ভাতার, 18 অগাস্ট : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে । অভিযুক্তের নাম গোলাম শেখ (72) । ঘটনাটি ভাতারের । নাবালিকার পরিবারের তরফে ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । অন্যদিকে, রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে ভাতার গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসকরা পরে তাকে বর্ধমান মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করেন ।
ভাতারের বাসিন্দা গোলাম শেখ । তার স্ত্রী মারা গেছে অনেক দিন আগে । অবিবাহিত এক মেয়েকে নিয়ে একাই থাকত । শুক্রবার সকালে বাড়ির পাশে খেলা করছিল ওই নাবালিকা । সেই সময় বাড়িতে একাই ছিল গোলাম । অভিযোগ, সেইসময় নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে তার ওপর যৌন নির্যাতন করে । ঘটনার কথা বাড়িতে এসে জানাতেই গোলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার ।
ধৃতকে সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান আদালত ।