ETV Bharat / state

Contractor Allegedly Consumed Money : অদ্ভুতুড়ে! বরাত পাওয়া প্রকল্পের কাজ না-করেই ঠিকাদারের পকেটে ঢুকল দশ লক্ষাধিক টাকা - বরাত পাওয়া প্রকল্পের কাজ না করেই ঠিকাদারের পকেটে ঢুকল দশ লক্ষাধিক টাকা

স্কুলে কাজ না করেই ঠিকাদার টাকা পেয়েছেন ৷ এই খবর প্রকাশ্যে আসতেই কাজ না করে কীভাবে টাকা পেলন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ ৷

bwn
সরকারি কাজ না করে টাকা পেলেন ঠিকাদার
author img

By

Published : Jun 22, 2022, 8:13 PM IST

গলসি, 22 জুন : সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্পের কাজ না-করেই প্রায় 14 লক্ষ টাকা উদারসাৎ করলেন এক ঠিকাদার। অভিযোগের তীর গলসি 1 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির বিরুদ্ধে । অভিযোগ, অভিজিৎ কোনার নামে ওই ঠিকাদার কাজ না-করেও প্রায় 13 লক্ষ 71 হাজার টাকা চেকের মাধ্যমে আত্মসাৎ করেছেন (Contractor allegedly consumed more than ten lacs without working on project) । যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । ঘটনার তদন্ত শুরু করেছেন গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ৷

জানা গিয়েছে , 2021-22 শিক্ষাবর্ষে 2190 টি প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুলের রান্নাঘরের স্টোররুম মেরামতের জন্য 2 কোটি 19 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য ৷ এরমধ্যে গলসি 1 নম্বর ব্লকের 144 টি স্কুলের জন্য বরাদ্দ হয়েছে 14 লক্ষ 44 হাজার টাকা।

গলসি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ফজিলা বেগমের অভিযোগ, "তাঁকে না জানিয়েই সংশ্লিষ্টকে ঠিকাদারকে টেন্ডার দেওয়া হয়েছে । পরে খোঁজ নিয়ে জানতে পারেন স্কুলগুলিতে আদতে কোনও কাজ হয়নি। অথচ টাকা দেওয়া হয়ে গেছে ঠিকাদারকে । বিষয়টি নিয়ে উপরমহলে জানানো হবে ।"

আরও পড়ুন : নিউটাউনে পাওনা টাকা আদায়ে গিয়ে 3 দিন ধরে নিখোঁজ মহিলা, তদন্তে পুলিশ

একই সুর গলসি পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়ার গলাতেও ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "বেশ কিছু স্কুল থেকে তিনি খোঁজ খবর নিয়ে জেনেছেন স্কুলে কাজ হয়নি। অথচ টাকা পেয়ে গিয়েছেন ঠিকাদার ৷ বিষয়টি বিডিও-কে জানালেও তিনি এড়িয়ে যাচ্ছেন ৷’’ অভিযোগ অস্বীকার করেই গলসি 1 ব্লকের বিডিও দেবলীনা দাস বলেন, "সব কিছুই নিয়ম মেনে কাজ হয়েছে। স্কুল ছুটির জন্য কিছু কাজ বাকি আছে। মাসখানেকের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে।"

গলসি, 22 জুন : সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্পের কাজ না-করেই প্রায় 14 লক্ষ টাকা উদারসাৎ করলেন এক ঠিকাদার। অভিযোগের তীর গলসি 1 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির বিরুদ্ধে । অভিযোগ, অভিজিৎ কোনার নামে ওই ঠিকাদার কাজ না-করেও প্রায় 13 লক্ষ 71 হাজার টাকা চেকের মাধ্যমে আত্মসাৎ করেছেন (Contractor allegedly consumed more than ten lacs without working on project) । যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । ঘটনার তদন্ত শুরু করেছেন গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ৷

জানা গিয়েছে , 2021-22 শিক্ষাবর্ষে 2190 টি প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুলের রান্নাঘরের স্টোররুম মেরামতের জন্য 2 কোটি 19 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য ৷ এরমধ্যে গলসি 1 নম্বর ব্লকের 144 টি স্কুলের জন্য বরাদ্দ হয়েছে 14 লক্ষ 44 হাজার টাকা।

গলসি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ফজিলা বেগমের অভিযোগ, "তাঁকে না জানিয়েই সংশ্লিষ্টকে ঠিকাদারকে টেন্ডার দেওয়া হয়েছে । পরে খোঁজ নিয়ে জানতে পারেন স্কুলগুলিতে আদতে কোনও কাজ হয়নি। অথচ টাকা দেওয়া হয়ে গেছে ঠিকাদারকে । বিষয়টি নিয়ে উপরমহলে জানানো হবে ।"

আরও পড়ুন : নিউটাউনে পাওনা টাকা আদায়ে গিয়ে 3 দিন ধরে নিখোঁজ মহিলা, তদন্তে পুলিশ

একই সুর গলসি পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়ার গলাতেও ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "বেশ কিছু স্কুল থেকে তিনি খোঁজ খবর নিয়ে জেনেছেন স্কুলে কাজ হয়নি। অথচ টাকা পেয়ে গিয়েছেন ঠিকাদার ৷ বিষয়টি বিডিও-কে জানালেও তিনি এড়িয়ে যাচ্ছেন ৷’’ অভিযোগ অস্বীকার করেই গলসি 1 ব্লকের বিডিও দেবলীনা দাস বলেন, "সব কিছুই নিয়ম মেনে কাজ হয়েছে। স্কুল ছুটির জন্য কিছু কাজ বাকি আছে। মাসখানেকের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.