ETV Bharat / state

বর্ধমানে রাজনৈতিক সংঘর্ষে গ্রেপ্তার 29 BJP কর্মী - 29 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ

সোমবার (5 অগাস্ট) সন্ধ্যায় গুডশেড রোডে সভা করে BJP ৷ পরদিন অর্থাৎ মঙ্গলবার স্টেশন চত্বরে সদস্য সংগ্রহ অভিযান চালায় ৷ সেসময় সেখানে আসে তৃণমূল কর্মীরা ৷ শুরু হয় ঝামেলা ৷ লাঠি-রড নিয়ে একে অপরের উপর হামলা চালায় দু'পক্ষ ৷ বোমাবাজিও হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ তৃণমূলের অভিযোগের ভিত্তিতে গতকাল 29 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 8, 2019, 2:43 AM IST

Updated : Aug 8, 2019, 7:37 AM IST

বর্ধমান, 8 অগাস্ট : বর্ধমান স্টেশন সংলগ্ন গুডশেড রোড এলাকায় BJP-তৃণমূল সংঘর্ষে গ্রেপ্তার 29 BJP কর্মী ৷ গতকাল তাঁদের গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ ৷ ধৃতদের মধ্যে 28 জনকে আদালতে তোলা হয় ৷ এক মহিলা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

সোমবার (5 অগাস্ট) সন্ধ্যায় গুডশেড রোডে সভা করে BJP ৷ পরদিন অর্থাৎ মঙ্গলবার স্টেশন চত্বরে সদস্য সংগ্রহ অভিযান চালায় ৷ সেসময় সেখানে আসে তৃণমূল কর্মীরা ৷ শুরু হয় ঝামেলা ৷ লাঠি-রড নিয়ে একে অপরের উপর হামলা চালায় দু'পক্ষ ৷ বোমাবাজিও হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ ঘটনায় দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে ৷

তৃণমূলের অভিযোগের ভিত্তিতে গতকাল 29 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ জেলা আদালত চত্বরে স্থানীয় BJP নেতা শ্যামল রায় বলেন, "বর্ধমান স্টেশন চত্বরে এক তৃণমূল নেতার মদতে তোলাবাজি চলছে ৷ এর প্রতিবাদ জানিয়ে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলাম ৷ তাই, তৃণমূল নেতারা পুলিশকে কাজে লাগিয়ে আমাদের বোমাবাজি-সহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করেছে ৷"

দেখুন ভিডিয়ো

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, BJP-ই ঝামেলা করেছে ৷ দলীয় কর্মীদের মারধর করা হয়েছে ৷ BJP কর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে তৃণমূল নেতারা বলেন, পুলিশের কাজ পুলিশ করেছে ৷ এবিষয়ে তাঁদের কিছু বলার নেই ৷

বর্ধমান, 8 অগাস্ট : বর্ধমান স্টেশন সংলগ্ন গুডশেড রোড এলাকায় BJP-তৃণমূল সংঘর্ষে গ্রেপ্তার 29 BJP কর্মী ৷ গতকাল তাঁদের গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ ৷ ধৃতদের মধ্যে 28 জনকে আদালতে তোলা হয় ৷ এক মহিলা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

সোমবার (5 অগাস্ট) সন্ধ্যায় গুডশেড রোডে সভা করে BJP ৷ পরদিন অর্থাৎ মঙ্গলবার স্টেশন চত্বরে সদস্য সংগ্রহ অভিযান চালায় ৷ সেসময় সেখানে আসে তৃণমূল কর্মীরা ৷ শুরু হয় ঝামেলা ৷ লাঠি-রড নিয়ে একে অপরের উপর হামলা চালায় দু'পক্ষ ৷ বোমাবাজিও হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ ঘটনায় দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে ৷

তৃণমূলের অভিযোগের ভিত্তিতে গতকাল 29 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ জেলা আদালত চত্বরে স্থানীয় BJP নেতা শ্যামল রায় বলেন, "বর্ধমান স্টেশন চত্বরে এক তৃণমূল নেতার মদতে তোলাবাজি চলছে ৷ এর প্রতিবাদ জানিয়ে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলাম ৷ তাই, তৃণমূল নেতারা পুলিশকে কাজে লাগিয়ে আমাদের বোমাবাজি-সহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করেছে ৷"

দেখুন ভিডিয়ো

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, BJP-ই ঝামেলা করেছে ৷ দলীয় কর্মীদের মারধর করা হয়েছে ৷ BJP কর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে তৃণমূল নেতারা বলেন, পুলিশের কাজ পুলিশ করেছে ৷ এবিষয়ে তাঁদের কিছু বলার নেই ৷

Intro:বর্ধমানে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২৯ বিজেপি সমর্থক

সন্তোষ দাস, বর্ধমান


বর্ধমান স্টেশন সংলগ্ন গুডসেড রোড এলাকায় বিজেপি সংঘর্ষে 29 জন বিজেপি সমর্থক কে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের মধ্যে ২৮ জনকে বুধবার জেলা আদালতে তোলা হয়। একজন মহিলা অসুস্থ হয়ে পড়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে।
বুধবার জেলা আদালত চত্বরে বিজেপি কর্মীদের পুলিশের ভ্যান থেকে আদালতে তোলার সময় স্লোগান দেয় বিজেপি কর্মীরা। বিজেপি নেতা শ্যামল রায় বলেন, বর্ধমান স্টেশন চত্বরে এক তৃণমূল নেতার মদতে তোলাবাজি চলছে। তারই প্রতিবাদ জানিয়ে কাটমানি ফেরত দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। সেই কারণে তৃণমূল বর্ধমান থানার পুলিশকে কাজে লাগিয়ে বিজেপি কর্মীদের বোমাবাজিসহ বিভিন্ন ঝামেলা ফাঁসিয়ে দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান তৃণমূল নেতারা যেভাবে বর্ধমান স্টেশন চত্বরে তোলাবাজি করছে বর্ধমান স্টেশন চত্বরে মানুষ বিশেষত যারা সেখানে ব্যবসা করে খায় তারা বিষয়টি সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। বিজেপি কর্মীদের সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসিয়ে আজ জেলে পাঠিয়েছে পাঠানো হয়েছে। তারই প্রতিবাদ জানাচ্ছে বিজেপি।Body:বর্ধমানে সংঘর্ষের ঘটনায় Conclusion:গ্রেফতার
Last Updated : Aug 8, 2019, 7:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.