গলসি, 5 অক্টোবর: গরুর লেজ ধরে দামোদর নদ পারাপার করার সময় হাত ফসকে লেজ ছেড়ে যাওয়ায় দামোদরের জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি ৷ নিখোঁজ ব্যক্তির নাম সখা রুইদাস (60)। বাড়ি গলসির গোহগ্রাম পঞ্চায়েতের সোঁদা গ্রামে। বৃহস্পতিবার বেলার দিকে দুর্ঘটনাটি ঘটেছে গলসির দামোদর নদের শিকারপুর এলাকায়।
স্থানীয় ও নিখোঁজ ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, গলসির শিকারপুর এলাকায় দামোদর নদের মাঝখানে চর আছে। ওই চর ধরে উত্তর দিক থেকে দামোদর নদ পারাপার করে গ্রামের মানুষজন বাজারহাট ও অন্যান্য কাজে যাতায়াত করেন। কিন্তু কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে দামোদর নদের জলস্তর ক্রমেই বেড়ে চলেছে। এদিকে কয়েকদিন বৃষ্টি হওয়ায় গরু নিয়ে সমস্যায় পড়েন গ্রামবাসী সখা রুইদাস। পেশায় খেতমজুর সখা গরুর খাবার জোগাড় করতে পারছিলেন না বলে জানা গিয়েছে। এদিন তিনি গরুকে ঘাস খাওয়ানোর জন্য নদীর চর বরাবর লেজ ধরে দামোদর পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু জল একটু বেশি থাকায় গরুর লেজ হাত ছেড়ে যায়। ফলে গরু পাড়ে উঠে গেলেও ওই ব্যক্তি তলিয়ে যায়। এরপর গ্রামবাসীরা পুলিশে খবর দেয়। দামোদর নদে নামানো হয় ডুবুরিও। কিন্তু সখা রুইদাসের খোঁজ মেলেনি।
প্রত্যক্ষদর্শী মানিক লোহার বলেন, "দেখলাম এক ব্যক্তি গরু দিয়ে দামোদর নদ পারাপার করছিল। কিছুটা দূরে যাওয়ার পরে আমরা বলতে থাকি গরু নিয়ে উঠে আসতে। হঠাৎ দেখলাম তার হাত থেকে গরুর লেজ ছেড়ে যায়। গরু পাড়ে উঠে যায়। কিন্তু ওই ব্যক্তি ভেসে যায়। তার হাতের লাঠি জলে ভাসতে থাকে। স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তার খোঁজ মেলেনি।"
গলসির গোহগ্রাম এলাকার বাসিন্দা মেহবুব আলম মিদ্যা বলেন, "এই গ্রামেরই বাসিন্দা সখা রুইদাস পেশায় খেতমজুর। চার-পাঁচ দিন ধরে দামোদর নদের জল বেড়েছে। এদিন সকালে গরু নিয়ে দামোদর নদ পার হওয়ার চেষ্টা করছিল সে। দামোদরের চরের মাঝের মানা এলাকায় গরুর লেজ ধরে যাওয়ার সময় হঠাৎ তার হাত থেকে লেজ ছেড়ে যায়। তখন সে নদীর জলে হাবুডুবু খেতে থাকে। তা দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রশাসনকে খবর দেয়। ডুবুরি আনা হয়। কিন্তু তার খোঁজ মেলেনি।"
আরও পড়ুন: আচমকা 13 তলায় ঢুকে হনুমানের 'নবান্ন অভিযান' ! রাম-রাজ্য প্রতিষ্ঠার বার্তা, বলছে বিজেপি
নিখোঁজ ব্যক্তির ছেলে বাপি রুইদাস বলেন, "গত চার-পাঁচদিন ধরে বৃষ্টি হচ্ছে। ফলে গরুর ঠিকমতো খাবার জুটছে না। এদিন তাই গরুর খাবারের খোঁজে বাবা যায়। তার সঙ্গে আরও দু'জন ছিল। গরু নিয়ে নদী পার হওয়ার সময় গোরুর লেজ হাত থেকে ছেড়ে গেলে জলের তোড়ে তিনি ভেসে যান ৷ বাকি দু'জন উঠতে পারলেও বাবা উঠতে পারেনি।"