ETV Bharat / state

খণ্ডঘোষের ঘোষবাড়ির সুড়ঙ্গতে লুকিয়ে ছিলেন ভগৎ সিং

ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সকে গুলি করে হত্যার পর খণ্ডঘোষে চলে আসেন ভগৎ সিং ৷ ওয়ারি গ্রামে ঘোষবাড়ির সুড়ঙ্গতে লুকিয়ে ছিলেন তিনি ৷ সঙ্গী বিপ্লবী বটুকেশ্বর দত্ত । 15 দিন ওই সুড়ঙ্গতে লুকিয়ে থাকার সময় ভগৎ সিং দিল্লির ব্রিটিশ পার্লামেন্টে বোমা মারার পরিকল্পনা করেছিলেন বলে শোনা যায় ।

ছবি
author img

By

Published : Aug 15, 2019, 2:03 PM IST

Updated : Aug 15, 2019, 3:45 PM IST

খণ্ডঘোষ, 15 অগাস্ট : 1927 সালের 17 ডিসেম্বর ৷ ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন ভগৎ সিং ও শিবরাম রাজগুরু ৷ এই দুই বিপ্লবীকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে ব্রিটিশ পুলিশ ৷ ততদিনে বর্ধমান জেলার (বর্তমানে পূর্ব বর্ধমান) খণ্ডঘোষের ওয়ারি গ্রামের বিপ্লবী বটুকেশ্বর দত্তর সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে ভগৎ সিংয়ের । বটুকেশ্বর দত্তের পরামর্শে ভগৎ সিং চলে আসেন ওয়ারি গ্রামে । যে বাড়িতে থাকতেন বটুকেশ্বর দত্ত, ঠিক তার পাশে ঘোষেদের বাড়ি । সেই বাড়ির সুড়ঙ্গতেই লুকিয়ে ছিলেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত । এমন কী 15 দিন ওই সুড়ঙ্গতে লুকিয়ে থাকার সময় ভগৎ সিং দিল্লির ব্রিটিশ পার্লামেন্টে বোমা মারার পরিকল্পনা করেছিলেন বলে শোনা যায় ।

photo
এই বাড়ির সুড়ঙ্গতেই লুকিয়ে ছিলেন ভ গৎ সিং এবং বটুকেশ্বর দত্ত


বর্ধমান থেকে আরামবাগ রাস্তা ধরে এগিয়ে গেলে ডান দিকে পড়বে বাঁকুড়া মোড় । বাঁকুড়া মোড় ধরে সোজা প্রায় 10 কিলোমিটার গেলেই বাঁদিকে পড়বে ওয়ারি গ্রাম । গ্রামের রাস্তা ধরে ওয়ারি উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই বাঁ দিকে যে কাঁচা মাটির রাস্তা সেই রাস্তা চলে গেছে বিপ্লবী বটুকেশ্বর দত্তর বাড়ির দিকে । বিপ্লবী বটুকেশ্বর দত্তের বাড়ির পাশের বাড়ি ঘোষবাড়ি নামে পরিচিত । সেই বাড়িতে ডান দিকে ঢুকলেই যে প্রথম ঘর পড়বে সেই ঘরে ঢুকলে আপাতদৃষ্টিতে কিছুই বোঝা যাবে না ৷ চুন-সুরকির বাড়ি । দেওয়ালের জীর্ণ অবস্থা ৷ ঘরে ঢুকেই বাঁদিকে আছে ছোট্ট একটা দেওয়াল শোকেস । ঠিক উলটো দিকে যে খাট পাতা আছে তার উপরে ছোট্ট একটা পর্দা ঝুলছে । আপাতদৃষ্টিতে বিষয়টি সাধারণ মনে হলেও সেই পর্দা সরালেই মিলবে দশ থেকে বারো ফুটের একটি সুড়ঙ্গ । যে সুড়ঙ্গটিতে 15 দিন ধরে লুকিয়ে ছিলেন বিপ্লবী ভগৎ সিং এবং বিপ্লবী বটুকেশ্বর দত্ত । এমন কী এটাও শোনা যায় এই সুড়ঙ্গতে বসেই দিল্লির ব্রিটিশ পার্লামেন্টে বোমা মারার পরিকল্পনা করেছিলেন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত ।

photo
এই সুড়ঙ্গতেই লুকিয়ে ছিলেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত

