ETV Bharat / state

গ্রামবাসীদের ভোট দিতে বাধা, ধরণায় বিজেপি প্রার্থী - বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস

অভিযোগ, গলসির শিড়রাই গ্রামের 243 ও 244 নম্বর বুথে গ্রামবাসীদের একাংশকে ভোট দিয়ে দেয়নি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ তাঁদের নানাভাবে ভয় দেখানো হয় ৷ গত তিনি দিন ধরে তাঁদের ভয় দেখাচ্ছে দুষ্কৃতীরা ৷

গ্রামবাসীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে ধরণায় বিজেপি প্রার্থী
গ্রামবাসীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে ধরণায় বিজেপি প্রার্থী
author img

By

Published : Apr 22, 2021, 2:18 PM IST

Updated : Apr 22, 2021, 3:51 PM IST

গলসি, 22 এপ্রিল : গ্রামবাসীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ৷ প্রতিবাদে ধরণায় বসলেন বিজেপি প্রার্থী ৷ ঘটনাটি ঘটেছে গলসি বিধানসভা কেন্দ্রের শিড়রাই গ্রামে ৷

অভিযোগ, গলসির শিড়রাই গ্রামের 243 ও 244 নম্বর বুথে গ্রামবাসীদের একাংশকে ভোট দিয়ে দেয়নি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ তাঁদের নানাভাবে ভয় দেখানো হয় ৷ গত তিনি দিন ধরে তাঁদের ভয় দেখাচ্ছে দুষ্কৃতীরা ৷ আজ ভোটের দিন বেলা 12 টা পর্যন্ত ওই দুটি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র 10 শতাংশ ৷

গ্রামবাসীদের ভোট দিতে বাধা, ধরণায় বিজেপি প্রার্থী

এরপর এর প্রতিবাদে বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস ধরণায় বসেন ৷ বিকাশবাবুর আরও অভিযোগ, তাঁকেও ধরণা থেকে ওঠার জন্য হুমকি দেওয়া হয় ৷ এমনকি ধরণা থেকে না উঠলে বোমা মেরে তাঁকে হঠিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় দুষ্কৃতীরা ৷ যদিও পরে সেন্ট্রাল ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ সমস্ত ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে তাঁর ব্যবস্থাও করে কেন্দ্রীয় বাহিনী ৷

আরও পড়ুন : করোনা প্রতিরোধে কেন্দ্রের পরিকল্পনা কী ? জানতে চায় সুপ্রিম কোর্ট

গলসি, 22 এপ্রিল : গ্রামবাসীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ৷ প্রতিবাদে ধরণায় বসলেন বিজেপি প্রার্থী ৷ ঘটনাটি ঘটেছে গলসি বিধানসভা কেন্দ্রের শিড়রাই গ্রামে ৷

অভিযোগ, গলসির শিড়রাই গ্রামের 243 ও 244 নম্বর বুথে গ্রামবাসীদের একাংশকে ভোট দিয়ে দেয়নি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ তাঁদের নানাভাবে ভয় দেখানো হয় ৷ গত তিনি দিন ধরে তাঁদের ভয় দেখাচ্ছে দুষ্কৃতীরা ৷ আজ ভোটের দিন বেলা 12 টা পর্যন্ত ওই দুটি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র 10 শতাংশ ৷

গ্রামবাসীদের ভোট দিতে বাধা, ধরণায় বিজেপি প্রার্থী

এরপর এর প্রতিবাদে বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস ধরণায় বসেন ৷ বিকাশবাবুর আরও অভিযোগ, তাঁকেও ধরণা থেকে ওঠার জন্য হুমকি দেওয়া হয় ৷ এমনকি ধরণা থেকে না উঠলে বোমা মেরে তাঁকে হঠিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় দুষ্কৃতীরা ৷ যদিও পরে সেন্ট্রাল ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ সমস্ত ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে তাঁর ব্যবস্থাও করে কেন্দ্রীয় বাহিনী ৷

আরও পড়ুন : করোনা প্রতিরোধে কেন্দ্রের পরিকল্পনা কী ? জানতে চায় সুপ্রিম কোর্ট

Last Updated : Apr 22, 2021, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.