বর্ধমান, ২২ জুন : পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটের ফল ঘোষণার পর রাজ্যে একাধিক বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিলেন । যদিও তারপর তাঁদের বাড়ি ফেরানো হয়েছে । বাডি ফিরতে না ফিরতেই এক বিজেপি কর্মীকে মারধর করে খুনের হুমকি ও তাঁর বাচ্চাদের মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । গতকাল ওই বিজেপি কর্মী বর্ধমান থানায় গিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।
যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরাতে সাহায্য করছে তারা । এই ধরনের কোনও ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে । বর্ধমানের সদরঘাট এলাকায় রীনা যাদবের বাড়ি । নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই বাড়িছাড়া ছিলেন তিনি । সপ্তাহ খানেক আগে বর্ধমান থানার পুলিশ তাঁকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে । গতকাল তাঁর বাড়িতে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা চড়াও হয়ে তাঁকে মারধর করে ও খুনের হুমকি দেয় বলে অভিযোগ । তাই প্রাণের ভয়ে গতকাল বিকেল নাগাদ বর্ধমান থানায় এসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন রীনা।
আরও পড়ুন...বর্ধমানে বিজেপি নেতাকে মারধর , অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
রীনা যাদব বলেন, ‘'পুলিশ বাড়ি ফিরতে সাহায্য করেছিল । কিন্তু স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । তারা জানায়, পুলিশ তাদের কিছু করতে পারবে না । কোনওভাবেই আমাকে পাড়ায় থাকতে দেবে না বলে হুমকি দেওয়া হয়েছে । তাই ভয়ে এদিন দু‘টি বাচ্চা ও স্বামীকে নিয়ে পুলিশের কাছে ছুটে এসেছি ।'’
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, '‘বিজেপি ভোটের আগে যে সন্ত্রাস সৃষ্টি করেছিল তার পরিপ্রেক্ষিতে ভোটের ফলাফলের পর কোথাও কোথাও জনরোষ আছড়ে পড়েছে । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি কর্মীদের ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে । আমরা নজর রেখেছি ৷ এইরকম আর কোনও ঘটনা ঘটবে না ৷ যদি ঘটে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে ।’’