ঘোষ পরিবার জানিয়েছে, এখন যেখানে দেওয়াল শোকেস করা আছে অনুরূপভাবে ডানদিকে একটি দেওয়াল শোকেস করা ছিল । সেই শোকেসের তলায় ছিল মোটা পাটাতন । পাটাতন সরিয়ে দিলেই সহজে সুড়ঙ্গতে নেমে যাওয়া যেত । ফলে সেই সুড়ঙ্গে লুকিয়ে থাকলে কেউ সন্দেহ করতে পারত না ।

এই সংক্রান্ত খবর আরও পড়ুন :চাকরির জন্য যুবকরা যেন অন্য দেশে চলে না যান, বলছেন স্বাধীনতা সংগ্রামী চুনিলাল


দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পুরানো বাড়িটির অবস্থা খুবই খারাপ । ঘোষবাড়ির উত্তরসূরিদের ক্ষোভ, তাঁরা সরকারের কাছে পুনর্বাসনের জন্য আবেদন করেছেন কিন্তু কোনও জবাব পাননি । তাঁদের আবেদন যাতে সরকার তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করেন । তাহলে তাঁরা এই বাড়ি সংরক্ষণের জন্য সরকারের হাতে তুলে দেবেন ।

দেখুন ভিডিয়ো


বটুকেশ্বর দত্ত সংরক্ষণ ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি সর্বজিৎ যশ বলেন, পুরানো বাড়িতে কাগজ কলমে কিছু সমস্যা ছিল ৷ সেই সমস্যা মিটিয়ে দিয়েছেন স্থানীয় খণ্ডঘোষের BDO । ট্রাস্টের পক্ষ থেকে ওই পরিবারকে প্রস্তাব দেওয়া হয়েছে তারা যদি বাড়ি ছেড়ে দেয় তাহলে থাকার ব্যবস্থা করা হবে ৷ পাশাপাশি সুড়ঙ্গকে সরকারিভাবে সংরক্ষণ করা হবে ৷ এবং এই পাতালঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঘোষ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে ।

খণ্ডঘোষ, 15 অগাস্ট : 1927 সালের 17 ডিসেম্বর ৷ ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন ভগৎ সিং ও শিবরাম রাজগুরু ৷ এই দুই বিপ্লবীকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে ব্রিটিশ পুলিশ ৷ ততদিনে বর্ধমান জেলার (বর্তমানে পূর্ব বর্ধমান) খণ্ডঘোষের ওয়ারি গ্রামের বিপ্লবী বটুকেশ্বর দত্তর সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে ভগৎ সিংয়ের । বটুকেশ্বর দত্তের পরামর্শে ভগৎ সিং চলে আসেন ওয়ারি গ্রামে । যে বাড়িতে থাকতেন বটুকেশ্বর দত্ত, ঠিক তার পাশে ঘোষেদের বাড়ি । সেই বাড়ির সুড়ঙ্গতেই লুকিয়ে ছিলেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত । এমন কী 15 দিন ওই সুড়ঙ্গতে লুকিয়ে থাকার সময় ভগৎ সিং দিল্লির ব্রিটিশ পার্লামেন্টে বোমা মারার পরিকল্পনা করেছিলেন বলে শোনা যায় ।

photo
এই বাড়ির সুড়ঙ্গতেই লুকিয়ে ছিলেন ভ গৎ সিং এবং বটুকেশ্বর দত্ত


বর্ধমান থেকে আরামবাগ রাস্তা ধরে এগিয়ে গেলে ডান দিকে পড়বে বাঁকুড়া মোড় । বাঁকুড়া মোড় ধরে সোজা প্রায় 10 কিলোমিটার গেলেই বাঁদিকে পড়বে ওয়ারি গ্রাম । গ্রামের রাস্তা ধরে ওয়ারি উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই বাঁ দিকে যে কাঁচা মাটির রাস্তা সেই রাস্তা চলে গেছে বিপ্লবী বটুকেশ্বর দত্তর বাড়ির দিকে । বিপ্লবী বটুকেশ্বর দত্তের বাড়ির পাশের বাড়ি ঘোষবাড়ি নামে পরিচিত । সেই বাড়িতে ডান দিকে ঢুকলেই যে প্রথম ঘর পড়বে সেই ঘরে ঢুকলে আপাতদৃষ্টিতে কিছুই বোঝা যাবে না ৷ চুন-সুরকির বাড়ি । দেওয়ালের জীর্ণ অবস্থা ৷ ঘরে ঢুকেই বাঁদিকে আছে ছোট্ট একটা দেওয়াল শোকেস । ঠিক উলটো দিকে যে খাট পাতা আছে তার উপরে ছোট্ট একটা পর্দা ঝুলছে । আপাতদৃষ্টিতে বিষয়টি সাধারণ মনে হলেও সেই পর্দা সরালেই মিলবে দশ থেকে বারো ফুটের একটি সুড়ঙ্গ । যে সুড়ঙ্গটিতে 15 দিন ধরে লুকিয়ে ছিলেন বিপ্লবী ভগৎ সিং এবং বিপ্লবী বটুকেশ্বর দত্ত । এমন কী এটাও শোনা যায় এই সুড়ঙ্গতে বসেই দিল্লির ব্রিটিশ পার্লামেন্টে বোমা মারার পরিকল্পনা করেছিলেন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত ।

