ETV Bharat / state

4 দফায় বাংলায় সাফ তৃণমূল, সেঞ্চুরি বিজেপির : মোদি - West bengal assembly election 2021

বর্ধমানের নির্বাচনী সভার বক্তব্যে আগাগোড়া মমতাকে নিশানা করলেন মোদি ৷ তাঁর দাবি, নন্দীগ্রামে দিদি পুরো ক্লিন বোল্ড ৷ 4 দফায় বিজেপি সেঞ্চুরি করেছে ৷

4 দফায় বাংলায় সাফ তৃণমূল, সেঞ্চুরি বিজেপির : মোদি
4 দফায় বাংলায় সাফ তৃণমূল, সেঞ্চুরি বিজেপির : মোদি
author img

By

Published : Apr 12, 2021, 2:21 PM IST

Updated : Apr 12, 2021, 5:35 PM IST

বর্ধমান, 12 এপ্রিল : কোচবিহারে শীতলকুচির ঘটনায় মমতার উপরই দায় চাপালেন নরেন্দ্র মোদি ৷ মমতার উস্কানির জন্যই কোচবিহারে চার জন্য প্রাণ হারিয়েছেন ৷ বর্ধমানে নির্বাচনী প্রচারে এসে শীতলকুচির ঘটনায় এভাবেই মমতাকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি ৷ সেইসঙ্গে তিনি নির্বাচনী প্রচারে হাতিয়ার করলেন তপশিলি জাতিদের ৷ তপশিলি জাতির প্রতি করা সুজাতা মণ্ডলের মন্তব্য প্রসঙ্গে আগাগোড়াই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শাণাতে দেখা গেল নরেন্দ্র মোদিকে ৷ পাশাপাশি, বর্ধমানের জনসভা থেকে মোদি দাবি করলেন, চতুর্থ দফার ভোট পর্যন্ত তৃণমূল পুরো সাফ হয়ে গিয়েছে ৷

এদিন প্রথমেই মোদির বক্তব্যে উঠে আসে বর্ধমানের দুটি প্রসিদ্ধ জিনিস । চাল ও মিহিদানা ৷ তারপরেই মমতাকে আক্রমণ করে মোদি প্রশ্ন তোলেন, বর্ধমানের মিহিদানা কি দিদি পছন্দ করেন না? এত তিক্ততা কোথা থেকে আনেন? এই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন ৷ তাঁর দাবি, চতুর্থ দফা পর্যন্ত নির্বাচনে তৃণমূল সাফ হয়ে গিয়েছে ৷ আর বিজেপি সেঞ্চুরি হাঁকিয়েছে ৷ নন্দীগ্রামে দিদি পুরো ক্লিন বোল্ড ৷ দিদি সেটা বুঝে গিয়েছেন ৷ ভয় পেয়েছেন ৷ তাই রাগ বাড়ছে দিদির ৷

বর্ধমান থেকে তৃণমূলকে নিশানা করে কী বললেন নরেন্দ্র মোদি, শুনে নিন...

তাঁর বক্তব্যে বেশিরভাগটাই স্থান পায় তপশিলি জাতি ও উপজাতিরা ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে বিজেপি টুইটারে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনে ৷ সেই ভিডিয়োয় দেখা যায়, সুজাতা মণ্ডল একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, ‘দলিতরা স্বভাবে ভিখারি । মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তপশিলি সম্প্রদায়ের জন্য এত বেশি কাজ করেছেন তবুও তাঁরা আজ বিজেপির দেওয়া সামান্য টাকার লোভে গেরুয়া শিবিরের দিকেই এগোচ্ছেন ।’ এবার, সেই প্রসঙ্গ টেনে আনলেন নরেন্দ্র মোদি ৷ নাম না করে সুজাতা মণ্ডলকে আক্রমণ করে বলেন, "দিদির লোক তপশিলি জাতির লোকেদের ভিখারি বলেছে ৷ তপশিলি জাতি,উপজাতিকে কুকথা বলছেন ৷ কিন্তু, এখনও পর্যন্ত তাঁর মন্তব্যের বিরোধ করছেন না দিদি ৷ দলিতদের অপমান করেছেন মমতা । পাপ করছেন আপনি । "

আরও পড়ুন, 14 ই রাজ্যে প্রচারে রাহুল

পুলিশের ভূমিকা নিয়েও এদিন মমতাকে আক্রমণ করতে ছাড়লেন না মোদি ৷ বলেন, "পুলিশকে মমতা দলের কাজে লাগাচ্ছেন ৷ তবে বিজেপি ক্ষমতায় এলে প্রশাসন ও পুলিশ নিজেদের কাজ করবে । তোলাবাজ ও সিন্ডিকেটের চাপ সরে যাবে ।"

