ETV Bharat / state

Burdwan Theft : ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা, পুলিশের জালে দুই

দিবাকর মিশ্র নামে এক ব্যবসায়ী তারাপীঠ থেকে ফিরছিলেন । তিনি আউশগ্রামের বরা চৌমাথা এলাকায় বাস থেকে নামার পরে টোটো ধরে বনপাশ স্টেশনে যাওয়ার পথে দুই দুষ্কৃতী তাঁর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় (2 arrested for snaching money in Burdwan) ।

Burdwan Theft
Burdwan Theft
author img

By

Published : May 7, 2022, 9:09 PM IST

বর্ধমান, 7 মে : টাকা ছিনতাই করে পালানোর সময় পুলিশের নাকা চেকিংয়ের জেরে ধরা পড়ে গেল দুই দুষ্কৃতী ৷ পূর্ব বর্ধমানের আউশগ্রামের বরাচৌমাথা এলাকার ঘটনা । তাদের কাছ থেকে তিন লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ (2 arrested for snaching money in Burdwan) ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিবাকর মিশ্র নামে এক ব্যবসায়ী তারাপীঠ থেকে ফিরছিলেন । তিনি আউশগ্রামের বরা চৌমাথা এলাকায় বাস থেকে নামার পরে টোটো ধরে বনপাশ স্টেশনে যাওয়ার পথে দুই দুষ্কৃতী তাঁর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় । অভিযোগ পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ বিভিন্ন থানায় খবর দেয় ৷ তারপরই শুরু হয় পুলিশের নাকা চেকিং । বাইক নিয়ে পালানোর সময় দুই দুষ্কৃতী ধরা পড়ে যায় । এদিন দু'জনকে বর্ধমান জেলা আদালতে তোলা হয় । তাদের চারদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : Siliguri Theft : নেশাড়ু তস্কর ! চুরি করতে এসে গৃহস্থের মদ খেয়ে পালাল চোর

পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, "গুসকরা ফাঁড়ির পুলিশের কাছে খবর আসে, ব্যারাকপুরের এক বাসিন্দা তারাপীঠ থেকে ফেরার পথে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই করেছে দুই দুষ্কৃতী । এরপরেই আউশগ্রাম থানা, ভাতার থানা, দেওয়ানদিঘি থানা ও বর্ধমান থানার পুলিশ নাকা চেকিং শুরু করে দেয় । বিভিন্ন পয়েন্টে শুরু হয় নাকা তল্লাশি । প্রতিটি রাস্তায় চলে তল্লাশি । এরপর বর্ধমান শহরের কালনা গেট এলাকা থেকে একটা বাইকে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয় । তাদের কাছ থেকে তিন লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে ।

বর্ধমান, 7 মে : টাকা ছিনতাই করে পালানোর সময় পুলিশের নাকা চেকিংয়ের জেরে ধরা পড়ে গেল দুই দুষ্কৃতী ৷ পূর্ব বর্ধমানের আউশগ্রামের বরাচৌমাথা এলাকার ঘটনা । তাদের কাছ থেকে তিন লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ (2 arrested for snaching money in Burdwan) ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিবাকর মিশ্র নামে এক ব্যবসায়ী তারাপীঠ থেকে ফিরছিলেন । তিনি আউশগ্রামের বরা চৌমাথা এলাকায় বাস থেকে নামার পরে টোটো ধরে বনপাশ স্টেশনে যাওয়ার পথে দুই দুষ্কৃতী তাঁর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় । অভিযোগ পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ বিভিন্ন থানায় খবর দেয় ৷ তারপরই শুরু হয় পুলিশের নাকা চেকিং । বাইক নিয়ে পালানোর সময় দুই দুষ্কৃতী ধরা পড়ে যায় । এদিন দু'জনকে বর্ধমান জেলা আদালতে তোলা হয় । তাদের চারদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : Siliguri Theft : নেশাড়ু তস্কর ! চুরি করতে এসে গৃহস্থের মদ খেয়ে পালাল চোর

পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, "গুসকরা ফাঁড়ির পুলিশের কাছে খবর আসে, ব্যারাকপুরের এক বাসিন্দা তারাপীঠ থেকে ফেরার পথে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই করেছে দুই দুষ্কৃতী । এরপরেই আউশগ্রাম থানা, ভাতার থানা, দেওয়ানদিঘি থানা ও বর্ধমান থানার পুলিশ নাকা চেকিং শুরু করে দেয় । বিভিন্ন পয়েন্টে শুরু হয় নাকা তল্লাশি । প্রতিটি রাস্তায় চলে তল্লাশি । এরপর বর্ধমান শহরের কালনা গেট এলাকা থেকে একটা বাইকে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয় । তাদের কাছ থেকে তিন লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.