photo
এই সুড়ঙ্গতেই লুকিয়ে ছিলেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত

ঘোষ পরিবার জানিয়েছে, এখন যেখানে দেওয়াল শোকেস করা আছে অনুরূপভাবে ডানদিকে একটি দেওয়াল শোকেস করা ছিল । সেই শোকেসের তলায় ছিল মোটা পাটাতন । পাটাতন সরিয়ে দিলেই সহজে সুড়ঙ্গতে নেমে যাওয়া যেত । ফলে সেই সুড়ঙ্গে লুকিয়ে থাকলে কেউ সন্দেহ করতে পারত না ।

এই সংক্রান্ত খবর আরও পড়ুন :চাকরির জন্য যুবকরা যেন অন্য দেশে চলে না যান, বলছেন স্বাধীনতা সংগ্রামী চুনিলাল


দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পুরানো বাড়িটির অবস্থা খুবই খারাপ । ঘোষবাড়ির উত্তরসূরিদের ক্ষোভ, তাঁরা সরকারের কাছে পুনর্বাসনের জন্য আবেদন করেছেন কিন্তু কোনও জবাব পাননি । তাঁদের আবেদন যাতে সরকার তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করেন । তাহলে তাঁরা এই বাড়ি সংরক্ষণের জন্য সরকারের হাতে তুলে দেবেন ।

দেখুন ভিডিয়ো


বটুকেশ্বর দত্ত সংরক্ষণ ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি সর্বজিৎ যশ বলেন, পুরানো বাড়িতে কাগজ কলমে কিছু সমস্যা ছিল ৷ সেই সমস্যা মিটিয়ে দিয়েছেন স্থানীয় খণ্ডঘোষের BDO । ট্রাস্টের পক্ষ থেকে ওই পরিবারকে প্রস্তাব দেওয়া হয়েছে তারা যদি বাড়ি ছেড়ে দেয় তাহলে থাকার ব্যবস্থা করা হবে ৷ পাশাপাশি সুড়ঙ্গকে সরকারিভাবে সংরক্ষণ করা হবে ৷ এবং এই পাতালঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঘোষ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে ।

Intro:
Attn: Mr. Biswajit chatterjee

Special copy

বর্ধমান জেলার এই সুরঙ্গতে বসেই ব্রিটিশ পার্লামেন্টে বোমা মারার পরিকল্পনা করেছিলেন ভগৎ সিং

পুলক যশ, খণ্ডঘোষ


ব্রিটিশ পুলিশ অফিসার কে সান্ডার্সন কে গুলি করে হত্যা করার অভিযোগে পুলিশ যখন হন্যে হয়ে ভগৎ সিংকে খুঁজছেন। ততদিনে বর্ধমান জেলার খণ্ডঘোষ এর ওয়ারি গ্রামের বিপ্লবী বটুকেশ্বর দত্তর সঙ্গে খুবই ঘনিষ্ঠতা হয়েছে ভগৎ সিং এর। বটুকেশ্বর দত্তের পরামর্শমতো ভগৎ সিং চলে এলেন বর্ধমান জেলার খণ্ডঘোষ এর ওয়ারি গ্রামে।যে বাড়িতে থাকতেন বটুকেশ্বর দত্ত ঠিক তার পাশের বাড়ি ছিল ঘোষেদের বাড়ি ।সেই বাড়ির সুরঙ্গতেই লুকিয়ে ছিলেন বিপ্লবী ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত ।এমনকি 15 দিন ধরে ওই সুরঙ্গতে লুকিয়ে থাকার সময় দিল্লির পার্লামেন্টে বোমা মারার পরিকল্পনা করেছেন ভগৎ সিং বলে শোনা যায়।


