ETV Bharat / state

Durga Idol Made of Glass: কাঁচের দুর্গাই হবে সমাজের অবক্ষয়ের আয়না, স্বচ্ছতার খোঁজে দাঁতনের শিল্পী - কাঁচের দুর্গা

কাঁচের দুর্গাই (Durga Idol Made of Glass) হবে সমাজের অবক্ষয়ের আয়না ৷ সেই লক্ষ্যে কাঁচের গুঁড়ো দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করছেন দাঁতনের শিল্পী পবন দে (West Midnapore)৷

West Midnapore artist makes Durga idol with glass
কাঁচের দুর্গাই হবে সমাজের অবক্ষয়ের আয়না, স্বচ্ছতার খোঁজে দাঁতনের শিল্পী
author img

By

Published : Sep 25, 2022, 8:02 PM IST

Updated : Sep 26, 2022, 2:59 PM IST

দাঁতন, 25 সেপ্টেম্বর: আধুনিক যুগে অস্বচ্ছতার অন্ধকারে ডুবে যাচ্ছেন অনেকে ৷ প্রত্যেকে যাতে কাঁচের মতো স্বচ্ছ জীবন ফিরে পান, সেই ভাবনা নিয়েই কাঁচের দুর্গা (Durga Idol Made of Glass) তৈরি করছেন পশ্চিম মেদিনীপুরের শিল্পী পবন দে (West Midnapore)৷ সেই প্রতিমার অলংকার তৈরি হচ্ছে পাট দিয়ে ৷ দাঁতনের সাউরিতে নজর কাড়ছে এই কাঁচের প্রতিমা । কয়েকদিন পরেই দেবী সপরিবারে পাড়ি দেবেন মণ্ডপে ।

চোখ ধাঁধানো মনোরম দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে দাঁতন দু নম্বর ব্লকের সাউরি একারুখি গ্রামে । অভিনব কারুকাজের প্রতিমা গড়ে তুলেছেন মৃৎশিল্পী পবন দে । তাঁর এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাঁর ছেলে পবিত্র দে । বর্তমানে সাউরি ভোলানাথ বিদ্যামন্দির স্কুলে একাদশ শ্রেণিতে পড়ে পবিত্র । তবে ছোটবেলা থেকেই তাঁরও মন পড়ে থাকে প্রতিমা গড়ার দিকে (Durga Puja 2022)৷

শিল্পী পবন দে জানালেন, এ বছর তিনি তিনটে দুর্গা প্রতিমা তৈরি করছেন ৷ যেগুলি থিম নির্ভর । সারা বছর বিভিন্ন ধরনের প্রতিমা গড়েন তিনি ।এবারেও তৈরি করছেন অভিনব থিমের প্রতিমা । প্রতিমা গড়ার প্রক্রিয়া শুরু হয় ঠিক এক বছর আগে থেকে । একটি পুজো শেষ হওয়ার পরই পরের বছরের পুজোর থিম ভাবা হয়ে যায় শিল্পীর ৷ যদিও তিনি জানিয়েছেন, চলতি বছরে থিমের অর্ডার খুবই কম আসছে । কারণ করোনা পরিস্থিতির পরে মানুষের অর্থনৈতিক অবস্থা এবং দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে তার প্রভাব গিয়ে পড়েছে পুজো উদ্যোক্তাদের উপর ।

কাঁচের দুর্গা তৈরি হচ্ছে দাঁতনে

আরও পড়ুন: অন্য দুর্গা ! ছেলের মঙ্গলে প্রতিমা গড়ছেন নবতিপর কমলা

কেন এল কাঁচের দুর্গা তৈরির ভাবনা ? শিল্পীর কথায়, বর্তমান সমাজ ও সংস্কৃতির অবক্ষয়ের দিকটিকে স্বচ্ছতার মাধ্যমে তুলে ধরতে এই কাঁচের প্রতিমা গড়ার কথা মাথায় আসে তাঁর । আয়নাই হল প্রতিচ্ছবি তুলে ধরার বাহক । সেইমতো কাঁচের মাধ্যমে সমাজের স্বচ্ছতার দিক তুলে ধরতে চেয়েছেন শিল্পী পবন দে । অপরদিকে ক্ষয়িষ্ণু পাটশিল্পের উন্নতিতে বর্তমান সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাটের কারুকাজে তিনি সাজিয়ে তুলছেন প্রতিমার অলংকার ও বস্ত্র ৷

