বর্ধমান, 8 অগাস্ট : বর্ধমান স্টেশন সংলগ্ন গুডশেড রোড এলাকায় BJP-তৃণমূল সংঘর্ষে গ্রেপ্তার 29 BJP কর্মী ৷ গতকাল তাঁদের গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ ৷ ধৃতদের মধ্যে 28 জনকে আদালতে তোলা হয় ৷ এক মহিলা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
সোমবার (5 অগাস্ট) সন্ধ্যায় গুডশেড রোডে সভা করে BJP ৷ পরদিন অর্থাৎ মঙ্গলবার স্টেশন চত্বরে সদস্য সংগ্রহ অভিযান চালায় ৷ সেসময় সেখানে আসে তৃণমূল কর্মীরা ৷ শুরু হয় ঝামেলা ৷ লাঠি-রড নিয়ে একে অপরের উপর হামলা চালায় দু'পক্ষ ৷ বোমাবাজিও হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ ঘটনায় দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে ৷
তৃণমূলের অভিযোগের ভিত্তিতে গতকাল 29 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ জেলা আদালত চত্বরে স্থানীয় BJP নেতা শ্যামল রায় বলেন, "বর্ধমান স্টেশন চত্বরে এক তৃণমূল নেতার মদতে তোলাবাজি চলছে ৷ এর প্রতিবাদ জানিয়ে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলাম ৷ তাই, তৃণমূল নেতারা পুলিশকে কাজে লাগিয়ে আমাদের বোমাবাজি-সহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করেছে ৷"
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, BJP-ই ঝামেলা করেছে ৷ দলীয় কর্মীদের মারধর করা হয়েছে ৷ BJP কর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে তৃণমূল নেতারা বলেন, পুলিশের কাজ পুলিশ করেছে ৷ এবিষয়ে তাঁদের কিছু বলার নেই ৷