ETV Bharat / state

সিংহাসন বাঁচাতে এত উস্কানি ? নাম না করে তৃণমূলকে তোপ মিঠুনের - assembly election 2021

আজকের ওই সভা থেকে মিঠুনের বক্তব্য়, উস্কানিমূলক মন্তব্য়ের জন্য়ই খুন হতে হয়েছে চারজনকে ৷ তিনি প্রশ্ন তোলেন, "কেন উস্কানি দিয়ে চারটে মায়ের কোল খালি করে দেওয়া হল ।" তিনি বলেন, "এইসব উস্কানিতে পা দেবেন না। কেউ থাকবে না আপনাদের সঙ্গে ৷ "

mithun
মিঠুন চক্রবর্তী
author img

By

Published : Apr 11, 2021, 2:53 PM IST

রায়না, 11 এপ্রিল : শীতলকুচিতে চারজনের মৃত্যুর ঘটনায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দিকে আঙুল তুললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ আজ পূর্ব বর্ধমানের রায়নায় জনসভা ছিল তাঁর ৷ সেখানেই গতকালের ঘটনার জন্য় মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কাঠগড়ায় তোলেন ৷

আজকের ওই সভা থেকে মিঠুনের বক্তব্য়, উস্কানিমূলক মন্তব্য়ের জন্য়ই খুন হতে হয়েছে চারজনকে ৷ তিনি প্রশ্ন তোলেন, "কেন উস্কানি দিয়ে চারটে মায়ের কোল খালি করে দেওয়া হল ।" দলের কর্মী সমর্থকদের কাছে তাঁর আবেদন, "এইসব উস্কানিতে পা দেবেন না। কেউ থাকবে না আপনাদের সঙ্গে ৷ এরা আওয়াজ তুলবে, উস্কানি দেবে আর কোনও মায়ের কোল খালি হয়ে যাবে । এরা নিজের নিজের বাড়ি চলে যাবে। আর মা তার সন্তান হারিয়ে কাঁদতে থাকবে। এদের ফাঁদে পা দেবেন না ।"

আরও পড়ুন- সম্পূর্ণ লকডাউনের দিকে এগোচ্ছে মহারাষ্ট্র?

এরপরেই তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য় করে তাঁর প্রশ্ন, এই ধরনের খুনের রাজনীতি কেন করা হবে ? মমতার নাম না করে বলেন, "সিংহাসন আগলে রাখতেই এই সব কাজ করা হচ্ছে ?" একইসঙ্গে বিজেপির প্রশংসা করে তিনি বলেন, " রাজ্যে বিজেপি সরকার এলে আর কোনও ঝামেলা হবে না, কোনও সন্ত্রাস হবে না , কোনও হিংসা হবে না এটা গ্যারান্টি দিয়ে গেলাম । "

মিঠুনের বক্তব্য়

তাঁর অভিযোগ, "আমার প্রত্যেক দিন বেশ কয়েকটা র‍্যালি বাতিল করে দেওয়া হচ্ছে। কিন্তু আমাকে এভাবে আটকে রাখতে পারবে না । আমাকে যত আটকাবে আমি ততো ভিতরে ঢুকব ।" পাশাপাশি ভোটে জেতার ছ'মাসের মধ্য়েই সোনার বাংলা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি ৷

রায়না, 11 এপ্রিল : শীতলকুচিতে চারজনের মৃত্যুর ঘটনায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দিকে আঙুল তুললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ আজ পূর্ব বর্ধমানের রায়নায় জনসভা ছিল তাঁর ৷ সেখানেই গতকালের ঘটনার জন্য় মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কাঠগড়ায় তোলেন ৷

আজকের ওই সভা থেকে মিঠুনের বক্তব্য়, উস্কানিমূলক মন্তব্য়ের জন্য়ই খুন হতে হয়েছে চারজনকে ৷ তিনি প্রশ্ন তোলেন, "কেন উস্কানি দিয়ে চারটে মায়ের কোল খালি করে দেওয়া হল ।" দলের কর্মী সমর্থকদের কাছে তাঁর আবেদন, "এইসব উস্কানিতে পা দেবেন না। কেউ থাকবে না আপনাদের সঙ্গে ৷ এরা আওয়াজ তুলবে, উস্কানি দেবে আর কোনও মায়ের কোল খালি হয়ে যাবে । এরা নিজের নিজের বাড়ি চলে যাবে। আর মা তার সন্তান হারিয়ে কাঁদতে থাকবে। এদের ফাঁদে পা দেবেন না ।"

আরও পড়ুন- সম্পূর্ণ লকডাউনের দিকে এগোচ্ছে মহারাষ্ট্র?

এরপরেই তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য় করে তাঁর প্রশ্ন, এই ধরনের খুনের রাজনীতি কেন করা হবে ? মমতার নাম না করে বলেন, "সিংহাসন আগলে রাখতেই এই সব কাজ করা হচ্ছে ?" একইসঙ্গে বিজেপির প্রশংসা করে তিনি বলেন, " রাজ্যে বিজেপি সরকার এলে আর কোনও ঝামেলা হবে না, কোনও সন্ত্রাস হবে না , কোনও হিংসা হবে না এটা গ্যারান্টি দিয়ে গেলাম । "

মিঠুনের বক্তব্য়

তাঁর অভিযোগ, "আমার প্রত্যেক দিন বেশ কয়েকটা র‍্যালি বাতিল করে দেওয়া হচ্ছে। কিন্তু আমাকে এভাবে আটকে রাখতে পারবে না । আমাকে যত আটকাবে আমি ততো ভিতরে ঢুকব ।" পাশাপাশি ভোটে জেতার ছ'মাসের মধ্য়েই সোনার বাংলা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.