ETV Bharat / state

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ - Burdwan

ভাতারে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হল এক বৃদ্ধকে ।

প্রতীকী ছবি
author img

By

Published : Aug 18, 2019, 9:23 PM IST

ভাতার, 18 অগাস্ট : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে । অভিযুক্তের নাম গোলাম শেখ (72) । ঘটনাটি ভাতারের । নাবালিকার পরিবারের তরফে ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । অন্যদিকে, রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে ভাতার গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসকরা পরে তাকে বর্ধমান মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করেন ।

ভাতারের বাসিন্দা গোলাম শেখ । তার স্ত্রী মারা গেছে অনেক দিন আগে । অবিবাহিত এক মেয়েকে নিয়ে একাই থাকত । শুক্রবার সকালে বাড়ির পাশে খেলা করছিল ওই নাবালিকা । সেই সময় বাড়িতে একাই ছিল গোলাম । অভিযোগ, সেইসময় নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে তার ওপর যৌন নির্যাতন করে । ঘটনার কথা বাড়িতে এসে জানাতেই গোলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার ।

ধৃতকে সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান আদালত ।

ভাতার, 18 অগাস্ট : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে । অভিযুক্তের নাম গোলাম শেখ (72) । ঘটনাটি ভাতারের । নাবালিকার পরিবারের তরফে ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । অন্যদিকে, রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে ভাতার গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসকরা পরে তাকে বর্ধমান মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করেন ।

ভাতারের বাসিন্দা গোলাম শেখ । তার স্ত্রী মারা গেছে অনেক দিন আগে । অবিবাহিত এক মেয়েকে নিয়ে একাই থাকত । শুক্রবার সকালে বাড়ির পাশে খেলা করছিল ওই নাবালিকা । সেই সময় বাড়িতে একাই ছিল গোলাম । অভিযোগ, সেইসময় নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে তার ওপর যৌন নির্যাতন করে । ঘটনার কথা বাড়িতে এসে জানাতেই গোলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার ।

ধৃতকে সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান আদালত ।

Intro:শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার বৃদ্ধ

সন্তোষ দাস, ভাতার


ফাঁকা বাড়িতে ফুসলিয়ে নিয়ে গিয়ে এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে ধৃতের নাম গোলাম শেখ(৭২)। তাঁর বাড়ি ভাতারের বালসিডাঙ্গা গ্রামে। শনিবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয় । নির্যাতিতা শিশুটি বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
স্থানীয় সুত্রে জানা গেছে, ভাতারের বালসিডাঙ্গা গ্রামের শেখ পাড়ায় বাড়ি গোলাম শেখের । তাঁর স্ত্রী অনেক দিন আগেই মারা গেছেন । অবিবাহিত এক মেয়েকে নিয়ে থাকেন গোলাম । অন্যদিকে নির্যাতিতা শিশুটির বাবা জনমজুরির কাজ করেন। গোলামের বাড়ির পাশেই তাঁদের বাড়ি ।
জানা গেছে, ঘটনাটি ঘটে শুক্রবার সকালে । ওইদিন শিশুটি তাদের বাড়ির পাশে খেলা করছিল । বাড়িতে একাই ছিলেই গোলাম । সেই সময় শিশুটিকে নিজের বাড়িতে ঢেকে নিয়ে এসে ওই বৃদ্ধ তার যৌন নিগ্রহ করে বলে অভিযোগ । শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে ঘটনার কথা জানায় । এরপর পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাতার গ্রামীন হাসপাতালে ভর্তি করে । পরে শিশুটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে গোলাম শেখকে গ্রেফতার করে পুলিশ।Body:শিশুকে যৌন Conclusion:নির্যাতন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.