ভাতার, 9 অগস্ট : ভাতার বাজার থেকে গ্রেফতার এক বাংলাদেশী অনুপ্রবেশকারী । রবিবার তাকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয় । ধৃতের নাম ওসমান আলি । তার বাড়ি বাংলাদেশের খুলনায় ঝেরাইদাহ জেলার কাগমারি গ্রামে । ধৃতকে 20 অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।
শনিবার বিকেলে ভাতার থানার পুলিশ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছি । সেই সময় লাল গেঞ্জি ও লুঙ্গি পড়ে এক যুবক সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল । তাকে ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে । পুলিশ জানতে পারে তার বাড়ি বাংলাদেশের খুলনা ডিভিশনে । কিন্তু কোনও কাগজপত্র দেখাতে পারেনি । সেইসঙ্গে কেন ও কীভাবে এদেশে আসা, সেই বিষয়েও কিছু বলতে পারেনি । এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ ।
ভাতার থানার পুলিশ জানিয়েছে, বাংলাদেশের বাসিন্দা ওসমান আলি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে । সে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । সে কেন এখানে এসেছে, তার সঙ্গে আর কেউ এসেছে কি না, কীভাবে সে কাগজপত্র ছাড়াই এদেশে ঢুকে পড়ল, সেই সব খতিয়ে দেখছে পুলিশ ।