মেদিনীপুর 9 মার্চ : বিজেপির মেদিনীপুরের প্রার্থীদের মনোনয়নে পেশে অংশ নিলেন দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয় । দলীয় প্রার্থীদের মনোনয়নে পেশের সময়ের মিছিলে অংশ নিয়ে কৈলাস বিজয়বর্গীয় বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মানুষের সঙ্গে ছলনা করেছে ৷ তাই হার দুশো শতাংশ নিশ্চিত । দিলীপ ঘোষ বললেন, মমতা ঠিক করতে পারছেন না, তিনি নন্দীগ্রামে না ভবানীপুরে দাঁড়াবেন ।
"নন্দীগ্রামে না কোনও শিল্পের উদ্যোগ দেখা গেছে, না কৃষি । তাই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত ।" মেদিনীপুরে আজ দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সঙ্গে থেকে এমনটাই বললেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় । বিজেপির অন্দরের দ্বন্দ্ব কার্যকর্তারা মিটিয়ে নেবেন বলেও আশাবাদী তিনি ।
আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "সমস্ত জায়গায় বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া চলছে । তাতেই এত জনসমাগম হয়েছে । বোঝা যাচ্ছে, বাংলার মানুষ পরিবর্তনের জন্য তৈরি ।" মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, "ভবানীপুর থেকে নন্দীগ্রামে গেছেন । আবার কালীঘাটে চলে যাবেন ।"
আরও পড়ুন: সুপ্রিম রায়ে ভারতীর রক্ষাকবচে স্বস্তিতে বিজেপি
মঙ্গলবার বিজেপির মেদিনীপুরের প্রার্থী শমিত দাস, শালবনীর প্রার্থী রাজীব কুণ্ডু এবং গড়বেতার প্রার্থী মদন রুইদাস মনোনয়ন পত্র জমা দিলেন । মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিজেপির মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে । মিছিলে অংশ নেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় । মিছিলে যানজট হওয়ায় মোটরবাইকে করে জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে যান শমিত দাস । অন্যদিকে মিছিল ধীর গতিতে থাকায় জেলাশাসক দফতরের প্রবেশ করতে পারলেন না দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয় । দফতরের বাইরে থেকেই ফিরে যান তাঁরা ।
প্রথম দফার নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার কাজ সম্পন্ন হল আজ । প্রথম দফার ভোট হবে 27 এপ্রিল ৷ জঙ্গলমহলের বেশ কিছু অংশে হবে ভোটগ্রহণ পক্রিয়া ।