ETV Bharat / state

"অনুদান দিয়েছেন মমতা, BJP-কে মুছতে দায়িত্ব নিতে হবে ক্লাবগুলিকে" - বর্ধমানের খবর

INTTUC সভাপতি ইফতিকার আহমেদ বলেন, "সামনেই বিধানসভা নির্বাচন । যাতে বর্ধমান শহর থেকে BJP একটাও ভোট না পায় তার ব্যবস্থা করতে প্রত্যেকটা ক্লাবকে দায়িত্ব নিতে হবে ।"

INTTUC সভাপতি ইফতিকার আহমেদ
INTTUC সভাপতি ইফতিকার আহমেদ
author img

By

Published : Oct 5, 2020, 12:19 AM IST

বর্ধমান, 4 অক্টোবর : BJP-কে মুছে ফেলতে দায়িত্ব নিতে হবে ক্লাবগুলিকে । বিধানসভা নির্বাচনে যাতে কোনওভাবেই BJP একটাও ভোট না পায় সেটা দেখতে হবে ক্লাবের কর্মকর্তাদের। আজ বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে শারদ উৎসবের সূচনা পর্বে ক্লাব ও সংস্থার সমন্বয় কমিটির সাধারণ সভায় এই বার্তা দিলেন জেলা INTTUC সভাপতি ইফতিকার আহমেদ ।

তিনি বলেন, "সামনেই বিধানসভা নির্বাচন । তাই শহরের ক্লাবগুলির অনেক দায়িত্ব আছে । যারা CPI(M), BJP কিংবা অন্য দলের সঙ্গে থেকে বেইমানি করছে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে । যাতে বর্ধমান শহর থেকে BJP একটাও ভোট না পায়, BJP-র যাতে জামানত জব্দ করতে পারি তার ব্যবস্থা করতে প্রত্যেকটা ক্লাবকে দায়িত্ব নিতে হবে । ক্লাবগুলি যাতে ঠিকঠাক ভাবে চলে, তাদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেইজন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিয়ম করে প্রতিবছর ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ব্যবস্থা করেছেন। আর সেই টাকা বর্ধমান শহরের 163টি ক্লাবকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন বর্ধমানের তৃণমূল নেতা খোকন দাস । তাই এবার ক্লাবগুলির সময় এসেছে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার ।"

INTTUC নেতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে BJP-র বক্তব্য, ক্লাবকে অনুদান দেওয়ার পিছনে যে রাজনীতি আছে সেটা BJP বারবার বলেছে । সেটা এবার প্রমাণ হয়ে গেল । কিন্তু তারা যে সর্বজনীন জায়গায় আঘাত হেনেছে তার উত্তর 2021-এর বিধানসভা নির্বাচনে পাবে।

বর্ধমান জেলার BJP-র সভাপতি সন্দীপ নন্দী বলেন, "বাংলার সংস্কৃতি ছিল সর্বজনীন । দুর্গাপুজোও সর্বজনীন, ক্লাবগুলো ছিল সর্বজনীন । এই সর্বজনীন জায়গায় আঘাত হেনেছে তৃণমূল সরকার । আজ ছোটো প্যান্ডেল, বড় পুজো কমিটি , কিংবা ক্লাবগুলি যাই হোক না কেন সর্বজনীনকে আজ দলীয় কাজে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস । এটা বাংলা মানুষের কাছে দুর্ভাগ্যজনক ব্যাপার । আগামী 2021 সালের নির্বাচনে তৃণমূল সরকার উত্তর পাবে । এটা তাদের কাছে বুমেরাং হয়ে দাঁড়াবে ।"

বর্ধমান, 4 অক্টোবর : BJP-কে মুছে ফেলতে দায়িত্ব নিতে হবে ক্লাবগুলিকে । বিধানসভা নির্বাচনে যাতে কোনওভাবেই BJP একটাও ভোট না পায় সেটা দেখতে হবে ক্লাবের কর্মকর্তাদের। আজ বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে শারদ উৎসবের সূচনা পর্বে ক্লাব ও সংস্থার সমন্বয় কমিটির সাধারণ সভায় এই বার্তা দিলেন জেলা INTTUC সভাপতি ইফতিকার আহমেদ ।

তিনি বলেন, "সামনেই বিধানসভা নির্বাচন । তাই শহরের ক্লাবগুলির অনেক দায়িত্ব আছে । যারা CPI(M), BJP কিংবা অন্য দলের সঙ্গে থেকে বেইমানি করছে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে । যাতে বর্ধমান শহর থেকে BJP একটাও ভোট না পায়, BJP-র যাতে জামানত জব্দ করতে পারি তার ব্যবস্থা করতে প্রত্যেকটা ক্লাবকে দায়িত্ব নিতে হবে । ক্লাবগুলি যাতে ঠিকঠাক ভাবে চলে, তাদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেইজন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিয়ম করে প্রতিবছর ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ব্যবস্থা করেছেন। আর সেই টাকা বর্ধমান শহরের 163টি ক্লাবকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন বর্ধমানের তৃণমূল নেতা খোকন দাস । তাই এবার ক্লাবগুলির সময় এসেছে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার ।"

INTTUC নেতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে BJP-র বক্তব্য, ক্লাবকে অনুদান দেওয়ার পিছনে যে রাজনীতি আছে সেটা BJP বারবার বলেছে । সেটা এবার প্রমাণ হয়ে গেল । কিন্তু তারা যে সর্বজনীন জায়গায় আঘাত হেনেছে তার উত্তর 2021-এর বিধানসভা নির্বাচনে পাবে।

বর্ধমান জেলার BJP-র সভাপতি সন্দীপ নন্দী বলেন, "বাংলার সংস্কৃতি ছিল সর্বজনীন । দুর্গাপুজোও সর্বজনীন, ক্লাবগুলো ছিল সর্বজনীন । এই সর্বজনীন জায়গায় আঘাত হেনেছে তৃণমূল সরকার । আজ ছোটো প্যান্ডেল, বড় পুজো কমিটি , কিংবা ক্লাবগুলি যাই হোক না কেন সর্বজনীনকে আজ দলীয় কাজে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস । এটা বাংলা মানুষের কাছে দুর্ভাগ্যজনক ব্যাপার । আগামী 2021 সালের নির্বাচনে তৃণমূল সরকার উত্তর পাবে । এটা তাদের কাছে বুমেরাং হয়ে দাঁড়াবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.