ETV Bharat / state

Purba Bardhaman accident: বর্ধমানে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত 3 - দুর্ঘটনায় মৃত্যু

বর্ধমানের উল্লাস মোড় এলাকায় জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল 3 জনের (Purba Bardhaman accident)৷ রবিবার সন্ধের ঘটনা (accident death)৷

3 dies in accident on Purba Bardhaman highway
বর্ধমানে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত 3
author img

By

Published : Jun 6, 2022, 8:42 AM IST

বর্ধমান, 6 জুন : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের (Purba Bardhaman accident)। রবিবার সন্ধেয় দুর্ঘটনাটি ঘটে বর্ধমান শহরের উল্লাস মোড় এলাকায় । হাসপাতালে নিয়ে গেলে তিনজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের পরিচয় জানা যায়নি ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধেয় উল্লাস মোড় সংলগ্ন দু নম্বর জাতীয় সড়কে একটা টোটো উলটো রুটে যাচ্ছিল (accident death)। অন্যদিক থেকে একটা মোটর ভ্যান আসছিল । সেই সময় হঠাৎ একটা লরি সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর ভ্যানের সঙ্গে টোটোর ধাক্কা লাগে । ওই ঘটনায় তিনজন গুরুতর আহত হন । তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই তাঁদের মৃত্যু হয় । মৃতদের পরিচয় জানা যায়নি ।

আরও পড়ুন: Accident at Jamai Sasthi : জামাইষষ্ঠীতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল দম্পতির !

স্থানীয় বাসিন্দা রশিদ আকবর বলেন, একটা টোটো আর মোটর ভ্যানের ধাক্কা লাগে । মোটর ভ্যানটা তার নিজের রুটেই ছিল । টোটোটা উলটো দিক থেকে চলে আসে । ফলে মুখোমুখি ধাক্কা লেগে যায় । পরে পুলিশ ঘটনাস্থলে যায় ।

বর্ধমান, 6 জুন : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের (Purba Bardhaman accident)। রবিবার সন্ধেয় দুর্ঘটনাটি ঘটে বর্ধমান শহরের উল্লাস মোড় এলাকায় । হাসপাতালে নিয়ে গেলে তিনজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের পরিচয় জানা যায়নি ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধেয় উল্লাস মোড় সংলগ্ন দু নম্বর জাতীয় সড়কে একটা টোটো উলটো রুটে যাচ্ছিল (accident death)। অন্যদিক থেকে একটা মোটর ভ্যান আসছিল । সেই সময় হঠাৎ একটা লরি সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর ভ্যানের সঙ্গে টোটোর ধাক্কা লাগে । ওই ঘটনায় তিনজন গুরুতর আহত হন । তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই তাঁদের মৃত্যু হয় । মৃতদের পরিচয় জানা যায়নি ।

আরও পড়ুন: Accident at Jamai Sasthi : জামাইষষ্ঠীতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল দম্পতির !

স্থানীয় বাসিন্দা রশিদ আকবর বলেন, একটা টোটো আর মোটর ভ্যানের ধাক্কা লাগে । মোটর ভ্যানটা তার নিজের রুটেই ছিল । টোটোটা উলটো দিক থেকে চলে আসে । ফলে মুখোমুখি ধাক্কা লেগে যায় । পরে পুলিশ ঘটনাস্থলে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.