ETV Bharat / state

পুজো কমিটিকে অনুদান দেওয়ার সময় কারও কথা যেন না শোনা হয়, বার্তা মুখ্যমন্ত্রীর - প্রশাসনিক সভা থেকে পুজো কমিটিগুলিকে শীঘ্রই অনুদান দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

"আমি যেন কারও কাছে না শুনি ওই ক্লাবকে টাকা দেওয়া হবে না বা পাবে না ৷ এটা পুলিশের ডিউটি ৷ আমি আপনাদের (পুলিশ) দিয়ে টাকা দেওয়ার কাজ করাতে চাই ৷" খড়গপুরে প্রশাসনিক সভায় বললেন মুখ্যমন্ত্রী ৷

মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী
author img

By

Published : Oct 6, 2020, 10:56 PM IST

খড়্গপুর, 6 অক্টোবর : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে 50 হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ আজ খড়গপুরে প্রশাসনিক বৈঠক থেকে জঙ্গলমহলে সেই কাজ যথাযথ হচ্ছে কি না তা নিয়ে খোঁজখবর নেন তিনি ৷ সেই সঙ্গে এখনও পর্যন্ত যে সমস্ত পুজো কমিটি ওই অনুদানের টাকা পায়নি তাদের সেই টাকা দেওয়া জন্য দ্রুত ব্যবস্থার নির্দেশ দেন ৷ অনুদান দেওয়ার সময় পঞ্চায়েত সমিতি বা কোনও নেতার নির্দেশ যেন মানা না হয় তাও স্পষ্ট করে দেন তিনি ৷

তিনি বলেন, "যে পুজো কমিটিগুলি পুলিশের অনুমতি পেয়েছে তাদের প্রতিটিকে যেন 50 হাজার টাকা অনুদান দেওয়া হয় ৷ এই বিষয়টি পুলিশকে দেখতে হবে ৷ কোনও পঞ্চায়েতের লোক বলে দিল ওই কমিটি টাকা পাবে না এমনটা বরদাস্ত করা হবে না ৷" তারপরই পুলিশের উদ্দেশে তিনি বলেন, "আপনাদের বিষয়টি দেখতে হবে ৷ আমি যেন কারও কাছে না শুনি ওই ক্লাবকে টাকা দেওয়া হবে না বা পাবে না ৷ এইটা পুলিশের ডিউটি ৷ আমি আপনাদের (পুলিশ) দিয়ে টাকা দেওয়ার কাজটি করাতে চাই ৷ দল বা পঞ্চায়েত দিয়ে না ৷ এটা আপনাদের দায়িত্ব ৷"

কোরোনা পরিস্থিতিতে পুজো মণ্ডপগুলি যাতে খোলামেলা করা হয় সে বিষয়ে জেলার পুলিশ প্রশাসনকে আরও একবার মনে করিয়ে দেন তিনি ৷ তিনি বলেন, "কোরোনা সংক্রমণ রুখতে মণ্ডপ খোলামেলা করতেই হবে ৷ মণ্ডপে সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে হবে ৷ প্যান্ডেলে প্রবেশের আগে হাতে স্যানিটাইজ়ার দিতে হবে ৷ প্রয়োজনে মাস্কও ৷"

খড়্গপুর, 6 অক্টোবর : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে 50 হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ আজ খড়গপুরে প্রশাসনিক বৈঠক থেকে জঙ্গলমহলে সেই কাজ যথাযথ হচ্ছে কি না তা নিয়ে খোঁজখবর নেন তিনি ৷ সেই সঙ্গে এখনও পর্যন্ত যে সমস্ত পুজো কমিটি ওই অনুদানের টাকা পায়নি তাদের সেই টাকা দেওয়া জন্য দ্রুত ব্যবস্থার নির্দেশ দেন ৷ অনুদান দেওয়ার সময় পঞ্চায়েত সমিতি বা কোনও নেতার নির্দেশ যেন মানা না হয় তাও স্পষ্ট করে দেন তিনি ৷

তিনি বলেন, "যে পুজো কমিটিগুলি পুলিশের অনুমতি পেয়েছে তাদের প্রতিটিকে যেন 50 হাজার টাকা অনুদান দেওয়া হয় ৷ এই বিষয়টি পুলিশকে দেখতে হবে ৷ কোনও পঞ্চায়েতের লোক বলে দিল ওই কমিটি টাকা পাবে না এমনটা বরদাস্ত করা হবে না ৷" তারপরই পুলিশের উদ্দেশে তিনি বলেন, "আপনাদের বিষয়টি দেখতে হবে ৷ আমি যেন কারও কাছে না শুনি ওই ক্লাবকে টাকা দেওয়া হবে না বা পাবে না ৷ এইটা পুলিশের ডিউটি ৷ আমি আপনাদের (পুলিশ) দিয়ে টাকা দেওয়ার কাজটি করাতে চাই ৷ দল বা পঞ্চায়েত দিয়ে না ৷ এটা আপনাদের দায়িত্ব ৷"

কোরোনা পরিস্থিতিতে পুজো মণ্ডপগুলি যাতে খোলামেলা করা হয় সে বিষয়ে জেলার পুলিশ প্রশাসনকে আরও একবার মনে করিয়ে দেন তিনি ৷ তিনি বলেন, "কোরোনা সংক্রমণ রুখতে মণ্ডপ খোলামেলা করতেই হবে ৷ মণ্ডপে সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে হবে ৷ প্যান্ডেলে প্রবেশের আগে হাতে স্যানিটাইজ়ার দিতে হবে ৷ প্রয়োজনে মাস্কও ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.