শক্তিগড়, 11 মে: স্টেশনে ঢোকার মুখে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় ৷ তাতেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ৷ দুর্ভোগে যাত্রীরা ৷ বুধবার রাত 9টা নাগাদ বর্ধমান হাওড়া মেন লাইনের শক্তিগড় স্টেশনের কাছে ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল ট্রেন লাইনচ্যুত হয় ৷ রাত থেকেই লাইন মেরামতির কাজ শুরু হয়েছে এবং এখনও চলছে ৷
এই জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি হাওড়া থেকে কর্ড লাইনের ট্রেনগুলিকে মশাগ্রাম স্টেশন পর্যন্ত স্টপেজ দেওয়া হয়েছে ৷ অন্যদিকে মেন লাইনে আপ ট্রেনগুলিকে হাওড়া থেকে মেমারি স্টেশন পর্যন্ত চালানো হচ্ছে ৷ তবে হাওড়া থেকে কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷
এদিকে হঠাৎ এই দুর্ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ৷ বৃহস্পতিবার সকালে বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে এসে ট্রেন বাতিলের কথা জানতে পারেন যাত্রীরা, অফিস যাত্রীরা ৷ তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ ৷
প্রসঙ্গত, বুধবার রাত প্রায় নটা নাগাদ ডাউন বর্ধমান ব্যান্ডেল মেন লাইন লোকাল বর্ধমান স্টেশন থেকে ছাড়ে। ট্রেনটি শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে একটা বগি লাইনচ্যুত হয়। যাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে, এদিন ট্রেনটি গাংপুর স্টেশন ছাড়ার পরে প্রায় সাড়ে ন'টা নাগাদ শক্তিগড় স্টেশনে ঢুকছিল ৷ সেই সময় গাড়ির গতিবেগ তুলনামূলক কম ছিল ৷ হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে ট্রেনটি কেঁপে ওঠে ৷
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, শক্তিগড় স্টেশন পার করে একটি মালগাড়ি ক্রসিং পার হচ্ছিল ৷ হঠাৎ ওই লাইনে প্যাসেঞ্জার ট্রেনটি চলে আসায় বিপত্তি ঘটে ৷ ট্রেনটি মালগাড়িতে ধাক্কা মারে ৷ ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় ৷ এতে প্রশ্ন উঠেছে, কীভাবে মালগাড়িটি ক্রসিং পার না হওয়া পর্যন্ত লোকাল ট্রেনটিকে সিগন্যাল দেওয়া হল ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ ৷ রেলের পক্ষ থেকে এই দুর্ঘটনা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷ নিত্যযাত্রী বিকাশচন্দ্র মল্লিক জানালেন, গতকাল রাতে শক্তিগড় স্টেশনে ব্যান্ডেল লোকাল লাইনচ্যুত হয়েছে ৷ স্টেশনে ট্রেন ধরতে এসে তিনি এই খবর জানতে পারেন ৷ তিনি সরকারি কর্মচারী ৷ কলকাতায় অফিসে যাচ্ছিলেন ৷ ট্রেন বন্ধ থাকায় বাড়ি ফিরে গেলেন ।
আরও পড়ুন: শক্তিগড় স্টেশনে লাইনচ্যুত ডাউন বর্ধমান ব্যান্ডেল লোকাল, বন্ধ পরিষেবা