বর্ধমান, 6 মার্চ: বৈধ কাগজ না থাকায় পথ আটকেছিল ৷ তাই এক ট্র্যাফিক পুলিশকর্মীকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করল বাইক আরোহী ৷ ঘটনাটি বর্ধমানের কার্জন গেট এলাকার ৷ ওই বাইক আরোহী কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ কর্মীকে প্রায় 25 মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায় । ঘটনায় আহত হয়েছেন ওই ট্রাফিক পুলিশ । অভিযুক্ত বাইক চালক সমীরণ সরকারকে পুলিশ আটক করেছে ।
আজ কার্জন গেটে ট্র্যাফিক সিগনাল ভেঙে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সমীরণ সরকার । সেই সময় এক ট্র্যাফিক পুলিশ তাকে আটকে কাগজপত্র দেখতে চাইলে বাইকের গতি বাড়িয়ে দেয় সে । ওই ট্র্যাফিক পুলিশ পিছন থেকে টেনে বাইকটি আটকানোর চেষ্টা করে ৷ এরপর তাঁকে প্রায় 25 মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায় সমীরণ । এরপর সামনে একটি গ্রিলে ধাক্কা মেরে উলটে যায় বাইকটি । বাইকের তলায় চাপা পড়ে যান ওই ট্র্যাফিক পুলিশ । আহত ট্র্যাফিক পুলিশকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ৷
সমীরণ সরকার নামে ওই যুবকের সাফাই, আচমকাই তার বাইকের গতি বেড়ে গিয়েছিল ৷ হেলমেটে ঢাকা পড়ে যাওয়ায় সে দেখতে পায়নি ৷ তবে বাইকটির যে বৈধ কাগজপত্র নেই তা স্বীকার করেছে ওই যুবক ৷