ETV Bharat / state

তৃণমূল প্রার্থীর উপর হামলা, গ্রেফতার 5 বিজেপি কর্মী - রায়নার মাধবডিহি থানার বড়বৈনান এলাকা

শনিবার দুপুর নাগাদ রায়নার মাধবডিহি থানার বড়বৈনান এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রায়না বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শম্পা ধাড়া । অভিযোগ, মিছিল চলাকালীন প্রার্থী ও তাঁর সমর্থকদের উপরে তির, ধনুক, টাঙি নিয়ে হামলা চালায় বিজেপি কর্মী-সমর্থকরা । অল্পের জন্য তিরের আঘাত থেকে রক্ষা পান শম্পা ধাড়া ।

গ্রেফতার 5 বিজেপি কর্মী
গ্রেফতার 5 বিজেপি কর্মী
author img

By

Published : Apr 4, 2021, 9:26 PM IST

রায়না, 4 এপ্রিল : রায়নায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শম্পা ধাড়ার উপর হামলার অভিযোগ ৷ পাঁচ বিজেপি কর্মীকে গ্রেফতার করল মাধবডিহি থানার পুলিশ । রবিবার ধৃত পাঁচ জনকে বর্ধমান জেলা আদালতে তোলা হয় । তাদের জেল হেপাজতে পাঠায় আদালত ।

প্রসঙ্গত, শনিবার দুপুর নাগাদ রায়নার মাধবডিহি থানার বড়বৈনান এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রায়না বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শম্পা ধাড়া । অভিযোগ, মিছিল চলাকালীন প্রার্থী ও তাঁর সমর্থকদের উপরে তির, ধনুক, টাঙি নিয়ে হামলা চালায় বিজেপি কর্মী-সমর্থকরা । অল্পের জন্য তিরের আঘাত থেকে রক্ষা পান শম্পা ধাড়া । টাঙির আঘাতে এক কর্মীর মাথা ফেটে যায় । ঘটনায় তিনজন দলীয় কর্মী আহত হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল ।
আরও পড়ুন : নন্দীগ্রাম নিয়ে ‘অসত্য়’ অভিযোগ মমতার, ভর্ৎসনা কমিশনের

যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ বিজেপির দাবি, পুরো ঘটনাটি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের ফল । এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই । ঘটনায় মাধবডিহি থানার পুলিশ পাঁচ বিজেপি কর্মীকে গ্রেফতার করে ।

রায়না, 4 এপ্রিল : রায়নায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শম্পা ধাড়ার উপর হামলার অভিযোগ ৷ পাঁচ বিজেপি কর্মীকে গ্রেফতার করল মাধবডিহি থানার পুলিশ । রবিবার ধৃত পাঁচ জনকে বর্ধমান জেলা আদালতে তোলা হয় । তাদের জেল হেপাজতে পাঠায় আদালত ।

প্রসঙ্গত, শনিবার দুপুর নাগাদ রায়নার মাধবডিহি থানার বড়বৈনান এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রায়না বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শম্পা ধাড়া । অভিযোগ, মিছিল চলাকালীন প্রার্থী ও তাঁর সমর্থকদের উপরে তির, ধনুক, টাঙি নিয়ে হামলা চালায় বিজেপি কর্মী-সমর্থকরা । অল্পের জন্য তিরের আঘাত থেকে রক্ষা পান শম্পা ধাড়া । টাঙির আঘাতে এক কর্মীর মাথা ফেটে যায় । ঘটনায় তিনজন দলীয় কর্মী আহত হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল ।
আরও পড়ুন : নন্দীগ্রাম নিয়ে ‘অসত্য়’ অভিযোগ মমতার, ভর্ৎসনা কমিশনের

যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ বিজেপির দাবি, পুরো ঘটনাটি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের ফল । এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই । ঘটনায় মাধবডিহি থানার পুলিশ পাঁচ বিজেপি কর্মীকে গ্রেফতার করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.