ETV Bharat / state

Midnapore Tea: চায়ের সঙ্গে কাপও খেতে পারবেন, অভিনব চা বিক্রি মেদিনীপুরের নিশীথের - চায়ের সঙ্গে কাপ

শুধু চা নয়, চা খাওয়ার পর কড়মড় করে চিবিয়ে খেয়ে নিতে পারবেন আস্ত চায়ের ভাঁড় এইরকমই অভিনব ভাঁড় নিয়ে হাজির নিশীথ দাস (Nishit is Selling Fancy Tea in Midnapore) । বছর 35-এর নিশীথ কোভিডের জেরে কাজ হারিয়ে এখন 'চায়ে পে চর্চা'-র দোকানের মালিক । নতুন নতুন স্বাদের চায়ের সঙ্গে অভিনব ভাঁড় নিয়ে হাজির নিশীথ । দাম মাত্র 40 টাকা ।

Midnapore Tea News
চায়ের সঙ্গে কাপও খেতে পারবেন, অভিনব চা বিক্রি মেদিনীপুরের নিশীথের
author img

By

Published : Jul 22, 2022, 9:00 PM IST

মেদিনীপুর, 22 জুলাই: কখনও শুনেছেন চা খাওয়ার সঙ্গে ভাঁড় ফেলে না-দিয়ে সেই চায়ের ভাঁড়টা চিবিয়ে খাওয়া যায় ? হ্যাঁ এরকমই এক অভিনব চা নিয়ে হাজির মেদিনীপুর শহরের নিশীথেরর চা দোকানে (Nishit is Selling Fancy Tea in Midnapore) । আর তা ঘিরেই যথেষ্ট উদ্দীপনা মেদিনীপুর শহরে । প্রসঙ্গক্রমে বলা যায় বছর 35-এর নিশীথ একসময় মডেলিং ও অভিনয় জগতে কাজ করতেন । এক সময়ে হঠাৎ করোনার কারণে কাজ হারিয়ে বসে । এরপর ভেবেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হলে হয়ত তাকে আবার তার স্বপ্নের জগতে ঠিক ফিরে পাবে । কিন্তু তা আর হয়ে ওঠেনি ।

আরও পড়ুন : বলাইয়ের 'দুয়ারে চা' মন জিতল দমদমের সাংসদের

দীর্ঘ দু'বছর করোনাকালে অবশেষে তার সিনেমা জগত থেকে দূরে সরে যায় নিশীথ । উপার্জনের কোনও পথ না পেয়ে অবশেষে 'চায়ে পে চর্চা' নামে একটি দোকান খুলে ফেলেন রাতারাতি । সেই চায় পে চর্চাতে সে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন স্বাদের চা-কোলড্রিংস বিক্রি করে পরিবার ও পরিজনের নিয়ে জীবিকা নির্বাহ করতে থাকেন । আর এই চায়ে পে চর্চাতে প্রতিদিনই সন্ধ্যেবেলা থেকে হাজির হয় মেদিনীপুরের তরুণ-তরুণী থেকে বয়স্করা ।

নিশীথ তাঁর দোকানে অভিনব চা ও চায়ের গ্লাসের সম্ভার নিয়ে এসেছে এবার । তিনি এনেছেন চায়ের সঙ্গে চায়ের ভাঁড় খাওয়ার এক অভিনব পদ্ধতি । এই ভাঁড়ে 40 মিনিট পর্যন্ত চা গরম থাকবে এবং গ্লাস নষ্ট হবে না । ভাঁড়টা দেখতে কিছুটা ঠিক মালাই আইসক্রিমের কাপের মত । এই চায়ের দাম রাখা হয়েছে 40 টাকা করে আর তাতেই খুশি চা প্রেমীরা ।

চায়ের সঙ্গে কাপও খেতে পারবেন, অভিনব চা বিক্রি মেদিনীপুরের নিশীথের

আরও পড়ুন : নিত্যদিনের স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে নিন মশলা চা

তবে এ বিষয়ে নিশীথের বক্তব্য, একসময় কাজ হারিয়ে ভেবেছিলাম জীবনে কিছু করারই নেই । কিন্তু এরপর পরিবারপরিজন ও মা বাবার কথা চিন্তা করে এই চায়ে পে চর্চা-র দোকান খোলা । নতুন নতুন স্বাদের চা বানিয়ে গ্রাহকদের উপহার দিতে চেষ্টা করছি যাতে এই শহর, জেলা ছাড়িয়ে ভিন্ন রাজ্যেও সেই স্বাদ ছড়িয়ে পড়ে । তাই এখানে নবাবি চা থেকে গোলাপ চা এবং তার সঙ্গে এই নতুন এক চায়ের সন্ধান নিয়ে আসা হয়েছে যাতে মানুষকে আরও বিনোদনমূলক করা যায় এবং স্বাদে ভরিয়ে দেওয়া যায় ।

