ETV Bharat / state

BJP-তে যোগ পূর্ব বর্ধমানের শ'দুয়েক তৃণমূল নেতার - 200 Trinamool leaders from East Burdwan join BJP

আজ কাটোয়া বাসস্ট্যান্ডে এলাকায় একটি লজে BJP-র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ৷BJP সূত্রে খবর, পূর্ব বর্ধমান জেলায় বুথস্তর থেকে জেলাস্তরে BJP-র নতুন কমিটি নির্বাচন করা হবে আগামী 11 সেপ্টেম্বর । আজ জেলার 29 টি মন্ডলের জন্য 29 জন আধিকারিক নির্বাচিত হন৷

পূর্ব বর্ধমান
author img

By

Published : Sep 1, 2019, 11:01 PM IST

কাটোয়া, 1 সেপ্টেম্বর : BJP-তে যোগ দিলেন পূর্ব বর্ধমানের 200 তৃণমূল কর্মী । রয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য বিপুল দাস, পূর্বস্থলির বাসিন্দা পঞ্চায়েত সমিতির একজন সদস্য,পূর্বস্থলির কালেখাঁতলা-1 গ্রাম পঞ্চায়েতের এক সদস্যাও ৷ আজ কাটোয়া বাসস্ট্যান্ডে এলাকায় একটি লজে BJP-র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ৷ সেখানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ।

BJP সূত্রে খবর, পূর্ব বর্ধমান জেলায় বুথস্তর থেকে জেলাস্তরে BJP-র নতুন কমিটি নির্বাচন করা হবে আগামী 11 সেপ্টেম্বর । আজ জেলার 29 টি মণ্ডলের জন্য 29 জন আধিকারিক নির্বাচিত হয়৷ বর্ধমান-দুর্গাপুরের সাংসদ আলুওয়ালিয়া বলেন, "দলের সংগঠনকে আরও মজবুত করতে হবে । জনসংযোগে জোর দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ।"

কাটোয়া, 1 সেপ্টেম্বর : BJP-তে যোগ দিলেন পূর্ব বর্ধমানের 200 তৃণমূল কর্মী । রয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য বিপুল দাস, পূর্বস্থলির বাসিন্দা পঞ্চায়েত সমিতির একজন সদস্য,পূর্বস্থলির কালেখাঁতলা-1 গ্রাম পঞ্চায়েতের এক সদস্যাও ৷ আজ কাটোয়া বাসস্ট্যান্ডে এলাকায় একটি লজে BJP-র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ৷ সেখানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ।

BJP সূত্রে খবর, পূর্ব বর্ধমান জেলায় বুথস্তর থেকে জেলাস্তরে BJP-র নতুন কমিটি নির্বাচন করা হবে আগামী 11 সেপ্টেম্বর । আজ জেলার 29 টি মণ্ডলের জন্য 29 জন আধিকারিক নির্বাচিত হয়৷ বর্ধমান-দুর্গাপুরের সাংসদ আলুওয়ালিয়া বলেন, "দলের সংগঠনকে আরও মজবুত করতে হবে । জনসংযোগে জোর দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ।"

Intro:তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দুশো জন

সন্তোষ দাস, কাটোয়া


তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ২০০ তৃণমূল কর্মী।রবিবার কাটোয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি লজে এই যোগদানের পরে দাবি করল বিজেপি নেতৃত্ব। দলীয় কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুয়ালিয়া।

বিজেপির দলীয় সূত্রে খবর, বিজেপির পূর্ব বর্ধমান জেলায় বুথস্তর থেকে জেলাস্তরে নতুন কমিটি নির্বাচন করা হবে আগামী ১১ সেপ্টেম্বর । এদিন জেলা কমিটির ২৯ টি মন্ডলের জন্য ২৯ জন নির্বাচন আধিকারিক ঠিক করে দেওয়া হয় । বিজেপি সাংসদ আলুওয়ালিয়া বলেন, ‘দলের সংগঠনকে আরও মজবুত করতে হবে । তাই জন সংযোগে জোর দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ।’
এদিন বৈঠকের আগে চলে যোগদান পর্ব । বিজেপির দলীয় সূত্রে জানা গেছে, পূর্বস্থলী এলাকার বাসিন্দা জেলা পরিষদ সদস্য বিপুল দাস,এলাকার পঞ্চায়েত সমিতির একজন সদস্য,পুর্বস্থলীর কালেখাঁতলা-১ গ্রাম পঞ্চায়েতের এক সদস্যাসহ মোট ২০০ জন তৃণমুল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ এস এস আলুওয়ালিয়া ।Body:তৃণমূল ছেড়ে Conclusion:বিজেপিতে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.