ETV Bharat / state

ছেলে বিজেপি করায় মাকে এলাকায় থাকতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - পূর্ব বর্ধমান

ছেলে বিজেপির কর্মী ৷ অভিযোগ, বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের রিভলবার দেখিয়ে হুমকি দিয়েছে, পাথর দিয়ে থেঁতলে মারার চেষ্টা করেছে ৷ নির্বাচনের ফল বেরনোর পর থেকে তিনি ঘরছাড়া ৷ এদিকে বিপাকে পড়ে মা পরিচারিকার কাজ করছেন, বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিয়েছেন ৷

বাড়ি ছেড়ে পথে অসহায় পরিবার
বাড়ি ছেড়ে পথে অসহায় পরিবার
author img

By

Published : Jun 15, 2021, 10:49 AM IST

Updated : Jun 15, 2021, 11:50 AM IST

পূর্ব বর্ধমান, 15 জুন : ছেলে বিজেপির সক্রিয় কর্মী । নির্বাচনের ফল বেরনোর পর থেকেই ঘরছাড়া । ভাড়া বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে মাকে ৷ এই পরিস্থিতিতে ছেলেকে ঘরে ফেরানোর চেষ্টা করায় মাকে এলাকা ছাড়া করার নিদান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনাটি পূর্ব বর্ধমানের আলমগঞ্জ এলাকার । যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে নবীন সরকার একজন বিজেপি কর্মী ও দুষ্কৃতী । তাই বাসিন্দারা তাঁকে এলাকায় থাকতে দিতে রাজি নন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই ।

অভিযুক্ত বিজেপি কর্মী নবীন সরকারকে এলাকায় চান না স্থানীয়রা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলমগঞ্জে নবীন সরকার প্রায় ৩৫ বছর ধরে রয়েছে ৷ সন্তোষ গিরি নামে এক ব্যক্তির বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি । বিধানসভা নির্বাচনের সময় রিভলবার নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের শাসানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । এমনকি এক ব্যক্তিকে পাথর দিয়ে থেঁতলে খুন করার চেষ্টা করেছিলেন তিনি । এছাড়াও তাঁর মদতে এলাকার বাইরে থেকে দুষ্কৃতীরা রাতে সেখানে জড়ো হত বলেও অভিযোগ । নির্বাচনের ফল ঘোষণার পর থেকে নবীন এলাকা ছাড়া ।

আরও পড়ুন : মালদার ভিঙ্গলে তৃণমূলে যোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের

ফলে চরম সমস্যায় পড়ে নবীনের মা সুজাতা সরকার ৷ সংসার চালাতে পরিচারিকার কাজ শুরু করেছেন । তিনি বলেন, "আমার ছেলে ভোটের পর থেকে বাড়ি ছাড়া । এই মুহূর্তে ছেলে বাড়িতে না ফেরায় লোকের বাড়িতে কাজ করে দু-মুঠো খাবার জোগাড় করতে হচ্ছে । যে বাড়িতে ভাড়া আছি, আজ সেই বাড়ি থেকে আমার জিনিসপত্র বের করে দেওয়া হয়েছে । আমি তৃণমূল কর্মীদের কাছে আবেদন করেছি যাতে আমাদের এলাকায় থাকতে দেওয়া হয় । কিন্তু ওরা আমাদের এলাকা ছেড়ে চলে যেতে বলেছে । ফলে বাড়ির সমস্ত আসবাব জিনিসপত্র নিয়ে এক প্রতিবেশীর কাছে আশ্রয় নিয়েছি ।"

অন্যদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মিঠু সিং বলেন, "এটা রাজনীতির ব্যাপার নয় । এলাকায় অনেক বিজেপি কর্মীই ঘরছাড়া ছিল । তাঁদের আমরা ফিরিয়ে এনেছি । কোনও অশান্তি হয়নি । নবীন বিজেপি কর্মী হলেও আপত্তি নেই, কিন্তু সে একজন দুষ্কৃতী । নির্বাচনের সময় রিভলবার নিয়ে আমাদের খুনের হুমকি দিয়েছিল । একজনকে পাথর দিয়ে থেঁতলে খুন করতে গিয়েছিল । তাই এলাকাবাসীরা তাঁকে এলাকায় থাকতে দিতে চায় না। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই ।"

পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে । প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে ।

পূর্ব বর্ধমান, 15 জুন : ছেলে বিজেপির সক্রিয় কর্মী । নির্বাচনের ফল বেরনোর পর থেকেই ঘরছাড়া । ভাড়া বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে মাকে ৷ এই পরিস্থিতিতে ছেলেকে ঘরে ফেরানোর চেষ্টা করায় মাকে এলাকা ছাড়া করার নিদান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনাটি পূর্ব বর্ধমানের আলমগঞ্জ এলাকার । যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে নবীন সরকার একজন বিজেপি কর্মী ও দুষ্কৃতী । তাই বাসিন্দারা তাঁকে এলাকায় থাকতে দিতে রাজি নন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই ।

অভিযুক্ত বিজেপি কর্মী নবীন সরকারকে এলাকায় চান না স্থানীয়রা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলমগঞ্জে নবীন সরকার প্রায় ৩৫ বছর ধরে রয়েছে ৷ সন্তোষ গিরি নামে এক ব্যক্তির বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি । বিধানসভা নির্বাচনের সময় রিভলবার নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের শাসানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । এমনকি এক ব্যক্তিকে পাথর দিয়ে থেঁতলে খুন করার চেষ্টা করেছিলেন তিনি । এছাড়াও তাঁর মদতে এলাকার বাইরে থেকে দুষ্কৃতীরা রাতে সেখানে জড়ো হত বলেও অভিযোগ । নির্বাচনের ফল ঘোষণার পর থেকে নবীন এলাকা ছাড়া ।

আরও পড়ুন : মালদার ভিঙ্গলে তৃণমূলে যোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের

ফলে চরম সমস্যায় পড়ে নবীনের মা সুজাতা সরকার ৷ সংসার চালাতে পরিচারিকার কাজ শুরু করেছেন । তিনি বলেন, "আমার ছেলে ভোটের পর থেকে বাড়ি ছাড়া । এই মুহূর্তে ছেলে বাড়িতে না ফেরায় লোকের বাড়িতে কাজ করে দু-মুঠো খাবার জোগাড় করতে হচ্ছে । যে বাড়িতে ভাড়া আছি, আজ সেই বাড়ি থেকে আমার জিনিসপত্র বের করে দেওয়া হয়েছে । আমি তৃণমূল কর্মীদের কাছে আবেদন করেছি যাতে আমাদের এলাকায় থাকতে দেওয়া হয় । কিন্তু ওরা আমাদের এলাকা ছেড়ে চলে যেতে বলেছে । ফলে বাড়ির সমস্ত আসবাব জিনিসপত্র নিয়ে এক প্রতিবেশীর কাছে আশ্রয় নিয়েছি ।"

অন্যদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মিঠু সিং বলেন, "এটা রাজনীতির ব্যাপার নয় । এলাকায় অনেক বিজেপি কর্মীই ঘরছাড়া ছিল । তাঁদের আমরা ফিরিয়ে এনেছি । কোনও অশান্তি হয়নি । নবীন বিজেপি কর্মী হলেও আপত্তি নেই, কিন্তু সে একজন দুষ্কৃতী । নির্বাচনের সময় রিভলবার নিয়ে আমাদের খুনের হুমকি দিয়েছিল । একজনকে পাথর দিয়ে থেঁতলে খুন করতে গিয়েছিল । তাই এলাকাবাসীরা তাঁকে এলাকায় থাকতে দিতে চায় না। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই ।"

পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে । প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে ।

Last Updated : Jun 15, 2021, 11:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.