdwan

রায়না, ২৬ ফেব্রুয়ারি : পোলট্রি ফার্মের মধ্যে শয়ে শয়ে মুরগি মরে পড়ে। কিন্তু ফার্ম থেকে সেগুলি ফেলে দেওয়া হচ্ছে না। যার ফলে ছড়াচ্ছে দুর্গন্ধ। বর্ধমানের রায়নার গোপীনাথপুরের মাঝিপুকুরপাড়া এলাকার ঘটনা। গতকাল ওই গ্রামের বাসিন্দারা ফার্মে গিয়ে বিক্ষোভ দেখায়। পাশাপাশি পোলট্রি ফার্মের মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য শ্যামসুন্দর পঞ্চায়েতের দ্বারস্থ হয় তারা।

মরা মুরগি
author img

By

Published : Feb 26, 2019, 4:26 AM IST

স্থানীয়রা জানিয়েছে, গোপীনাথপুরের মাঝিপুকুরপাড়া এলাকায় সুশান্ত দেওয়ান নামে এক ব্যক্তির ওই পোলট্রি ফার্মের ব্যবসা। গত ১০ দিনে ফার্মে শয়ে শয়ে মুরগি মরেছে। অথচ সেই সব মরা মুরগিকে ফার্মের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। এর ফলে গোটা এলাকায় এখন দুর্গন্ধ। যার জেরে দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী বিশ্বনাথ বাগ বলেন, "বেশ কিছুদিন ধরে ওই ফার্মের মুরগি মরতে শুরু করেছে। কিন্তু ফার্মের মালিক ওই মুরগিগুলিকে ফার্মের ভিতর রেখে দিয়েছে। গ্রামবাসীরা বারবার অনুরোধ করা সত্ত্বেও মুরগিগুলি ফেলা হয়নি। ফলে গ্রামে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।"

ফার্মের মালিক সুশান্ত দেওয়ান বলেন, ফার্মে ২৫০০টি মুরগি ছিল। প্রায় ২০০০ মুরগি মরেছে। কেন মরছে জানা যায়নি। মরা মুরগিগুলি ফেলে দেওয়া হয়নি। কারণ যে কোম্পানির কাছ থেকে মুরগি আনা হয়েছিল তাদের খবর দেওয়া হয়েছে। তারা নিজের চোখে মরা মুরগি না দেখলে বিশ্বাস করতে চাইবে না। তাই মুরগিগুলিকে রেখে দেওয়া হয়েছে। তবে সব মরা মুরগিকেই মাটিতে পুঁতে ফেলা হবে।"

স্থানীয়রা জানিয়েছে, গোপীনাথপুরের মাঝিপুকুরপাড়া এলাকায় সুশান্ত দেওয়ান নামে এক ব্যক্তির ওই পোলট্রি ফার্মের ব্যবসা। গত ১০ দিনে ফার্মে শয়ে শয়ে মুরগি মরেছে। অথচ সেই সব মরা মুরগিকে ফার্মের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। এর ফলে গোটা এলাকায় এখন দুর্গন্ধ। যার জেরে দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী বিশ্বনাথ বাগ বলেন, "বেশ কিছুদিন ধরে ওই ফার্মের মুরগি মরতে শুরু করেছে। কিন্তু ফার্মের মালিক ওই মুরগিগুলিকে ফার্মের ভিতর রেখে দিয়েছে। গ্রামবাসীরা বারবার অনুরোধ করা সত্ত্বেও মুরগিগুলি ফেলা হয়নি। ফলে গ্রামে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।"

ফার্মের মালিক সুশান্ত দেওয়ান বলেন, ফার্মে ২৫০০টি মুরগি ছিল। প্রায় ২০০০ মুরগি মরেছে। কেন মরছে জানা যায়নি। মরা মুরগিগুলি ফেলে দেওয়া হয়নি। কারণ যে কোম্পানির কাছ থেকে মুরগি আনা হয়েছিল তাদের খবর দেওয়া হয়েছে। তারা নিজের চোখে মরা মুরগি না দেখলে বিশ্বাস করতে চাইবে না। তাই মুরগিগুলিকে রেখে দেওয়া হয়েছে। তবে সব মরা মুরগিকেই মাটিতে পুঁতে ফেলা হবে।"

Intro:পুলিশের গুলিতেই ভাইয়ের মৃত্যু হয়েছে, বিচার চাইছেন দাদা
পুলক যশ, পূর্ব বর্ধমান
আমার ভাইকে পুলিশ গুলি করে মেরেছে। আমি এর বিচার চাই। এদিন বর্ধমান মেডিকেল কলেজের মর্গে এসে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শামিম খানের দাদা মহম্মদ মুন্না খান।
Body:এদিন তিনি বলেন, রবিবার দুপুরের দিকে মগরাহাট থানার পুলিশ তাদের বাড়িতে গিয়ে বলে যায় যে ভাইয়ের গুরুতর জখম। বর্ধমান মেডিকেলে চলে যেতে। রাতের দিকে মেডিকেল কলেজ ও বর্ধমান থানায় যাই। সেখানে পুলিশ জানায় তার ভাই মারা গেছে।তারা পুলিশের কাছে জানতে চায় কিভাবে সামিমের মৃত্যু হয়েছে। পুলিশ তাদের জানায় গুলিতে।
সামিমের দাদার অভিযোগ পুলিশকে কাছে আমরা জানতে চাই পুলিশ তার ভাইকে গুলি করে মারল কেন। সে যদি কোন অপরাধ করে থাকে তাহলে তাকে গ্রেফতার করা হল না কেন। এছাড়া তার ভাই কলকাতার সল্টলেকে একটা ছাপা খানায় কাজ করতো। তার বিরুদ্ধে মগরাহাট থানায় কোন অভিযোগ আজ পর্যন্ত কেউ করেনি। তিনি আরো বলেন, আমরা গরিব মানুষ খেটে খাই। কিন্তু পুলিশ তার ভাইকে মিথ্যে কেসে ফাঁসিয়ে গুলি করে খুন করল। গোরু চুরি ঘটনার কথা অস্বীকার করে তিনি বলেন, আমাদের গোরুর কোন ব্যবসাই নেই। ভাই ছাপা খানায় কাজ করত। আমার ভাই চক্রান্তের স্বীকার। সোমবার থেকে শনিবার দুপুর পর্যন্ত সে কারখানাতেই কাজ করে।
Conclusion:প্রসঙ্গত গাড়িতে করে গোরু নিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। মৃতের নাম সামিম খান (২৬)। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগণার মগরাহাট এলাকায়। এদিনও পুলিশ সামিমের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে কিছু জানায়নি। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.