বর্ধমান, 17 এপ্রিল : বুথে যাওয়ার পথে বিজেপি এজেন্টদের বেধড়ক মারধরের অভিযোগ ৷ অভিযুক্ত তৃণমূল ৷ বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বিজেপি এজেন্টদের লাঠি লাঠপেটা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷
বিজেপির অভিযোগ, সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 70, 71, 72 ও 783 নম্বর বুথ রয়েছে ৷ ওই বুথগুলির বিজেপির এজেন্টদের মারধর করেছে তৃণমূল । বুথ যাওয়ার পথে গ্রামেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ ৷ এক বিজেপি এজেন্টকে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ৷ এই ঘটনায় অজিত সরকার ও অজিত সরেন নামের দুই বিজেপি এজেন্টকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আহত অজিত সরেন বলেন, "তৃণমূলের লোকেরা মেরেছে ৷ বিজেপি এজেন্টকে বুথে বসতে দেবে না ৷ আমাদের চার-পাঁচজনকে লাঠি দিয়ে মারে ৷ কেন্দ্রীয় বাহিনী থাকলে বুথে যাব ৷"