ETV Bharat / state

Online Bomb Sell : অনলাইনে বোমা বিক্রির অভিযোগ, কাটোয়া থেকে গ্রেফতার 1 - অনলাইনে বোমা বিক্রির অভিযোগ

বোমা বিক্রি, তাও আবার অনলাইন (Online Bomb Sell)৷ এই অভিযোগেই কাটোয়া থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ ৷

katwa
অনলাইনে বোমা বিক্রির অভিযোগে ধৃত
author img

By

Published : May 31, 2022, 9:51 PM IST

কাটোয়া, 31 মে : অনলাইনে বোমা বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ (Arrest 1 for Allegations of Selling Bombs in Online)। ধৃত যুবকের নাম মকবুল শেখ । অভিযোগ বোমা তৈরির পর বিভিন্ন ব্যক্তিকে সেই ছবি তুলে তাদের কাছে বোমা পাঠাতো । তারপর দরদাম ঠিক হলে নির্দিষ্ট ঠিকানায় অনলাইনে সেই বোমা পাঠিয়ে দেওয়ার কাজ করত ধৃত মকবুল । ধৃতকে জেরা করে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ ।

কাটোয়া 2 নং ব্লকের সিঙ্গি পঞ্চায়েতের মূলটি গ্রামে মকবুল শেখ ওরফে টোটন শেখের বাড়ির শৌচালয়ের ছাদ থেকে পুলিশ সুতলি ও কৌটো বোমা উদ্ধার করে । সেই বোমাগুলো কোথায়, কীভাবে তৈরি করা হত এবং বর্ধমানের কাটোয়া ছাড়াও আর কোন কোন জেলায় এর জাল ছড়িয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ । মূলত সুতলি বোমা 250 টাকায় এবং কৌটো বোমা 450 টাকায় বিক্রি করা হত বলে পুলিশ সূত্রে খবর ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কিছুদিন আগে মন্তেশ্বরের তেঁতুলিয়া গ্রাম থেকে মকবুল শেখ কাটোয়ার গ্রামে বাড়ি করে বসবাস শুরু করেন । এর আগে তার কেরালায় যাতায়াত ছিল বলে জানা গিয়েছে । তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত কারবার চালানোরও অভিযোগ আছে । মঙ্গলবার মকবুলকে আদালতে তোলা হলে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে ।

কাটোয়া, 31 মে : অনলাইনে বোমা বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ (Arrest 1 for Allegations of Selling Bombs in Online)। ধৃত যুবকের নাম মকবুল শেখ । অভিযোগ বোমা তৈরির পর বিভিন্ন ব্যক্তিকে সেই ছবি তুলে তাদের কাছে বোমা পাঠাতো । তারপর দরদাম ঠিক হলে নির্দিষ্ট ঠিকানায় অনলাইনে সেই বোমা পাঠিয়ে দেওয়ার কাজ করত ধৃত মকবুল । ধৃতকে জেরা করে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ ।

কাটোয়া 2 নং ব্লকের সিঙ্গি পঞ্চায়েতের মূলটি গ্রামে মকবুল শেখ ওরফে টোটন শেখের বাড়ির শৌচালয়ের ছাদ থেকে পুলিশ সুতলি ও কৌটো বোমা উদ্ধার করে । সেই বোমাগুলো কোথায়, কীভাবে তৈরি করা হত এবং বর্ধমানের কাটোয়া ছাড়াও আর কোন কোন জেলায় এর জাল ছড়িয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ । মূলত সুতলি বোমা 250 টাকায় এবং কৌটো বোমা 450 টাকায় বিক্রি করা হত বলে পুলিশ সূত্রে খবর ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কিছুদিন আগে মন্তেশ্বরের তেঁতুলিয়া গ্রাম থেকে মকবুল শেখ কাটোয়ার গ্রামে বাড়ি করে বসবাস শুরু করেন । এর আগে তার কেরালায় যাতায়াত ছিল বলে জানা গিয়েছে । তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত কারবার চালানোরও অভিযোগ আছে । মঙ্গলবার মকবুলকে আদালতে তোলা হলে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Arms Recovered from Burdwan : বর্ধমানে অস্ত্র, গুলি-সহ 34টি বোমা উদ্ধার, গ্রেফতার 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.