ETV Bharat / state

নাবালিকা হেনস্থায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি অগ্নিমিত্রার

author img

By

Published : Aug 14, 2020, 9:20 AM IST

বর্ধমানে নাবালিকাকে হেনস্থার প্রতিবাদে সরব হয়েছে BJP নেতৃত্ব । আগামী 48 ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় BJP নেতৃত্ব । BJP-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পলের অভিযোগ , হরেকৃষ্ণ মণ্ডল নামে ওই ব্যক্তি তৃণমূল সমর্থক । তাই অভিযোগের পরও তাকে গ্রেপ্তার করছে না পুলিশ । অথচ , BJP-র কর্মী সমর্থকদের একের পর মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে ।

Agnimitra Paul
S P দপ্তরে অগ্নিমিত্রা পল

শক্তিগড় , 14 অগাস্ট : বর্ধমানে ছয় বছরের নাবালিকাকে হেনস্থার অভিযোগ । ঘটনায় হরেকৃষ্ণ মণ্ডল নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার । অভিযোগ , পাঁচদিন কেটে যাওয়ার পরেও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ । ঘটনার প্রতিবাদে বুধবার পূর্ব বর্ধমান জেলা BJP নেতৃত্বের পক্ষ থেকে শক্তিগড় থানায় অভিযোগ জানানো হয় | এরপরই গতকাল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন BJP-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল । ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পূর্ব বর্ধমান S P দপ্তরে যান তিনি ।


অভিযোগ , কয়েকদিন আগে ছয় বছরের এক নাবালিকা ও তার 11 বছরের দিদিকে পেয়ারার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় হরেকৃষ্ণ মণ্ডল নামে এক প্রতিবেশী । দিদি সেখান থেকে পালিয়ে এলেও নাবালিকাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ পরিবারের । গত 8 অগাস্ট পরিবারের পক্ষ থেকে শক্তিগড় থানায় অভিযোগ করার পাঁচদিন অতিক্রান্ত হয়ে গেলেও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেনি পুলিশ । এই ঘটনার প্রতিবাদে বুধবার পূর্ব বর্ধমান জেলা BJP নেতৃত্বের পক্ষ থেকে শক্তিগড় থানায় অভিযোগ জানানো হয় | আগামী 48 ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় BJP নেতৃত্ব । এরপরই বৃহস্পতিবার BJP-র রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল পূর্ব বর্ধমানে আসেন । প্রথমে তিনি নির্যাতিতার বাড়িতে যান । সেখানে তিনি বলেন , " ছয় বছরের নাবালিকার সঙ্গে এলাকার এক প্রৌঢ় ব্যক্তির এই ধরনের আচরণ মেনে নেওযা যায় না । তৃণমূল সরকারের আমলে এই ধরনের অসামাজিক কাজ প্রতিনিয়ত ঘটেই চলেছে । মাননীয়া মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনাকে ছোটো ঘটনা বলে এড়িয়ে যান । হরেকৃষ্ণ মণ্ডল নামে ওই ব্যক্তি তৃণমূল সমর্থক । তাই অভিযোগের পরও তাকে গ্রেপ্তার করছে না পুলিশ । অথচ , BJP-র কর্মী সমর্থকদের একের পর মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে । "

তিনি আরও বলেন , "রাজ্যজুড়ে এই ধরনের ঘটনা দিনে পর দিন বেড়েই চলেছে । তৃণমূলের উচ্চ নেতৃত্ব দলের নিচুতলার কর্মীদের কাটমানি নেওয়া , চাল চুরি করার পাশাপাশি ধর্ষণের মতো কাজ করতে উৎসাহিত করছে বলে মনে হয় । "

এরপর BJP-র সভানেত্রী-সহ BJP-র একটি দল পূর্ব বর্ধমানে S P-র অফিসে যান । গোটা কার্জনগেট চত্বরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় । সেখানে BJP সদস্যদের গাড়ি পৌঁছলে , পুলিশ তাঁদের বাধা দেয় । পরে কেবলমাত্র সভনেত্রীর গাড়িটিকেই ঢুকতে দেওযা হয় । সভানেত্রী অগ্নিমিত্রা পাল-সহ কয়েকজন সদস্য DSP সৌভিক পাত্রের সঙ্গে দেখা করেন । ওই নাবালিকাকে যৌন হেনস্থায় অভিযুক্ত হরেকৃষ্ণ মণ্ডলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক । কোনও মোবাইল ব্যবহার না করায় ব্যক্তির সন্ধান পেতে অসুবিধা হচ্ছে । অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে ।