Body:
বর্ধমান থেকে আরামবাগ রাস্তা ধরে এগিয়ে গেলে ডান দিকে পড়বে বাঁকুড়া মোড়। বাঁকুড়া মোড় ধরে সোজা প্রায় 10 কিলোমিটার গেলেই বাঁদিকে পড়বে ওয়ারী গ্রাম। গ্রামের রাস্তা ধরে ওয়ারী উচ্চ বিদ্যালয় পাশ দিয়ে কিছুতেই এগিয়ে গেলেই বাঁ দিকে যে কাঁচা মাটির রাস্তা সেই রাস্তা চলে যাচ্ছে বিপ্লবী বটুকেশ্বর দত্তর বাড়ির দিকে ।বিপ্লবী বটুকেশ্বর দত্তের বাড়ির পাশের বাড়ি ছিল ঘোষ বাড়ি নামে পরিচিত। সেই বাড়িতে ডান দিকে ঢুকলেই যে প্রথম ঘর পড়বে সেই ঘরে ঢুকলে আপাতদৃষ্টিতে কিছুই বোঝা যাবে না ।পুরনো দিনের ইট-সুরকির বাড়ি ।চারিদিকে দেয়াল ফেটে গেছে জল পড়ছে। ঘরে ঢুকেই বাঁদিকে আছে ছোট্ট একটা দেয়াল শোকেস। ঠিক উল্টো দিকে যে খাট পাতা আছে তার উপরে ছোট্ট একটা পর্দা ঝুলছে। আপাতদৃষ্টিতে বিষয়টি সাধারণ মনে হলেও সেই পর্দা সরালেই মিলবে দশ থেকে বারো ফুটের একটি সুরঙ্গ । যে সুড়ঙ্গটিতে 15 দিন ধরে আত্মগোপন করেছিলেন বিপ্লবী ভগৎ সিং এবং বিপ্লবী বটুকেশ্বর দত্ত। এমনকি এটাও শোনা যায় এই সুরঙ্গতে বসেই দিল্লির পার্লামেন্টে বোমা মারার পরিকল্পনা করেছিলেন বিপ্লবী ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। ঘোষ পরিবার সূত্রে জানা গেছে সেই সময় ,এখন যেখানে দেয়াল শোকেস করা আছে অনুরূপভাবে ডানদিকে একটি দেয়াল শোকেস করা ছিল। সেই শোকেসের তলায় ছিল মোটা পাটাতন। পাটাতন সরিয়ে দিলেই সহজে সুরঙ্গতে নেমে যাওয়া যেত। ফলে সেই সুরঙ্গ থেকে লুকিয়ে থাকলে কেউ সন্দেহ করতে পারত না।


Conclusion:এদিকে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সেই পুরনো বাড়িটি অবস্থা খুবই খারাপ । পরিবারের লোকের ক্ষোভ তারা সরকারের কাছে পূনর্বাসনের জন্য আবেদন করেছেন কিন্তু কোনো সদুত্তর পাননি ।তাদের আবেদন যাতে সরকার তাদের পুনর্বাসন দিয়ে দেয়। তাহলে তারা এই বাড়ি সংরক্ষণের জন্য সরকারের হাতে তুলে দেবেন।
বটুকেশ্বর দত্ত সংরক্ষণ ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি সর্বজিৎ যশ বলেন পুরনো বাড়িতে কাগজ কলমে কিছু সমস্যা ছিল সেই সমস্যা মিটিয়ে দিয়েছেন স্থানীয় খণ্ডঘোষের বিডিও। ট্রাস্টের পক্ষ থেকে ওই পরিবারকে প্রস্তাব দেওয়া হয়েছে তারা যদি বাড়ি ছেড়ে দেয় তাহলে তাদের থাকার ব্যবস্থা করা হবে পাশাপাশি সেই পাতালঘর কে সরকারিভাবে সংরক্ষণ করা হবে এবং সেই পাতাল ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঘোষ পরিবারের হাতে তুলে দেওয়া হবে এমনটাই প্রাথমিকভাবে ঠিক হয়েছে।
Last Updated : Aug 15, 2019, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.