তবে চা-প্রেমীরা দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন চা খেতে নিশীথের দোকানে । চা-প্রেমী ডহর পাত্র ও নিশিকান্ত দলুই-এর বক্তব্য, এমন চা কোথাও আজ পর্যন্ত খাওয়া হয়নি । আমরা বহু দোকানে বহু ধরনের চায়ের স্বাদ নিয়েছি কিন্তু এই চায়ের সঙ্গে সঙ্গে কাপও খেয়ে নিতে হবে এরকম জায়গা এই প্রথম । খুব ভালো উদ্যোগ । এখন জঙ্গলমহলের আপামর মানুষের কাছে নিশীথের চা ও চায়ের কাপ দুই-ই নজর কাড়ছে ৷ সবাই চাইছেন একবার এর স্বাদ গ্রহণ করার ।

মেদিনীপুর, 22 জুলাই: কখনও শুনেছেন চা খাওয়ার সঙ্গে ভাঁড় ফেলে না-দিয়ে সেই চায়ের ভাঁড়টা চিবিয়ে খাওয়া যায় ? হ্যাঁ এরকমই এক অভিনব চা নিয়ে হাজির মেদিনীপুর শহরের নিশীথেরর চা দোকানে (Nishit is Selling Fancy Tea in Midnapore) । আর তা ঘিরেই যথেষ্ট উদ্দীপনা মেদিনীপুর শহরে । প্রসঙ্গক্রমে বলা যায় বছর 35-এর নিশীথ একসময় মডেলিং ও অভিনয় জগতে কাজ করতেন । এক সময়ে হঠাৎ করোনার কারণে কাজ হারিয়ে বসে । এরপর ভেবেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হলে হয়ত তাকে আবার তার স্বপ্নের জগতে ঠিক ফিরে পাবে । কিন্তু তা আর হয়ে ওঠেনি ।

আরও পড়ুন : বলাইয়ের 'দুয়ারে চা' মন জিতল দমদমের সাংসদের

দীর্ঘ দু'বছর করোনাকালে অবশেষে তার সিনেমা জগত থেকে দূরে সরে যায় নিশীথ । উপার্জনের কোনও পথ না পেয়ে অবশেষে 'চায়ে পে চর্চা' নামে একটি দোকান খুলে ফেলেন রাতারাতি । সেই চায় পে চর্চাতে সে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন স্বাদের চা-কোলড্রিংস বিক্রি করে পরিবার ও পরিজনের নিয়ে জীবিকা নির্বাহ করতে থাকেন । আর এই চায়ে পে চর্চাতে প্রতিদিনই সন্ধ্যেবেলা থেকে হাজির হয় মেদিনীপুরের তরুণ-তরুণী থেকে বয়স্করা ।

নিশীথ তাঁর দোকানে অভিনব চা ও চায়ের গ্লাসের সম্ভার নিয়ে এসেছে এবার । তিনি এনেছেন চায়ের সঙ্গে চায়ের ভাঁড় খাওয়ার এক অভিনব পদ্ধতি । এই ভাঁড়ে 40 মিনিট পর্যন্ত চা গরম থাকবে এবং গ্লাস নষ্ট হবে না । ভাঁড়টা দেখতে কিছুটা ঠিক মালাই আইসক্রিমের কাপের মত । এই চায়ের দাম রাখা হয়েছে 40 টাকা করে আর তাতেই খুশি চা প্রেমীরা ।

চায়ের সঙ্গে কাপও খেতে পারবেন, অভিনব চা বিক্রি মেদিনীপুরের নিশীথের

আরও পড়ুন : নিত্যদিনের স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে নিন মশলা চা

তবে এ বিষয়ে নিশীথের বক্তব্য, একসময় কাজ হারিয়ে ভেবেছিলাম জীবনে কিছু করারই নেই । কিন্তু এরপর পরিবারপরিজন ও মা বাবার কথা চিন্তা করে এই চায়ে পে চর্চা-র দোকান খোলা । নতুন নতুন স্বাদের চা বানিয়ে গ্রাহকদের উপহার দিতে চেষ্টা করছি যাতে এই শহর, জেলা ছাড়িয়ে ভিন্ন রাজ্যেও সেই স্বাদ ছড়িয়ে পড়ে । তাই এখানে নবাবি চা থেকে গোলাপ চা এবং তার সঙ্গে এই নতুন এক চায়ের সন্ধান নিয়ে আসা হয়েছে যাতে মানুষকে আরও বিনোদনমূলক করা যায় এবং স্বাদে ভরিয়ে দেওয়া যায় ।

তবে চা-প্রেমীরা দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন চা খেতে নিশীথের দোকানে । চা-প্রেমী ডহর পাত্র ও নিশিকান্ত দলুই-এর বক্তব্য, এমন চা কোথাও আজ পর্যন্ত খাওয়া হয়নি । আমরা বহু দোকানে বহু ধরনের চায়ের স্বাদ নিয়েছি কিন্তু এই চায়ের সঙ্গে সঙ্গে কাপও খেয়ে নিতে হবে এরকম জায়গা এই প্রথম । খুব ভালো উদ্যোগ । এখন জঙ্গলমহলের আপামর মানুষের কাছে নিশীথের চা ও চায়ের কাপ দুই-ই নজর কাড়ছে ৷ সবাই চাইছেন একবার এর স্বাদ গ্রহণ করার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.