শক্তিগড় , 14 অগাস্ট : বর্ধমানে ছয় বছরের নাবালিকাকে হেনস্থার অভিযোগ । ঘটনায় হরেকৃষ্ণ মণ্ডল নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার । অভিযোগ , পাঁচদিন কেটে যাওয়ার পরেও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ । ঘটনার প্রতিবাদে বুধবার পূর্ব বর্ধমান জেলা BJP নেতৃত্বের পক্ষ থেকে শক্তিগড় থানায় অভিযোগ জানানো হয় | এরপরই গতকাল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন BJP-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল । ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পূর্ব বর্ধমান S P দপ্তরে যান তিনি ।


অভিযোগ , কয়েকদিন আগে ছয় বছরের এক নাবালিকা ও তার 11 বছরের দিদিকে পেয়ারার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় হরেকৃষ্ণ মণ্ডল নামে এক প্রতিবেশী । দিদি সেখান থেকে পালিয়ে এলেও নাবালিকাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ পরিবারের । গত 8 অগাস্ট পরিবারের পক্ষ থেকে শক্তিগড় থানায় অভিযোগ করার পাঁচদিন অতিক্রান্ত হয়ে গেলেও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেনি পুলিশ । এই ঘটনার প্রতিবাদে বুধবার পূর্ব বর্ধমান জেলা BJP নেতৃত্বের পক্ষ থেকে শক্তিগড় থানায় অভিযোগ জানানো হয় | আগামী 48 ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় BJP নেতৃত্ব । এরপরই বৃহস্পতিবার BJP-র রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল পূর্ব বর্ধমানে আসেন । প্রথমে তিনি নির্যাতিতার বাড়িতে যান । সেখানে তিনি বলেন , " ছয় বছরের নাবালিকার সঙ্গে এলাকার এক প্রৌঢ় ব্যক্তির এই ধরনের আচরণ মেনে নেওযা যায় না । তৃণমূল সরকারের আমলে এই ধরনের অসামাজিক কাজ প্রতিনিয়ত ঘটেই চলেছে । মাননীয়া মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনাকে ছোটো ঘটনা বলে এড়িয়ে যান । হরেকৃষ্ণ মণ্ডল নামে ওই ব্যক্তি তৃণমূল সমর্থক । তাই অভিযোগের পরও তাকে গ্রেপ্তার করছে না পুলিশ । অথচ , BJP-র কর্মী সমর্থকদের একের পর মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে । "

তিনি আরও বলেন , "রাজ্যজুড়ে এই ধরনের ঘটনা দিনে পর দিন বেড়েই চলেছে । তৃণমূলের উচ্চ নেতৃত্ব দলের নিচুতলার কর্মীদের কাটমানি নেওয়া , চাল চুরি করার পাশাপাশি ধর্ষণের মতো কাজ করতে উৎসাহিত করছে বলে মনে হয় । "

এরপর BJP-র সভানেত্রী-সহ BJP-র একটি দল পূর্ব বর্ধমানে S P-র অফিসে যান । গোটা কার্জনগেট চত্বরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় । সেখানে BJP সদস্যদের গাড়ি পৌঁছলে , পুলিশ তাঁদের বাধা দেয় । পরে কেবলমাত্র সভনেত্রীর গাড়িটিকেই ঢুকতে দেওযা হয় । সভানেত্রী অগ্নিমিত্রা পাল-সহ কয়েকজন সদস্য DSP সৌভিক পাত্রের সঙ্গে দেখা করেন । ওই নাবালিকাকে যৌন হেনস্থায় অভিযুক্ত হরেকৃষ্ণ মণ্ডলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক । কোনও মোবাইল ব্যবহার না করায় ব্যক্তির সন্ধান পেতে অসুবিধা হচ্ছে । অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.