পূর্ব বর্ধমান, ৭ মে: ভাসুর বিজেপির বুথ এজেন্ট হওয়ায় তাঁর ভাইয়ের স্ত্রীকে প্রকাশ্যে রাস্তার উপর দাঁড় করিয়ে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেত্রীর বিরুদ্ধে । শুধু তাই নয় ওই তৃণমূল নেত্রীকে আঙুল তুলে হুমকি দিতেও শোনা গেছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই পূর্ব বর্ধমান শহরজুড়ে নিন্দার ঝড় উঠেছে । যদিও ইটিভি ভারত ভিডিওর সত্যতা যাচাই করেনি ।
যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই বৈকুণ্ঠপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা স্থানীয় তৃণমূল নেত্রী মিতা দাস অভিযোগ অস্বীকার করেছেন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান উত্তর বিধানসভার ৩১ নং বুথের এজেন্ট ছিলেন এক বিজেপি কর্মী । বুধবার কানাইনাটশাল এলাকা দিয়ে ওই বিজেপি কর্মীর ভাইয়ের স্ত্রী মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন । তখন তৃণমূলের নেতা-কর্মীরা ঘিরে ধরে তাঁকে অকথ্য ভাষায় গালাগালি দিতে শুরু করেন বলে অভিযোগ । এমনকি তাঁকে মারধরেরও হুমকি দেওয়া হয় । এরই মধ্যে স্থানীয় তৃণমূল নেত্রী মিতা দাস ওই মহিলাকে প্রকাশ্যে রাস্তার উপর কান ধরে ওঠবস করতে বলেন বলে অভিযোগ । ভয়ে ওই মহিলা কান ধরে ওঠবস করতে শুরু করেন । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে মিতা দাস বলেন, ‘‘ওই মহিলা ও তাঁর স্বামী মিলে তৃণমূলের ছেলেমেয়েদের মারধর করেছেন । সেই কারণে তৃণমূলের অন্যান্য কর্মীরা তাঁকে ঘিরে ধরেছিল । আমি সেখানে মহিলাকে বাঁচানোর জন্য গিয়েছিলাম ।’’
এই ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইতে থাকে । এমনকি তৃণমূল কংগ্রেসের অনেক নেতাও ঘটনার নিন্দা করেছেন । বিজেপি নেতা শ্যামল রায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা করা করেন । তিনি বলেন "যেহেতু ওই মহিলার ভাসুর বিজেপির বুথ এজেন্ট হয়েছিলেন তাই পরিবাররের সকলে বিজেপিকে ভোট দিয়েছে এটা শাসক দল মনে করে । সেই কারণে এদিন ওই বুথ এজেন্টের ভাইয়ের স্ত্রীকে প্রকাশ্য রাস্তায় কানধরে ওঠবোস করতে বাধ্য করিয়েছে । এই ঘটনার তীব্র ধিক্কার জানাই ।"