ETV Bharat / state

বর্ধমানে পুলিশের সঙ্গে SFI সদস্যদের ধস্তাধস্তি

author img

By

Published : Sep 15, 2019, 10:28 PM IST

Updated : Sep 15, 2019, 11:59 PM IST

বর্ধমান শহরের কার্জনগেটে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাল SFI । বামেদের নবান্ন অভিযানে পুলিশের লাঠি চালানো, কাঁদানে গ্যাস ছোঁড়ার প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ ।

SFI

বর্ধমান , ১৫ সেপ্টেম্বর : বামেদের নবান্ন অভিযানে পুলিশের লাঠি চালানো, কাঁদানে গ্যাস ছোড়ার প্রতিবাদে বর্ধমান শহরের কার্জনগেটে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাল SFI । আজ বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয় । পুলিশ 7 জন SFI সদস্যকে আটক করে ।


বিক্ষোভকারীদের বক্তব্য, বিকালে শহরের কার্জনগেটে পুলিশের অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল তারা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানাতে থাকে । হঠাৎ পুলিশ আসে ৷ বিক্ষোভকারীদের বাধা দেয় ৷ প্রথমে বিক্ষোভকারীরা পুলিশের হাতে গোলাপ ফুল দেওয়ার চেষ্টা করে । কেউ কেউ GT রোডের উপর শুয়ে পড়ে স্লোগান দিতে থাকে । পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয় । এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ।

বিক্ষোভকারীরা আরও বলে, শান্তিপূর্ণ বিক্ষোভ করাই তাদের উদ্দেশ্য ছিল । কোনওরকম বচসা বা হিংসা না করে পুলিশের হাতে গোলাপ ফুল দিয়ে প্রতিবাদ করাই তাদের লক্ষ্য ছিল । কিন্তু পুলিশ তাদের মারধরের পর গ্রেপ্তার করে নিয়ে যায় ।

দেখুন ভিডিয়োয়

বর্ধমান , ১৫ সেপ্টেম্বর : বামেদের নবান্ন অভিযানে পুলিশের লাঠি চালানো, কাঁদানে গ্যাস ছোড়ার প্রতিবাদে বর্ধমান শহরের কার্জনগেটে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাল SFI । আজ বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয় । পুলিশ 7 জন SFI সদস্যকে আটক করে ।


বিক্ষোভকারীদের বক্তব্য, বিকালে শহরের কার্জনগেটে পুলিশের অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল তারা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানাতে থাকে । হঠাৎ পুলিশ আসে ৷ বিক্ষোভকারীদের বাধা দেয় ৷ প্রথমে বিক্ষোভকারীরা পুলিশের হাতে গোলাপ ফুল দেওয়ার চেষ্টা করে । কেউ কেউ GT রোডের উপর শুয়ে পড়ে স্লোগান দিতে থাকে । পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয় । এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ।

বিক্ষোভকারীরা আরও বলে, শান্তিপূর্ণ বিক্ষোভ করাই তাদের উদ্দেশ্য ছিল । কোনওরকম বচসা বা হিংসা না করে পুলিশের হাতে গোলাপ ফুল দিয়ে প্রতিবাদ করাই তাদের লক্ষ্য ছিল । কিন্তু পুলিশ তাদের মারধরের পর গ্রেপ্তার করে নিয়ে যায় ।

দেখুন ভিডিয়োয়
Intro:বর্ধমানে পুলিশের সঙ্গে এস এফ আইয়ের ধ্বস্তাধস্তি

পুলক যশ, বর্ধমান

বামেদের নবান্ন অভিযানে পুলিশের লাঠি চালানো, কাঁদানে গ্যাস ছোঁড়ার প্রতিবাদে বর্ধমান শহরের কার্জনগেটে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাল এস এফ আই। এদিন বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে এস এফ আই কর্মীদের ধ্বস্তাধস্তি শুরু হয়। পুলিশ সাত জন এস এফ আই কর্মী সমর্থককে আটক করেছে।
এস এফ আই এর অভিযোগ, এদিন বিকালে শহরের কার্জনগেটে পুলিশের অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখায় এস এফ আই। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে প্রতিবাদ করতে থাকে। সেই সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে পুলিশের হাতে তারা গোলাপ ফুল দেওয়ার চেষ্টা করে। কেউ কেউ জিটি রোডের উপর শুয়ে পড়ে স্লোগান দিতে থাকে। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের বচসা বেধে যায়।এরপরেই পুলিশের সঙ্গে এসেফ আই কর্মীদের ধ্বস্তাধস্তি শুরু হয়।
এস এফ আই এর অভিযোগ, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করে পুলিশের হাতে গোলাপ ফুল দেওয়ার চেষ্টা করেছিল।কিন্তু পুলিশ তাদের মারধর করে গ্রেফতার করে নিয়ে যায়।Body:বর্ধমানে পুলিশের সঙ্গে Conclusion:এস এফ আইয়ের ধ্বস্তাধস্তি
Last Updated : Sep 15, 2019, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.