কাটোয়া, 1 সেপ্টেম্বর : BJP-তে যোগ দিলেন পূর্ব বর্ধমানের 200 তৃণমূল কর্মী । রয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য বিপুল দাস, পূর্বস্থলির বাসিন্দা পঞ্চায়েত সমিতির একজন সদস্য,পূর্বস্থলির কালেখাঁতলা-1 গ্রাম পঞ্চায়েতের এক সদস্যাও ৷ আজ কাটোয়া বাসস্ট্যান্ডে এলাকায় একটি লজে BJP-র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ৷ সেখানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ।
BJP সূত্রে খবর, পূর্ব বর্ধমান জেলায় বুথস্তর থেকে জেলাস্তরে BJP-র নতুন কমিটি নির্বাচন করা হবে আগামী 11 সেপ্টেম্বর । আজ জেলার 29 টি মণ্ডলের জন্য 29 জন আধিকারিক নির্বাচিত হয়৷ বর্ধমান-দুর্গাপুরের সাংসদ আলুওয়ালিয়া বলেন, "দলের সংগঠনকে আরও মজবুত করতে হবে । জনসংযোগে জোর দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ।"