পূর্ব বর্ধমান, 16 অক্টোবর : মহিলা পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে মারধরের চেষ্টা-সহ পঞ্চায়েতে হামলার অভিযোগ উঠল CPI(M)-এর বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমান জেলার কাইতি গ্রাম পঞ্চায়েতে ৷
কাইতি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে CPI(M)-এর পক্ষ থেকে পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দিতে যান ছয়জন দলীয় সদস্য। অভিযোগ, ডেপুটেশন চলাকালীন CPI(M)-এর কর্মী-সমর্থকরা অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে ঝামেলা করতে থাকে। মহিলা গ্রাম প্রধানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চুলের মুঠি ধরে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ। শারীরিকভাবে হেনস্থা করা হয় উপ প্রধানকেও। সেই সময় অন্যান্য পঞ্চায়েতের কর্মীরা ঘটনার প্রতিবাদ করলে তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। এতে দু-জন আহত হন।
কাইতি গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুজা বেগম বলেন, "অতি নিন্দনীয় ঘটনা। আমরা চেয়েছিলাম সুষ্ঠুভাবে ডেপুটেশন দেওয়ার প্রক্রিয়া হোক। তাঁদের প্রশ্নের উত্তরও দিচ্ছিলাম। কিন্তু ডেপুটেশন দেওয়ার সময় থেকেই তাঁরা গালিগালাজ, ঝগড়া করতে থাকেন৷ বাইরে থেকে ইট-পাটকেল ছুড়তে থাকেন৷"
কাইতি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শেখ রবিউল হক বলেন, "ডেপুটেশন দেওয়ার নামে CPI(M)-এর প্ররোচনায় এদিন পঞ্চায়েতে হামলার ঘটনা ঘটে। মহিলা গ্রাম প্রধানকে চুলের মুঠি ধরে হামলার চেষ্টা করা হয়, আমার উপরও হামলার ঘটনা ঘটে। বাইরে থেকে পঞ্চায়েত লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। পুলিশকে ঘটনার কথা জানানো হয়েছে।" ঘটনায় CPI(M)-এর প্রতিক্রিয়া মেলেনি ৷