ETV Bharat / state

ধর্ষণের অপরাধে ১২ বছরের কারাদণ্ডের রায় বর্ধমানের আদালতে - বর্ধমানের খবর

গত বছর সেপ্টেম্বর মাসে যুবতিকে ধর্ষণ করেছিল সাবিরুদ্দিন । বৃহস্পতিবার তাকে ১২ বছরের কারাদণ্ডের রায় দিল বর্ধমানের দ্বিতীয় ফাস্ট-ট্র‌্যাক কোর্টের বিচারক অর্জুন মুখোপাধ্যায়।

rape
rape
author img

By

Published : Dec 13, 2019, 3:24 AM IST


ভাতার (পূর্ব বর্ধমান), 13 ডিসেম্বর : এক যুবতিকে ধর্ষণের অপরাধে যুবকের ১২ বছরের কারাদণ্ডের রায় দিলেন বর্ধমানের দ্বিতীয় ফাস্ট-ট্র‌্যাক কোর্টের বিচারক অর্জুন মুখোপাধ্যায়। অপরাধীর নাম নাম শেখ সাবিরউদ্দিন । ভাতার থানার মাহাতা গ্রামের বাসিন্দা অপরাধী । আজ তার সাজা ঘোষণা হয় ।

মামলার সরকারি আইনজীবী হরিদাস মুখোপাধ্যায় বলেন, "ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণ হয়েছে । বিচারক ১২ বছরের সাজা দিয়েছেন ।" যদিও এদিন নিজেকে নির্দোষ বলে বিচারকের কাছে দাবি জানিয়েছে সাবিরউদ্দিন। অভিযুক্তের আইনজীবী মুক্তিপদ রায় বলেন, "এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে তারা আপিল করবেন ।"

সরকারি আইনজীবী হরিদাস মুখোপাধ্যায় বলেন, '' গত বছর সেপ্টেম্বর মাসের ঘটনা । ওই যুবতির মামার বাড়ি ভাতারের একটি গ্রামে । মামাবাড়িতে মেঝেতে ঘুমাচ্ছিলেন যুবতি। দরজা বন্ধ না থাকার সুযোগ নেয় সাবিরুদ্দিন । গভীর রাতে ঘরে ঢুকে যুবতির মুখ চেপে ধরে ধর্ষণ করে । পরে যুবতির চিৎকারে বাড়ির লোকজন উঠে পড়ে । পরিবারের অভিযোগের ভিত্তিতে সাবিরউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ । এরপর মেডিকেল টেস্টে ধর্ষণের প্রমাণ মেলে । নেওয়া হয় যুবতির গোপন জবানবন্দি ।" মেডিকেল পরীক্ষা করা বর্ধমান মেডিকেল কলেজের ফরেনসিক স্টেট মেডিসিন বিভাগের দুই চিকিৎসক আদালতে সাক্ষ্য দিয়ে ধর্ষণের প্রমাণের কথা জানিয়েছেন । এরপরেই সাবিরউদ্দিনকে দোষী সাব্যস্ত করে আদালত।


ভাতার (পূর্ব বর্ধমান), 13 ডিসেম্বর : এক যুবতিকে ধর্ষণের অপরাধে যুবকের ১২ বছরের কারাদণ্ডের রায় দিলেন বর্ধমানের দ্বিতীয় ফাস্ট-ট্র‌্যাক কোর্টের বিচারক অর্জুন মুখোপাধ্যায়। অপরাধীর নাম নাম শেখ সাবিরউদ্দিন । ভাতার থানার মাহাতা গ্রামের বাসিন্দা অপরাধী । আজ তার সাজা ঘোষণা হয় ।

মামলার সরকারি আইনজীবী হরিদাস মুখোপাধ্যায় বলেন, "ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণ হয়েছে । বিচারক ১২ বছরের সাজা দিয়েছেন ।" যদিও এদিন নিজেকে নির্দোষ বলে বিচারকের কাছে দাবি জানিয়েছে সাবিরউদ্দিন। অভিযুক্তের আইনজীবী মুক্তিপদ রায় বলেন, "এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে তারা আপিল করবেন ।"

