গলসি, 22 জুন : সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্পের কাজ না-করেই প্রায় 14 লক্ষ টাকা উদারসাৎ করলেন এক ঠিকাদার। অভিযোগের তীর গলসি 1 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির বিরুদ্ধে । অভিযোগ, অভিজিৎ কোনার নামে ওই ঠিকাদার কাজ না-করেও প্রায় 13 লক্ষ 71 হাজার টাকা চেকের মাধ্যমে আত্মসাৎ করেছেন (Contractor allegedly consumed more than ten lacs without working on project) । যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । ঘটনার তদন্ত শুরু করেছেন গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ৷
জানা গিয়েছে , 2021-22 শিক্ষাবর্ষে 2190 টি প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুলের রান্নাঘরের স্টোররুম মেরামতের জন্য 2 কোটি 19 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য ৷ এরমধ্যে গলসি 1 নম্বর ব্লকের 144 টি স্কুলের জন্য বরাদ্দ হয়েছে 14 লক্ষ 44 হাজার টাকা।
গলসি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ফজিলা বেগমের অভিযোগ, "তাঁকে না জানিয়েই সংশ্লিষ্টকে ঠিকাদারকে টেন্ডার দেওয়া হয়েছে । পরে খোঁজ নিয়ে জানতে পারেন স্কুলগুলিতে আদতে কোনও কাজ হয়নি। অথচ টাকা দেওয়া হয়ে গেছে ঠিকাদারকে । বিষয়টি নিয়ে উপরমহলে জানানো হবে ।"
আরও পড়ুন : নিউটাউনে পাওনা টাকা আদায়ে গিয়ে 3 দিন ধরে নিখোঁজ মহিলা, তদন্তে পুলিশ
একই সুর গলসি পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়ার গলাতেও ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "বেশ কিছু স্কুল থেকে তিনি খোঁজ খবর নিয়ে জেনেছেন স্কুলে কাজ হয়নি। অথচ টাকা পেয়ে গিয়েছেন ঠিকাদার ৷ বিষয়টি বিডিও-কে জানালেও তিনি এড়িয়ে যাচ্ছেন ৷’’ অভিযোগ অস্বীকার করেই গলসি 1 ব্লকের বিডিও দেবলীনা দাস বলেন, "সব কিছুই নিয়ম মেনে কাজ হয়েছে। স্কুল ছুটির জন্য কিছু কাজ বাকি আছে। মাসখানেকের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে।"