ETV Bharat / state

বর্ধমানে পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার - bomb recovered from abandoned house

ভোট মিটতেই তালিত গ্রামের ঝাপানডাঙা এলাকায়র একটি পরিত্যক্ত এক বাড়ি থেকে বোমা উদ্ধার ৷ বিজেপির অভিযোগ, এলাকা অশান্ত করার জন্য তৃণমূলের দুষ্কৃতীরা বোমা মজুত করেছে ৷ অন্যদিকে, বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ৷

বর্ধমানে পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার
বর্ধমানে পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার
author img

By

Published : Apr 19, 2021, 7:21 AM IST

তালিত , 18 এপ্রিল : পঞ্চম দফায় ভোট সম্পন্ন হয়েছে তালিতে ৷ তারপরই পরিত্যক্ত এক বাড়ি থেকে পাঁচ কৌটো বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল । খবর পেয়ে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় এবং দামোদরের চরে গিয়ে তা নিস্ক্রিয় করে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বাঘার পঞ্চায়েতের তালিত গ্রামের ঝাপানডাঙা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে বোমাগুলি মজুত করা ছিল । খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেওয়ানদিঘি থানার পুলিশ । তবে কে বা কারা সেখানে বোমা মজুত করেছিল তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ । বিজেপি নেতা সৌম্যশুভ্র ঘোষ অভিযোগ করে বলেন, এলাকা অশান্ত করার জন্য তৃণমূলের দুষ্কৃতীরা বোমা মজুত করেছে ।

আরও পড়ুন : পার্টি অফিস থেকে বেরোতেই বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি, মালদায় উত্তেজনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অন্যদিকে, জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "ওই এলাকায় বিজেপির কোনও মাটি নেই । তাই বিজেপি ওখানে অশান্তি পাকানোর চেষ্টা করছে ।" ঘটনার তদন্ত শুরু করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ ৷

তালিত , 18 এপ্রিল : পঞ্চম দফায় ভোট সম্পন্ন হয়েছে তালিতে ৷ তারপরই পরিত্যক্ত এক বাড়ি থেকে পাঁচ কৌটো বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল । খবর পেয়ে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় এবং দামোদরের চরে গিয়ে তা নিস্ক্রিয় করে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বাঘার পঞ্চায়েতের তালিত গ্রামের ঝাপানডাঙা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে বোমাগুলি মজুত করা ছিল । খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেওয়ানদিঘি থানার পুলিশ । তবে কে বা কারা সেখানে বোমা মজুত করেছিল তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ । বিজেপি নেতা সৌম্যশুভ্র ঘোষ অভিযোগ করে বলেন, এলাকা অশান্ত করার জন্য তৃণমূলের দুষ্কৃতীরা বোমা মজুত করেছে ।

আরও পড়ুন : পার্টি অফিস থেকে বেরোতেই বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি, মালদায় উত্তেজনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অন্যদিকে, জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "ওই এলাকায় বিজেপির কোনও মাটি নেই । তাই বিজেপি ওখানে অশান্তি পাকানোর চেষ্টা করছে ।" ঘটনার তদন্ত শুরু করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.