ETV Bharat / state

BJP কর্মীদের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল

BJP-র কয়েকজন কর্মী বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার বিভিন্ন মামলায় বন্দী ছিলেন । মঙ্গলবার তাঁদের জেল থেকে ছেড়ে দেওয়া হয় । তাঁদের বরণ করতে যান অন্য নেতা কর্মীরা । তাঁরা যখন জেলখানা মোড় রাস্তা দিয়ে আসছিল সেই সময় তৃণমূল নেতা আবদুল রবের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ ।

BJP workers were allegedly attacked
BJP কর্মীদের উপর হামলা
author img

By

Published : Jul 8, 2020, 3:23 AM IST

বর্ধমান, 8 জুলাই : BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনায় উত্তেজনা ছড়ায় বর্ধমান শহরের জেলখানা মোড় এলাকায় । এরপর জেলা BJP-র পক্ষ থেকে বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

মঙ্গলবার সন্ধে নাগাদ বর্ধমান সংশোধনাগার থেকে বেশ কয়েকজন BJP কর্মী ছাড়া পান । তাঁদের বরণ করতে যান দলের নেতা কর্মীরা । তাঁরা যখন ওই কর্মীদের নিয়ে বর্ধমান শহরের জেলখানা মোড় এলাকা দিয়ে আসছিল সেই সময় স্থানীয় তৃণমূল নেতা আবদুল রবের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ । ঘটনায় আটজন BJP কর্মী গুরুতর আহত হন । এরপর BJP কর্মীরা বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ।

BJP worker
আক্রান্ত এক BJP কর্মী

BJP নেতা শ্যামল রায় বলেন, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকজন দলীয় কর্মী বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার বিভিন্ন মামলায় বন্দী ছিলেন । মঙ্গলবার তাঁদের জেল থেকে ছেড়ে দেওয়া হয় । তাঁদের বরণ করতে যান অন্য নেতা কর্মীরা । তাঁরা যখন জেলখানা মোড় রাস্তা দিয়ে আসছিল সেই সময় তৃণমূল নেতা আবদুল রবের নেতৃত্বে হামলা চালানো হয় । ঘটনায় আট জন BJP কর্মী আহত হয়েছেন । বিষয়টি জানিয়ে রাতে বর্ধমান থানা ঘেরাও করা হয় ।

তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে আবদুল রব বলেন, মিথ্যে অভিযোগ করা হচ্ছে । BJP নিজেদের হাইলাইট করার চেষ্টা করেছে ।

বর্ধমান, 8 জুলাই : BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনায় উত্তেজনা ছড়ায় বর্ধমান শহরের জেলখানা মোড় এলাকায় । এরপর জেলা BJP-র পক্ষ থেকে বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

মঙ্গলবার সন্ধে নাগাদ বর্ধমান সংশোধনাগার থেকে বেশ কয়েকজন BJP কর্মী ছাড়া পান । তাঁদের বরণ করতে যান দলের নেতা কর্মীরা । তাঁরা যখন ওই কর্মীদের নিয়ে বর্ধমান শহরের জেলখানা মোড় এলাকা দিয়ে আসছিল সেই সময় স্থানীয় তৃণমূল নেতা আবদুল রবের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ । ঘটনায় আটজন BJP কর্মী গুরুতর আহত হন । এরপর BJP কর্মীরা বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ।

BJP worker
আক্রান্ত এক BJP কর্মী

BJP নেতা শ্যামল রায় বলেন, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকজন দলীয় কর্মী বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার বিভিন্ন মামলায় বন্দী ছিলেন । মঙ্গলবার তাঁদের জেল থেকে ছেড়ে দেওয়া হয় । তাঁদের বরণ করতে যান অন্য নেতা কর্মীরা । তাঁরা যখন জেলখানা মোড় রাস্তা দিয়ে আসছিল সেই সময় তৃণমূল নেতা আবদুল রবের নেতৃত্বে হামলা চালানো হয় । ঘটনায় আট জন BJP কর্মী আহত হয়েছেন । বিষয়টি জানিয়ে রাতে বর্ধমান থানা ঘেরাও করা হয় ।

তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে আবদুল রব বলেন, মিথ্যে অভিযোগ করা হচ্ছে । BJP নিজেদের হাইলাইট করার চেষ্টা করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.