ETV Bharat / state

গলসির বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, অভিযোগ তৃণমূলের দিকে - গলসির বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর

সোমবার দুপুরে তিনটে নাগাদ বুদবুদের কসবা মোড়ে কর্মিসভা করতে যাচ্ছিলেন গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস ৷

bengal election 2021
bengal election 2021
author img

By

Published : Apr 5, 2021, 10:33 PM IST

দুর্গাপুর,5 এপ্রিল : গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসের গাড়িতে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা । প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোড়া হয় । এতে গাড়ির কাচ ভেঙে যায় ৷ ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে ।

সোমবার দুপুরে তিনটে নাগাদ বুদবুদের কসবা মোড়ে কর্মিসভা করতে যাচ্ছিলেন গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস ৷ ঘাগড়া মোড়ের কাছে প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোড়া হয় ৷ ভেঙে যায় সামনের কাচ ৷ গোটা ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায় ৷ উত্তেজিত বিজেপি কর্মীরা বিক্ষোভ শুরু করে । বিজেপি পূর্ব বর্ধমান সদর জেলা সহ সভাপতি রমন শর্মার অভিযোগ, "পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল এই হিংসার রাস্তা নিয়েছে ।"

আরও পড়ুন : লোক নেই, শ্রীরামপুরে বাতিল জেপি নাড্ডার সভা

যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব । দলের নেতা দেবদাস বক্সী গোষ্ঠী দ্বন্দ্বের পাল্টা অভিযোগ করেছেন ।

গলসির বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর

দুর্গাপুর,5 এপ্রিল : গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসের গাড়িতে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা । প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোড়া হয় । এতে গাড়ির কাচ ভেঙে যায় ৷ ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে ।

সোমবার দুপুরে তিনটে নাগাদ বুদবুদের কসবা মোড়ে কর্মিসভা করতে যাচ্ছিলেন গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস ৷ ঘাগড়া মোড়ের কাছে প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোড়া হয় ৷ ভেঙে যায় সামনের কাচ ৷ গোটা ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায় ৷ উত্তেজিত বিজেপি কর্মীরা বিক্ষোভ শুরু করে । বিজেপি পূর্ব বর্ধমান সদর জেলা সহ সভাপতি রমন শর্মার অভিযোগ, "পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল এই হিংসার রাস্তা নিয়েছে ।"

আরও পড়ুন : লোক নেই, শ্রীরামপুরে বাতিল জেপি নাড্ডার সভা

যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব । দলের নেতা দেবদাস বক্সী গোষ্ঠী দ্বন্দ্বের পাল্টা অভিযোগ করেছেন ।

গলসির বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.