ETV Bharat / state

Clash Between TMC Group : রবীন্দ্রজয়ন্তী পালনকে ঘিরে কালনা কলেজে গোষ্ঠীর সংঘর্ষ

তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কালনা কলেজ (Clash Between TMC Group) ৷ ঘটনায় আহত পাঁচ জন ৷

author img

By

Published : May 20, 2022, 10:17 PM IST

Clash Between TMC Group
রবীন্দ্রজয়ন্তী পালনকে ঘিরে কালনা কলেজে দুই গোষ্ঠীর সংঘর্ষ

কালনা, 20 মে : রবীন্দ্রজয়ন্তী উৎসব পালনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কালনা কলেজ(Clash Between TMC Group) । ঘটনায় এক ছাত্রের মাথা ফেটে যায় ও আরও চারজন ছাত্র আহত হয় ।

কলেজ সূত্রে জানা গিয়েছে, কালনা কলেজে রবীন্দ্রজয়ন্তী উৎসব পালনের আয়োজন করা হয় । তৃণমূল কংগ্রেসের একটি গোষ্ঠী এই অনুষ্ঠানের আয়োজন করে । সেখানে অন্য গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ । তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত । বিক্ষুব্ধ গোষ্ঠীর ছাত্ররা প্রিন্সিপাল কলেজে ঢোকার মুখে অবস্থান বিক্ষোভ করে গো-ব্যাক স্লোগান দিতে থাকে । সেই সময় কলেজে ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ ও কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত । তাঁরা তখন কলেজ থেকে বেরিয়ে যান । অভিযোগ এরপরেই দুই গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয় । একে অপরকে লাঠি বাঁশ দিয়ে মারধর করতে থাকে । তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্রের মাথা ফেটে যায় ।

আরও পড়ুন : বিশ্বকবির স্মৃতি জড়ানো পানিহাটির বাগানবাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন

তৃণমূল বিক্ষুব্ধ ছাত্রদের অভিযোগ, কালনার বিধায়কের ইন্ধনেই এই ঘটনা ঘটেছে । কালনা কলেজে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান ছিল । কলেজে তৃণমূল ছাত্র পরিষদের একটা ইউনিট আছে । সেখানে একটা গোষ্ঠীকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি । ওইখানে কিছু বহিরাগত ছেলেদের নিয়ে এসে তাদের উপরে হামলা চালায় । বিধায়কের ইঙ্গিতেই এই ঘটনা ঘটেছে । যদিও সমস্ত ঘটনার কথা অস্বীকার করেছেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ । তিনি বলেন, "যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত ।" কলেজের প্রিন্সিপাল তাপস সামন্ত বলেন, "খুবই নিন্দনীয় ঘটনা । একটা ছোট অনুষ্ঠান । তাই হয়তো সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি । কিন্তু এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় ।"

কালনা, 20 মে : রবীন্দ্রজয়ন্তী উৎসব পালনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কালনা কলেজ(Clash Between TMC Group) । ঘটনায় এক ছাত্রের মাথা ফেটে যায় ও আরও চারজন ছাত্র আহত হয় ।

কলেজ সূত্রে জানা গিয়েছে, কালনা কলেজে রবীন্দ্রজয়ন্তী উৎসব পালনের আয়োজন করা হয় । তৃণমূল কংগ্রেসের একটি গোষ্ঠী এই অনুষ্ঠানের আয়োজন করে । সেখানে অন্য গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ । তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত । বিক্ষুব্ধ গোষ্ঠীর ছাত্ররা প্রিন্সিপাল কলেজে ঢোকার মুখে অবস্থান বিক্ষোভ করে গো-ব্যাক স্লোগান দিতে থাকে । সেই সময় কলেজে ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ ও কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত । তাঁরা তখন কলেজ থেকে বেরিয়ে যান । অভিযোগ এরপরেই দুই গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয় । একে অপরকে লাঠি বাঁশ দিয়ে মারধর করতে থাকে । তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্রের মাথা ফেটে যায় ।

আরও পড়ুন : বিশ্বকবির স্মৃতি জড়ানো পানিহাটির বাগানবাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন

তৃণমূল বিক্ষুব্ধ ছাত্রদের অভিযোগ, কালনার বিধায়কের ইন্ধনেই এই ঘটনা ঘটেছে । কালনা কলেজে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান ছিল । কলেজে তৃণমূল ছাত্র পরিষদের একটা ইউনিট আছে । সেখানে একটা গোষ্ঠীকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি । ওইখানে কিছু বহিরাগত ছেলেদের নিয়ে এসে তাদের উপরে হামলা চালায় । বিধায়কের ইঙ্গিতেই এই ঘটনা ঘটেছে । যদিও সমস্ত ঘটনার কথা অস্বীকার করেছেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ । তিনি বলেন, "যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত ।" কলেজের প্রিন্সিপাল তাপস সামন্ত বলেন, "খুবই নিন্দনীয় ঘটনা । একটা ছোট অনুষ্ঠান । তাই হয়তো সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি । কিন্তু এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.