ETV Bharat / state

BJP-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত গলসি - গলসি

আজ ফের তৃণমূল BJP- সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গলসি ৷ গতকালের ঘটনার প্রতিবদে পারাজ মোড়ে BJP কর্মীর চায়ের গুমটির সামনে একত্রিত হয় BJP কর্মী-সমর্থকেরা ৷ দোকানটি ঠিক করতে গেলে ফের বাধে গণ্ডোগোল । BJP- র অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের তরফে বাধা দেওয়া হয় । এই নিয়ে দুইপক্ষের মধ্যে বচসা শুরু হয় ।

galsi
galsi
author img

By

Published : Jun 22, 2020, 6:29 PM IST

গলসি, 22 জুন : ফের তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত পূর্ব বর্ধমানের গলসি । আজ গলসির পারাজ মোড়ে বেলা 11 টা নাগাদ তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকের সঙ্গে BJP-র কর্মী-সমর্থকদের সংঘর্ষ বাধে । সংঘর্ষে একজন গ্রমবাসী-সহ দু'পক্ষের 10 জন জখম হয় । তাদের মধ্যে তিনজন গুরুতর আহত ।

ঘটনার সূত্রপাত গতকাল দুপুরে ৷ সম্প্রতি গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি গ্রহণ করে পূর্ব বর্ধমান জেলা BJP ৷ সেই মতো গতকাল কর্মসূচি পালনের জন্য রাস্তায় নামে BJP কর্মী-সমর্থকরা ৷ পারাজ গ্রামে BJP-র পতাকা বাঁধাকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলা ৷ অভিযোগ BJP-র পতাকা জ্বালিয়ে দেওয়া হয় ৷ পারাজ মোড়ে এক BJP কর্মীর চায়ের গুমটি জ্বালিয়ে দেওয়া হয় ৷ বোমাবাজিও হয় । ওই ঘটনায় তৃণমূলকে দায়ি করে BJP। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । গতকালই গলসি থানায় ওই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় BJP-র তরফে ।

তারপরই আজ সকালে গতকালের ঘটনার প্রতিবদে পারাজ মোড়ে BJP কর্মীর চায়ের গুমটির সামনে একত্রিত হয় BJP কর্মী-সমর্থকেরা ৷ দোকানটি ঠিক করতে গেলে ফের বাধে গণ্ডগোল । BJP- র অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকদের তরফে বাধা দেওয়া হয় । এই নিয়ে দুইপক্ষের মধ্যে বচসা শুরু হয় । বচসা থেকে শুরু হয় হাতাহাতি ৷ দু'পক্ষের সংঘর্ষে একজন গ্রামবাসী সহ মোট 10 জন জখম হয় । আহতের মধ্যে তিনজনের আঘাত গুরুতর ৷ জখম BJP কর্মী সমরেশ নায়েক, তৃণমূলকর্মী সেখ রিপন এবং জখম গ্রামবাসী সন্তোষ বাগদি-কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

গলসি, 22 জুন : ফের তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত পূর্ব বর্ধমানের গলসি । আজ গলসির পারাজ মোড়ে বেলা 11 টা নাগাদ তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকের সঙ্গে BJP-র কর্মী-সমর্থকদের সংঘর্ষ বাধে । সংঘর্ষে একজন গ্রমবাসী-সহ দু'পক্ষের 10 জন জখম হয় । তাদের মধ্যে তিনজন গুরুতর আহত ।

ঘটনার সূত্রপাত গতকাল দুপুরে ৷ সম্প্রতি গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি গ্রহণ করে পূর্ব বর্ধমান জেলা BJP ৷ সেই মতো গতকাল কর্মসূচি পালনের জন্য রাস্তায় নামে BJP কর্মী-সমর্থকরা ৷ পারাজ গ্রামে BJP-র পতাকা বাঁধাকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলা ৷ অভিযোগ BJP-র পতাকা জ্বালিয়ে দেওয়া হয় ৷ পারাজ মোড়ে এক BJP কর্মীর চায়ের গুমটি জ্বালিয়ে দেওয়া হয় ৷ বোমাবাজিও হয় । ওই ঘটনায় তৃণমূলকে দায়ি করে BJP। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । গতকালই গলসি থানায় ওই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় BJP-র তরফে ।

তারপরই আজ সকালে গতকালের ঘটনার প্রতিবদে পারাজ মোড়ে BJP কর্মীর চায়ের গুমটির সামনে একত্রিত হয় BJP কর্মী-সমর্থকেরা ৷ দোকানটি ঠিক করতে গেলে ফের বাধে গণ্ডগোল । BJP- র অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকদের তরফে বাধা দেওয়া হয় । এই নিয়ে দুইপক্ষের মধ্যে বচসা শুরু হয় । বচসা থেকে শুরু হয় হাতাহাতি ৷ দু'পক্ষের সংঘর্ষে একজন গ্রামবাসী সহ মোট 10 জন জখম হয় । আহতের মধ্যে তিনজনের আঘাত গুরুতর ৷ জখম BJP কর্মী সমরেশ নায়েক, তৃণমূলকর্মী সেখ রিপন এবং জখম গ্রামবাসী সন্তোষ বাগদি-কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.