বিজেপি ক্ষমতায় এলে একাধিক প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন মোদি ৷ বিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে প্রধানমন্ত্রী কৃষি সম্মান কোনও কিছু থেকেই বাংলার মানুষ বঞ্চিত হবেন না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

বর্ধমান, 12 এপ্রিল : কোচবিহারে শীতলকুচির ঘটনায় মমতার উপরই দায় চাপালেন নরেন্দ্র মোদি ৷ মমতার উস্কানির জন্যই কোচবিহারে চার জন্য প্রাণ হারিয়েছেন ৷ বর্ধমানে নির্বাচনী প্রচারে এসে শীতলকুচির ঘটনায় এভাবেই মমতাকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি ৷ সেইসঙ্গে তিনি নির্বাচনী প্রচারে হাতিয়ার করলেন তপশিলি জাতিদের ৷ তপশিলি জাতির প্রতি করা সুজাতা মণ্ডলের মন্তব্য প্রসঙ্গে আগাগোড়াই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শাণাতে দেখা গেল নরেন্দ্র মোদিকে ৷ পাশাপাশি, বর্ধমানের জনসভা থেকে মোদি দাবি করলেন, চতুর্থ দফার ভোট পর্যন্ত তৃণমূল পুরো সাফ হয়ে গিয়েছে ৷

এদিন প্রথমেই মোদির বক্তব্যে উঠে আসে বর্ধমানের দুটি প্রসিদ্ধ জিনিস । চাল ও মিহিদানা ৷ তারপরেই মমতাকে আক্রমণ করে মোদি প্রশ্ন তোলেন, বর্ধমানের মিহিদানা কি দিদি পছন্দ করেন না? এত তিক্ততা কোথা থেকে আনেন? এই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন ৷ তাঁর দাবি, চতুর্থ দফা পর্যন্ত নির্বাচনে তৃণমূল সাফ হয়ে গিয়েছে ৷ আর বিজেপি সেঞ্চুরি হাঁকিয়েছে ৷ নন্দীগ্রামে দিদি পুরো ক্লিন বোল্ড ৷ দিদি সেটা বুঝে গিয়েছেন ৷ ভয় পেয়েছেন ৷ তাই রাগ বাড়ছে দিদির ৷

বর্ধমান থেকে তৃণমূলকে নিশানা করে কী বললেন নরেন্দ্র মোদি, শুনে নিন...

তাঁর বক্তব্যে বেশিরভাগটাই স্থান পায় তপশিলি জাতি ও উপজাতিরা ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে বিজেপি টুইটারে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনে ৷ সেই ভিডিয়োয় দেখা যায়, সুজাতা মণ্ডল একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, ‘দলিতরা স্বভাবে ভিখারি । মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তপশিলি সম্প্রদায়ের জন্য এত বেশি কাজ করেছেন তবুও তাঁরা আজ বিজেপির দেওয়া সামান্য টাকার লোভে গেরুয়া শিবিরের দিকেই এগোচ্ছেন ।’ এবার, সেই প্রসঙ্গ টেনে আনলেন নরেন্দ্র মোদি ৷ নাম না করে সুজাতা মণ্ডলকে আক্রমণ করে বলেন, "দিদির লোক তপশিলি জাতির লোকেদের ভিখারি বলেছে ৷ তপশিলি জাতি,উপজাতিকে কুকথা বলছেন ৷ কিন্তু, এখনও পর্যন্ত তাঁর মন্তব্যের বিরোধ করছেন না দিদি ৷ দলিতদের অপমান করেছেন মমতা । পাপ করছেন আপনি । "

আরও পড়ুন, 14 ই রাজ্যে প্রচারে রাহুল

পুলিশের ভূমিকা নিয়েও এদিন মমতাকে আক্রমণ করতে ছাড়লেন না মোদি ৷ বলেন, "পুলিশকে মমতা দলের কাজে লাগাচ্ছেন ৷ তবে বিজেপি ক্ষমতায় এলে প্রশাসন ও পুলিশ নিজেদের কাজ করবে । তোলাবাজ ও সিন্ডিকেটের চাপ সরে যাবে ।"

বিজেপি ক্ষমতায় এলে একাধিক প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন মোদি ৷ বিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে প্রধানমন্ত্রী কৃষি সম্মান কোনও কিছু থেকেই বাংলার মানুষ বঞ্চিত হবেন না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

Last Updated : Apr 12, 2021, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.