ETV Bharat / state

Abhishek Banerjee: বৃষ্টিতে 'চায়ে উইথ পকোড়া' পে চর্চায় অভিষেক, সঙ্গে গ্রামবাসীরা - ঝড়বৃষ্টি

ঝড়-বৃষ্টির সন্ধ্যায় হঠাৎই চায়ের দোকানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ খেলেন গরম গরম পকোড়া ৷ শুনলেন গ্রামবাসীদের কথাও ৷

Abhishek Banerjee
চায় উইথ পকোড়া পে চর্চায় অভিষেক সঙ্গে গ্রামবাসীরা
author img

By

Published : May 16, 2023, 10:52 AM IST

'চায়ে উইথ পকোড়া' পে চর্চায় অভিষেক

পূর্ব বর্ধমান, 16 মে: সোমবার বিকেল থেকে পূর্ব বর্ধমান জেলাজুড়ে শুরু হয় ঝড়-বৃষ্টি। তখন ভাতারে রোড শো করছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাতার থেকে তিনি যখন আউশগ্রামের দিকে যাচ্ছিলেন তখন ঝড়-বৃষ্টির কারণে তাঁর কনভয় আটকে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে ঝড়-বৃষ্টি থামলে তিনি আউশগ্রামে যান। সেখানে রোড শো করেন। সেখান থেকে মানকর গ্রামে যাওয়ার সময় একটা চায়ের দোকানে ঢুকে পড়েন অভিষেক। চায়ের দোকানে ঢুকেই জিজ্ঞাসা করেন চা আছে কি না।

দোকানে বসে চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতেই গ্রামবাসীদের ডেকে নিয়ে কথা বলতে শুরু করেন। দোকানদার তাঁর হাতে পকোড়ার ঠোঙা তুলে দিলে তিনি একটা পকোড়া তুলে নিয়ে বাকি পকোড়া পাশে থাকা গ্রামবাসীদের হাতে দেন। দোকানদারকে বলেন সকলকে চা দেওয়ার জন্য। গ্রামবাসীরা গ্রামে জলকষ্টের কথা তাঁকে শোনান। বিশেষ করে গ্রীষ্মকালে জলস্তর নেমে যাওয়ায় তাঁদের খুব অসুবিধায় পড়তে হয় ৷ এলাকায় ডিপ টিউবওয়েল বসানোর দাবি জানিয়েছেন তাঁরা। চা আর পকোড়া খেতে খেতে তিনি গ্রামবাসীদের কথা শোনেন। কেউ কেউ সেই সময় সেলফি তুলতে শুরু করেন। গ্রামবাসীদের গলা ধরে তিনি ছবির পোজও দেন।

আরও পড়ুন: জামালপুরে ভোট লুটের অভিযোগ, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

এদিন গ্রামবাসীদের কাছ থেকে পঞ্চায়েত কীভাবে চলছে, গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে পরিষেবা পান কি না, পঞ্চায়েতে গিয়ে কী কী সমস্যায় পড়তে হয় সব কিছুর খোঁজ খবর নেন। যদি অভিযোগ থাকে তাহলে যেন নির্ভয়ে তাঁরা সেই কথা বলেন। গ্রামবাসীদের আশ্বাস দিয়ে নির্ভয়ে কথা বলতে বলেন। পাশাপাশি স্থানীয় হাসপাতাল সম্পর্কেও খবরাখবর নেন। গ্রামবাসীরা মূলত জলকষ্টের কথা তুলে ধরেন। আর সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেককে কাছে পেয়ে রীতিমতো আপ্লুত গ্রামবাসীরা। এইভাবে মানুষের মধ্যে মিশে গিয়ে তিনি যে সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেবেন ভাবতেই পারছেন না গ্রামবাসীরা।

'চায়ে উইথ পকোড়া' পে চর্চায় অভিষেক

পূর্ব বর্ধমান, 16 মে: সোমবার বিকেল থেকে পূর্ব বর্ধমান জেলাজুড়ে শুরু হয় ঝড়-বৃষ্টি। তখন ভাতারে রোড শো করছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাতার থেকে তিনি যখন আউশগ্রামের দিকে যাচ্ছিলেন তখন ঝড়-বৃষ্টির কারণে তাঁর কনভয় আটকে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে ঝড়-বৃষ্টি থামলে তিনি আউশগ্রামে যান। সেখানে রোড শো করেন। সেখান থেকে মানকর গ্রামে যাওয়ার সময় একটা চায়ের দোকানে ঢুকে পড়েন অভিষেক। চায়ের দোকানে ঢুকেই জিজ্ঞাসা করেন চা আছে কি না।

দোকানে বসে চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতেই গ্রামবাসীদের ডেকে নিয়ে কথা বলতে শুরু করেন। দোকানদার তাঁর হাতে পকোড়ার ঠোঙা তুলে দিলে তিনি একটা পকোড়া তুলে নিয়ে বাকি পকোড়া পাশে থাকা গ্রামবাসীদের হাতে দেন। দোকানদারকে বলেন সকলকে চা দেওয়ার জন্য। গ্রামবাসীরা গ্রামে জলকষ্টের কথা তাঁকে শোনান। বিশেষ করে গ্রীষ্মকালে জলস্তর নেমে যাওয়ায় তাঁদের খুব অসুবিধায় পড়তে হয় ৷ এলাকায় ডিপ টিউবওয়েল বসানোর দাবি জানিয়েছেন তাঁরা। চা আর পকোড়া খেতে খেতে তিনি গ্রামবাসীদের কথা শোনেন। কেউ কেউ সেই সময় সেলফি তুলতে শুরু করেন। গ্রামবাসীদের গলা ধরে তিনি ছবির পোজও দেন।

আরও পড়ুন: জামালপুরে ভোট লুটের অভিযোগ, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

এদিন গ্রামবাসীদের কাছ থেকে পঞ্চায়েত কীভাবে চলছে, গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে পরিষেবা পান কি না, পঞ্চায়েতে গিয়ে কী কী সমস্যায় পড়তে হয় সব কিছুর খোঁজ খবর নেন। যদি অভিযোগ থাকে তাহলে যেন নির্ভয়ে তাঁরা সেই কথা বলেন। গ্রামবাসীদের আশ্বাস দিয়ে নির্ভয়ে কথা বলতে বলেন। পাশাপাশি স্থানীয় হাসপাতাল সম্পর্কেও খবরাখবর নেন। গ্রামবাসীরা মূলত জলকষ্টের কথা তুলে ধরেন। আর সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেককে কাছে পেয়ে রীতিমতো আপ্লুত গ্রামবাসীরা। এইভাবে মানুষের মধ্যে মিশে গিয়ে তিনি যে সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেবেন ভাবতেই পারছেন না গ্রামবাসীরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.