ETV Bharat / state

Burdwan University: পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতার বাড়িতে টাকা উদ্ধারের ছবি দিয়ে ব্যানার - Banner with cash recovery photo of Partha closer Arpitas house at burdwan university

এসএসসি নিয়োগে দুর্নীতি কাণ্ডের আঁচ কী তবে এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে (Burdwan University)? পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার ছবি দিয়ে ব্যানার পড়ল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ৷

The University of Burdwan
বর্ধমান বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Jul 27, 2022, 10:52 PM IST

বর্ধমান, 27 জুলাই: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে টাঙানো একটি ব্যানারকে ঘিরে বিতর্ক(Banner with cash recovery photo of Partha closer Arpitas house at burdwan university)৷ যে ব্যানার ঝোলানো হয়েছে তাতে লেখা আছে ছিঃ ছিঃ ছিঃ ছিঃ। এই লজ্জা আমার, এই লজ্জা তোমার, এই লজ্জা আমাদের সবার । সেই লেখার একপাশে কোটি কোটি টাকা বান্ডিলের ছবি দেওয়া আছে, যে টাকা উদ্ধার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ।

বুধবার সন্ধে নাগাদ গোলাপবাগ ক্যাম্পাসের হিউম্যানিটিজ বিল্ডিংয়ের সামনে এই ব্যানারকে ঘিরে শুরু হয়েছে শোরগোল । তবে কে বা কারা এই কাজ করেছে তা এখনও জানা যায়নি ৷ যদিও এই ব্যানার নিয়ে অবশ্য তৃণমূল ছাত্র পরিষদ কোনও প্রতিক্রিয়া দিতে চাইনি ৷

আরও পড়ুন : কলেজ সার্ভিসে 122 জনের 'অবৈধ নিয়োগের' তালিকা জমা পড়ল মুখ্যমন্ত্রীর দফতরে

প্রসঙ্গত, 'ঘনিষ্ঠ' বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 22 কোটি টাকা উদ্ধারের পর এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী ও তৃণমূলে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি । গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও । অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে 22 কোটি টাকা উদ্ধারের পর তাঁর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে বুধবার 15 কোটি টাকা উদ্ধার করে ইডি ৷

এদিনই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার ছবি দিয়ে ব্যানার দেখা যায় ৷ তাতেই শুরু হয়েছে বিতর্ক ৷

আরও পড়ুন : 20 কোটি টাকা, 1 কোটির সোনার বাট ! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও 'কুবেরের ধন'

বর্ধমান, 27 জুলাই: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে টাঙানো একটি ব্যানারকে ঘিরে বিতর্ক(Banner with cash recovery photo of Partha closer Arpitas house at burdwan university)৷ যে ব্যানার ঝোলানো হয়েছে তাতে লেখা আছে ছিঃ ছিঃ ছিঃ ছিঃ। এই লজ্জা আমার, এই লজ্জা তোমার, এই লজ্জা আমাদের সবার । সেই লেখার একপাশে কোটি কোটি টাকা বান্ডিলের ছবি দেওয়া আছে, যে টাকা উদ্ধার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ।

বুধবার সন্ধে নাগাদ গোলাপবাগ ক্যাম্পাসের হিউম্যানিটিজ বিল্ডিংয়ের সামনে এই ব্যানারকে ঘিরে শুরু হয়েছে শোরগোল । তবে কে বা কারা এই কাজ করেছে তা এখনও জানা যায়নি ৷ যদিও এই ব্যানার নিয়ে অবশ্য তৃণমূল ছাত্র পরিষদ কোনও প্রতিক্রিয়া দিতে চাইনি ৷

আরও পড়ুন : কলেজ সার্ভিসে 122 জনের 'অবৈধ নিয়োগের' তালিকা জমা পড়ল মুখ্যমন্ত্রীর দফতরে

প্রসঙ্গত, 'ঘনিষ্ঠ' বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 22 কোটি টাকা উদ্ধারের পর এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী ও তৃণমূলে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি । গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও । অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে 22 কোটি টাকা উদ্ধারের পর তাঁর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে বুধবার 15 কোটি টাকা উদ্ধার করে ইডি ৷

এদিনই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার ছবি দিয়ে ব্যানার দেখা যায় ৷ তাতেই শুরু হয়েছে বিতর্ক ৷

আরও পড়ুন : 20 কোটি টাকা, 1 কোটির সোনার বাট ! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও 'কুবেরের ধন'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.