সরকারি আইনজীবী হরিদাস মুখোপাধ্যায় বলেন, '' গত বছর সেপ্টেম্বর মাসের ঘটনা । ওই যুবতির মামার বাড়ি ভাতারের একটি গ্রামে । মামাবাড়িতে মেঝেতে ঘুমাচ্ছিলেন যুবতি। দরজা বন্ধ না থাকার সুযোগ নেয় সাবিরুদ্দিন । গভীর রাতে ঘরে ঢুকে যুবতির মুখ চেপে ধরে ধর্ষণ করে । পরে যুবতির চিৎকারে বাড়ির লোকজন উঠে পড়ে । পরিবারের অভিযোগের ভিত্তিতে সাবিরউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ । এরপর মেডিকেল টেস্টে ধর্ষণের প্রমাণ মেলে । নেওয়া হয় যুবতির গোপন জবানবন্দি ।" মেডিকেল পরীক্ষা করা বর্ধমান মেডিকেল কলেজের ফরেনসিক স্টেট মেডিসিন বিভাগের দুই চিকিৎসক আদালতে সাক্ষ্য দিয়ে ধর্ষণের প্রমাণের কথা জানিয়েছেন । এরপরেই সাবিরউদ্দিনকে দোষী সাব্যস্ত করে আদালত।

Intro:ধর্ষণের ঘটনায় ১২ বছরের কারাদন্ড যুবকের

সন্তোষ দাস, বর্ধমান


এক যুবতীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ১২ বছরের কারাদন্ডের নির্দেশ দিল বর্ধমানের দ্বিতীয় ফার্স্ট ট্র‌্যাক কোর্টের বিচারক অর্জুন মুখোপাধ্যায়।
আদালত সূত্রে জানা গেছে দোষী সাব্যস্ত হওয়া যুবকের নাম শেখ সাবিরউদ্দিন ওরফে ছিপল। ভাতার থানার মাহাতা গ্রামের মাঝেরপাড়ায় তার বাড়ি। আজ তার সাজা ঘোষণা হয়।

কেসের সরকারি আইনজীবী হরিদাস মুখোপাধ্যায় বলেন, ওই যুবকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ প্রমাণ হয়েছে।
বিচারক ১২ বছরের সাজা দিয়েছেন।
যদিও এদিন নিজেকে নির্দোষ বলে বিচারকের কাছে দাবি জানিয়েছে সাবিরউদ্দিন।

অভিযুক্তের আইনজীবী মুক্তিপদ রায় বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে তারা আপিল করবেন।

সরকারী আইনজীবী হরিদাস মুখোপাধ্যায় বলেন ঘটনাটি ঘটে গত বছর সেপ্টেম্বর মাসে। ওই যুবতীর মামার বাড়ি ভাতারের মাহাতা গ্রামে। ঘটনার দিন রাতে মামার বাড়িতেই মেঝেতে শুয়ে ঘুমাচ্ছিল ওই যুবতী। দরজায় খিল লাগানো না যাওয়ায় দরজা শুধুমাত্র বন্ধ করা ছিল।সেই সুযোগে গভীর রাতে সাবিরউদ্দিন নামে ওই যুবক সেই ঘরে ঢুকে যুবতীর মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে যুবতীর চিতকারে বাড়ির লোকজন উঠে পড়ে। পরিবারের অভিযোগের ভিত্তিতে সাবিরউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। এরপর দুজনের মেডিকেল টেস্টে ধর্ষণের প্রমাণ মেলে। নেওয়া হয় যুবতীর গোপন জবানবন্দি।
মেডিকেল পরীক্ষা করা বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিন বিভাগের দুই চিকিৎসক আদালতে সাক্ষ্য দিয়ে ধর্ষণের কথা জানিয়েছেন। এরপরেই সাবিরউদ্দিনকে দোষী সাব্যস্ত করে আদালত।Body:ধর্ষণের ঘটনায় ১২ বছরের কারাদন্ড যুবকেরConclusion:ধর্ষণের ঘটনায় ১২ বছরের কারাদন্ড যুবকের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.