বর্ধমান, 12 মার্চ: পূর্ব বর্ধমানের আউশগ্রামে হোম পরিদর্শন আসেন তিন ইট্যালিয়ান মহিলা৷ এরপরেই এলাকায় কোরোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে পৌঁছান পুলিশ প্রশাসনের আধিকারিকেরা৷ কথা বলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে৷ পুলিশ প্রশাসনের আধিকারিকেরাও হাতে গ্লাভস, মুখে মাস্ক পরে কথা বলেন৷ খতিয়ে দেখা হয় তিন পর্যটকের পাসপোর্ট-ভিসা৷ পরে প্রশাসনের নির্দেশে তাঁদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। কড়া পুলিশি ব্যবস্থা আছে। এরমধ্যে যদি কোরোনা ভাইরাসের আতঙ্ক ছড়ায় তাহলে পরীক্ষায় ক্ষতি হতে পারত। তাই তড়িঘড়ি তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত 27 ফেব্রুয়ারি ইট্যালি থেকে তিন মহিলা দমদম বিমানবন্দরে নামেন । সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ছেড়ে দেওয়া হলে, তাঁরা ঝাড়খন্ড চলে যান। বৃহস্পতিবার আউসগ্রামের একটা স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে তারা যোগ দেন। এ খবর জানাজানি হতেই কোরোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে ওই পর্যটকেরা ঝাড়খন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