ETV Bharat / state

বর্ধমানে BJP-তৃণমূল সংঘর্ষ, গ্রেপ্তার 16

author img

By

Published : Dec 15, 2019, 9:44 PM IST

পূর্ব বর্ধমানের চাণ্ডুল গ্রামে BJP-তৃণমূল সংঘর্ষ । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শনিবার রাতে কর্মীরা যখন চাণ্ডুলের দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় BJP আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় । মারধরও করা হয় বলে অভিযোগ । ঘটনায় আহত হয়েছেন চারজন তৃণমূল কর্মী ।

burdwan bjp tmc clash
BJP-তৃণমূল সংঘর্ষ

বর্ধমান, 15 ডিসেম্বর : BJP-তৃণমূল সংঘর্ষ পূর্ব বর্ধমানের চাণ্ডুল গ্রামে । ঘটনায় চারজন তৃণমূলকর্মী আহত হয়েছেন । আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বর্ধমান থানার পুলিশ । ঘটনাস্থান থেকে 16 জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শনিবার রাতে কর্মীরা যখন চাণ্ডুলের দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় BJP আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় । মারধরও করা হয় বলে অভিযোগ তৃণমূলের । ঘটনায় চার জন তৃণমূল কর্মী আহত হয়েছেন ।

অন্যদিকে BJP-র পালটা অভিযোগ, উজ্জ্বল পোড়েল নামে এক BJP কর্মী মুদিখানা দোকান থেকে বাড়ি ফেরার সময় তাঁকে ঘেরাও করে তৃণমূলের দুষ্কৃতীরা । তিনি কেন BJP করছেন, এই প্রশ্ন তুলে তাঁকে মারধর করতে থাকে । সেই খবর ছড়িয়ে পড়তেই BJP কর্মীরা সেখানে হাজির হয় । তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বর্ধমান থানার পুলিশ । ঘটনাস্থান থেকে 16 জনকে গ্রেপ্তার করে । রবিবার ধৃতদের বর্ধমান জেলা আদালতে তোলা হলে চারজনকে জামিনে ছেড়ে দেওয়া হয় । বাকিদের তিনদিনের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত ।

বর্ধমান, 15 ডিসেম্বর : BJP-তৃণমূল সংঘর্ষ পূর্ব বর্ধমানের চাণ্ডুল গ্রামে । ঘটনায় চারজন তৃণমূলকর্মী আহত হয়েছেন । আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বর্ধমান থানার পুলিশ । ঘটনাস্থান থেকে 16 জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শনিবার রাতে কর্মীরা যখন চাণ্ডুলের দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় BJP আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় । মারধরও করা হয় বলে অভিযোগ তৃণমূলের । ঘটনায় চার জন তৃণমূল কর্মী আহত হয়েছেন ।

অন্যদিকে BJP-র পালটা অভিযোগ, উজ্জ্বল পোড়েল নামে এক BJP কর্মী মুদিখানা দোকান থেকে বাড়ি ফেরার সময় তাঁকে ঘেরাও করে তৃণমূলের দুষ্কৃতীরা । তিনি কেন BJP করছেন, এই প্রশ্ন তুলে তাঁকে মারধর করতে থাকে । সেই খবর ছড়িয়ে পড়তেই BJP কর্মীরা সেখানে হাজির হয় । তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বর্ধমান থানার পুলিশ । ঘটনাস্থান থেকে 16 জনকে গ্রেপ্তার করে । রবিবার ধৃতদের বর্ধমান জেলা আদালতে তোলা হলে চারজনকে জামিনে ছেড়ে দেওয়া হয় । বাকিদের তিনদিনের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত ।

Intro:বর্ধমানে বিজেপি তৃণমূল সংঘর্ষ, গ্রেফতার ১৬

পুলক যশ, বর্ধমান

বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের চান্ডুল গ্রামে। ঘটনায় চারজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের রবিবার পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয়।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ শনিবার রাতে তারা যখন স্থানীয় চাণ্ডুলের দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিল সেই সময় বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। তাদের মাটিতে ফেলে মারধর করা হয়। ঘটনায় চার জন তৃণমূল কর্মী আহত হয়।
অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় উজ্জ্বল পোড়েল নামে এক বিজেপি কর্মী যখন মুদিখানা দোকান থেকে বাড়ি ফিরছিল তাকে তৃণমূলের একদল লোক ঘিরে ধরে সে কেন বিজেপি করছে এই প্রশ্ন তুলে তাকে মারধর করতে থাকে। সেই খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মীরা সেখানে হাজির হয়। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার। পুলিশ পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতদের বর্ধমান জেলা আদালতে তোলা হয়। এদের মধ্যে চারজনকে জামিনে ছেড়ে দেওয়া হয়। বাকিদের তিনদিনের জেল হেপাজতে পাঠায় আদালত।Body:বর্ধমানে বিজেপি তৃণমূল সংঘর্ষ, গ্রেফতার ১৬Conclusion:বর্ধমানে বিজেপি তৃণমূল সংঘর্ষ, গ্রেফতার ১৬
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.