ETV Bharat / state

মঙ্গলকোটে রেশনের চাল দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার 2 - মঙ্গলকোট

এই ঘটনায় আর কেউ জড়িয়ে আছে কি না তা জানার জন্য মঙ্গলকোট থানার পুলিশ আদালতের কাছে ধৃতদের সাত দিনের পুলিশ হেপাজতের আবেদন করেছেন ।

Mangolkot
Mangolkot
author img

By

Published : Sep 16, 2020, 6:14 PM IST

মঙ্গলকোট, 16 সেপ্টেম্বর : রেশনের চাল নিয়ে দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার 2 । পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক এলাকার ঘটনা । জানা গিয়েছে, গত 6 সেপ্টেম্বর 30 বস্তা রেশনের চাল সহ একটি গাড়িকে আটক করেছিল মঙ্গলকোট থানার পুলিশ ।

নতুনহাট গুসকরা রাস্তার ওপর মঙ্গলকোট থানার পুলিশ টহলরত অবস্থায় ওই গাড়িটিকে আটক করে । গাড়িটি থেকে 30 বস্তা রেশনের চাল উদ্ধার করে পুলিশ ।

যদিও গাড়ির চালক ও খালাসী পালিয়ে যায় । এরপরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মঙ্গলকোট থানার পুলিশ । এদিন রাতে গ্রেপ্তার করা হয় গাড়ির চালক ও মালিককে । ধৃতদের নাম লাল শেখ, বিল্লাল শেখ ।

এই ঘটনায় আর কেউ জড়িয়ে আছে কি না তা জানার জন্য মঙ্গলকোট থানার পুলিশ আদালতের কাছে ধৃতদের সাত দিনের পুলিশ হেপাজতের আবেদন করেছেন ।

মঙ্গলকোট, 16 সেপ্টেম্বর : রেশনের চাল নিয়ে দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার 2 । পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক এলাকার ঘটনা । জানা গিয়েছে, গত 6 সেপ্টেম্বর 30 বস্তা রেশনের চাল সহ একটি গাড়িকে আটক করেছিল মঙ্গলকোট থানার পুলিশ ।

নতুনহাট গুসকরা রাস্তার ওপর মঙ্গলকোট থানার পুলিশ টহলরত অবস্থায় ওই গাড়িটিকে আটক করে । গাড়িটি থেকে 30 বস্তা রেশনের চাল উদ্ধার করে পুলিশ ।

যদিও গাড়ির চালক ও খালাসী পালিয়ে যায় । এরপরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মঙ্গলকোট থানার পুলিশ । এদিন রাতে গ্রেপ্তার করা হয় গাড়ির চালক ও মালিককে । ধৃতদের নাম লাল শেখ, বিল্লাল শেখ ।

এই ঘটনায় আর কেউ জড়িয়ে আছে কি না তা জানার জন্য মঙ্গলকোট থানার পুলিশ আদালতের কাছে ধৃতদের সাত দিনের পুলিশ হেপাজতের আবেদন করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.