ETV Bharat / state

Burdwan Accident: জাতীয় সড়কে পরপর গাড়ি দুর্ঘটনা, মৃত 1 - national highway One dead

জাতীয় সড়কে পরপর চারটে গাড়ি দুর্ঘটনা ৷ মৃত এক, আহত আরও একজন ৷ ড্রাইভারের চোখ লেগে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান (Consecutive car accident) ৷

Burdwan Accident
জাতীয় সড়কে পরপর গাড়ি দুর্ঘটনা
author img

By

Published : Sep 2, 2022, 5:03 PM IST

বর্ধমান, 2 সেপ্টেম্বর:

জাতীয় সড়কে পরপর চারটে গাড়ি দুর্ঘটনা ৷ মৃত্যু হল একজনের ৷ আহত হয়েছেন আরও একজন । যদিও মৃতের পরিচয় জানা যায়নি । শুক্রবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার 2 নম্বর জাতীয় সড়কের লাকুর্ডি কোরা পাড়া এলাকায় । সকালের দিকে স্থানীয়রা তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । এরপর 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয় (Consecutive car accident)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে একটি ভলভো বাস কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল । তার পিছনে একটি ডাম্পার ও দুটি ট্রাক আসছিল । হঠাৎ একটি গাড়ি আচমকা ব্রেক কষায় চারটে গাড়িতে ধাক্কা লাগে । এরপর সামনে থাকা বাসটি কোনওরকমে বের হয়ে চলে যায় । প্রচন্ড আওয়াজ শুনে আশপাশের মানুষজন সঙ্গে সঙ্গে ছুটে আসেন । এরপর স্থানীয়রাই পুলিশকে খবর দেয় ৷

আরও পড়ুন: গুজরাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 6

সকালের আলো ফুটতেই গাড়িতে আটকে থাকা 2 জনকে কোনওরকমে উদ্ধার করে স্থানীয়রা ৷ তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় । সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন । অন্যদিকে আহত ব্যক্তির চিকিৎসা চলছে । কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ।

স্থানীয় বাসিন্দা বিজয় কোড়া জানান, কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে । এসে দেখি চারটে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে । এর মধ্যে একটা ভলভো বাস, তার পিছনে ডাম্পার ও দুটো দশ চাকার ট্রাক ছিল । বাসটা প্রথমের দিকে ছিল সেটা বেরিয়ে যায় । পিছনে ডাম্পার ছিল । হঠাৎ একটি গাড়ি আচমকা ব্রেক কষায় চারটে গাড়িতে ধাক্কা লাগে । সঙ্গে সঙ্গে ছিটকে যায় গাড়িতে থাকা সকলে ৷ আমাদের অনুমান, ভোরের দিকে ড্রাইভারের চোখ লেগে যাওয়াতেই হয়তো বা এই ঘটনা ঘটতে পারে । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বর্ধমান, 2 সেপ্টেম্বর:

জাতীয় সড়কে পরপর চারটে গাড়ি দুর্ঘটনা ৷ মৃত্যু হল একজনের ৷ আহত হয়েছেন আরও একজন । যদিও মৃতের পরিচয় জানা যায়নি । শুক্রবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার 2 নম্বর জাতীয় সড়কের লাকুর্ডি কোরা পাড়া এলাকায় । সকালের দিকে স্থানীয়রা তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । এরপর 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয় (Consecutive car accident)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে একটি ভলভো বাস কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল । তার পিছনে একটি ডাম্পার ও দুটি ট্রাক আসছিল । হঠাৎ একটি গাড়ি আচমকা ব্রেক কষায় চারটে গাড়িতে ধাক্কা লাগে । এরপর সামনে থাকা বাসটি কোনওরকমে বের হয়ে চলে যায় । প্রচন্ড আওয়াজ শুনে আশপাশের মানুষজন সঙ্গে সঙ্গে ছুটে আসেন । এরপর স্থানীয়রাই পুলিশকে খবর দেয় ৷

আরও পড়ুন: গুজরাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 6

সকালের আলো ফুটতেই গাড়িতে আটকে থাকা 2 জনকে কোনওরকমে উদ্ধার করে স্থানীয়রা ৷ তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় । সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন । অন্যদিকে আহত ব্যক্তির চিকিৎসা চলছে । কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ।

স্থানীয় বাসিন্দা বিজয় কোড়া জানান, কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে । এসে দেখি চারটে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে । এর মধ্যে একটা ভলভো বাস, তার পিছনে ডাম্পার ও দুটো দশ চাকার ট্রাক ছিল । বাসটা প্রথমের দিকে ছিল সেটা বেরিয়ে যায় । পিছনে ডাম্পার ছিল । হঠাৎ একটি গাড়ি আচমকা ব্রেক কষায় চারটে গাড়িতে ধাক্কা লাগে । সঙ্গে সঙ্গে ছিটকে যায় গাড়িতে থাকা সকলে ৷ আমাদের অনুমান, ভোরের দিকে ড্রাইভারের চোখ লেগে যাওয়াতেই হয়তো বা এই ঘটনা ঘটতে পারে । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.