দাঁতন, 25 সেপ্টেম্বর: আধুনিক যুগে অস্বচ্ছতার অন্ধকারে ডুবে যাচ্ছেন অনেকে ৷ প্রত্যেকে যাতে কাঁচের মতো স্বচ্ছ জীবন ফিরে পান, সেই ভাবনা নিয়েই কাঁচের দুর্গা (Durga Idol Made of Glass) তৈরি করছেন পশ্চিম মেদিনীপুরের শিল্পী পবন দে (West Midnapore)৷ সেই প্রতিমার অলংকার তৈরি হচ্ছে পাট দিয়ে ৷ দাঁতনের সাউরিতে নজর কাড়ছে এই কাঁচের প্রতিমা । কয়েকদিন পরেই দেবী সপরিবারে পাড়ি দেবেন মণ্ডপে ।

চোখ ধাঁধানো মনোরম দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে দাঁতন দু নম্বর ব্লকের সাউরি একারুখি গ্রামে । অভিনব কারুকাজের প্রতিমা গড়ে তুলেছেন মৃৎশিল্পী পবন দে । তাঁর এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাঁর ছেলে পবিত্র দে । বর্তমানে সাউরি ভোলানাথ বিদ্যামন্দির স্কুলে একাদশ শ্রেণিতে পড়ে পবিত্র । তবে ছোটবেলা থেকেই তাঁরও মন পড়ে থাকে প্রতিমা গড়ার দিকে (Durga Puja 2022)৷

শিল্পী পবন দে জানালেন, এ বছর তিনি তিনটে দুর্গা প্রতিমা তৈরি করছেন ৷ যেগুলি থিম নির্ভর । সারা বছর বিভিন্ন ধরনের প্রতিমা গড়েন তিনি ।এবারেও তৈরি করছেন অভিনব থিমের প্রতিমা । প্রতিমা গড়ার প্রক্রিয়া শুরু হয় ঠিক এক বছর আগে থেকে । একটি পুজো শেষ হওয়ার পরই পরের বছরের পুজোর থিম ভাবা হয়ে যায় শিল্পীর ৷ যদিও তিনি জানিয়েছেন, চলতি বছরে থিমের অর্ডার খুবই কম আসছে । কারণ করোনা পরিস্থিতির পরে মানুষের অর্থনৈতিক অবস্থা এবং দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে তার প্রভাব গিয়ে পড়েছে পুজো উদ্যোক্তাদের উপর ।

কাঁচের দুর্গা তৈরি হচ্ছে দাঁতনে

আরও পড়ুন: অন্য দুর্গা ! ছেলের মঙ্গলে প্রতিমা গড়ছেন নবতিপর কমলা

কেন এল কাঁচের দুর্গা তৈরির ভাবনা ? শিল্পীর কথায়, বর্তমান সমাজ ও সংস্কৃতির অবক্ষয়ের দিকটিকে স্বচ্ছতার মাধ্যমে তুলে ধরতে এই কাঁচের প্রতিমা গড়ার কথা মাথায় আসে তাঁর । আয়নাই হল প্রতিচ্ছবি তুলে ধরার বাহক । সেইমতো কাঁচের মাধ্যমে সমাজের স্বচ্ছতার দিক তুলে ধরতে চেয়েছেন শিল্পী পবন দে । অপরদিকে ক্ষয়িষ্ণু পাটশিল্পের উন্নতিতে বর্তমান সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাটের কারুকাজে তিনি সাজিয়ে তুলছেন প্রতিমার অলংকার ও বস্ত্র ৷

Last Updated : Sep 26, 2022, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.