ETV Bharat / state

লকডাউনে সুনসান বর্ধমান শহর, জেলায় বন্ধ দোকানপাট - বর্ধমানে পূর্ণ লকডাউন সফলে তৎপর পুলিশ প্রশাসন

লকডাউনে সুনসান বর্ধমান , চলছে পুলিশি টহল ৷

Complete lockdown in Burdwan in september
বর্ধমানে পূর্ণ লকডাউন সফলে তৎপর পুলিশ প্রশাসন
author img

By

Published : Sep 11, 2020, 1:15 PM IST

Updated : Sep 11, 2020, 1:50 PM IST

বর্ধমান, 11 সেপ্টেম্বর : সেপ্টেম্বর মাসের দ্বিতীয় লকডাউনে সুনসান বর্ধমান শহর । বর্ধমান, কালনা, কাটোয়া, মেমারিসহ জেলার সমস্ত এলাকায় দোকানপাট বন্ধ । সকালের দিকে বর্ধমান শহরের সবজি ও মাছের বাজার খুললেও পুলিশ তা বন্ধ করে দেয় । জেলাজুড়ে চলছে পুলিশি টহল । বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে ।

লকডাউন মেনে চলার জন্য কড়া ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ । অন্যদিনের তুলনায় আজ রাস্তায় মানুষজনের সংখ্যা অনেকটাই কম । তবে যাঁরা বিশেষ প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন তাঁদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে । সদুত্তর না পেলে তাঁদের ফেরত পাঠানো হচ্ছে বাড়িতে ৷

লকডাউনে সুনসান বর্ধমান শহর

বর্ধমান জেলাজুড়ে কোরোনা সংক্রমণের হার ঊধর্বমুখী । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, বর্ধমানে মোট 3,271 জন কোরোনায় আক্রান্ত । যার মধ্যে গতকাল আক্রান্ত হয়েছেন শতাধিক ব্যক্তি । এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 45 জনের । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , এর আগেও লকডাউনের নিয়ম না মেনে রাস্তায় বের হওয়ার জন্য মানুষদের আটক করা হয়েছিল । যারা লকডাউন ভেঙে বাইরে বের হবে তাদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া হবে ।

বর্ধমান, 11 সেপ্টেম্বর : সেপ্টেম্বর মাসের দ্বিতীয় লকডাউনে সুনসান বর্ধমান শহর । বর্ধমান, কালনা, কাটোয়া, মেমারিসহ জেলার সমস্ত এলাকায় দোকানপাট বন্ধ । সকালের দিকে বর্ধমান শহরের সবজি ও মাছের বাজার খুললেও পুলিশ তা বন্ধ করে দেয় । জেলাজুড়ে চলছে পুলিশি টহল । বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে ।

লকডাউন মেনে চলার জন্য কড়া ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ । অন্যদিনের তুলনায় আজ রাস্তায় মানুষজনের সংখ্যা অনেকটাই কম । তবে যাঁরা বিশেষ প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন তাঁদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে । সদুত্তর না পেলে তাঁদের ফেরত পাঠানো হচ্ছে বাড়িতে ৷

লকডাউনে সুনসান বর্ধমান শহর

বর্ধমান জেলাজুড়ে কোরোনা সংক্রমণের হার ঊধর্বমুখী । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, বর্ধমানে মোট 3,271 জন কোরোনায় আক্রান্ত । যার মধ্যে গতকাল আক্রান্ত হয়েছেন শতাধিক ব্যক্তি । এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 45 জনের । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , এর আগেও লকডাউনের নিয়ম না মেনে রাস্তায় বের হওয়ার জন্য মানুষদের আটক করা হয়েছিল । যারা লকডাউন ভেঙে বাইরে বের হবে তাদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া হবে ।

Last Updated : Sep 11, 2020, 1:50 PM IST

For All Latest Updates

TAGGED:

Covid 19
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.